ETV Bharat / sports

India vs West Indies : সুন্দর-চাহালের ঘূর্ণিতে 176 রানে শেষ ক্যারিবিয়ানরা - India vs West Indies

বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে কোহলি-রোহিত সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল ৷ এদিন সমস্ত গুঞ্জনে জল ঢালল এই জুটি ৷ রবিবাসরীয় দুপুরে মোতেরা বারবার দেখল রোহিত-কোহলির যুগলবন্দি ৷

India
176 রানে শেষ ক্যারিবিয়ানরা
author img

By

Published : Feb 6, 2022, 4:57 PM IST

Updated : Feb 6, 2022, 5:56 PM IST

আমেদাবাদ, 6 ফেব্রুয়ারি : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 1000তম ওয়ান ডে ম্যাচ খেলছে ভারত ৷ প্রথমবার রোহিতের অধিনায়কত্বে মাঠে নেমেছেন কোহলি ৷ বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে জল্পনা ক্রমশ বাড়ছিল কোহলি-রোহিত সম্পর্ক নিয়ে ৷ এদিন সমস্ত গুঞ্জনে জল ঢালল এই জুটি ৷

রবিবাসরীয় দুপুরে মোতেরা বারবার দেখল রোহিত-কোহলির যুগলবন্দি ৷ বারবার ‘মেন ইন ব্লু’র নয়া নেতাকে সাহায্য করলেন প্রাক্তন ৷ যার দৌলতে মাত্র 176 রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ ৷ বল হাতে ভেল্কি দেখালেন যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দররা ৷ চার উইকেট নিলেন চাহাল ৷ দুরন্ত ঘূর্ণিতে শূন্য রানে ফেরালেন ক্যাপ্টেন কায়রন পোলার্ডকে ৷ তিন উইকেট এল ওয়াশিংটনের ঝুলিতেও ৷

ক্যারিবিয়ানদের প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ ৷ 13 রানের মাথায় ড্রেসিংরুমে ফেরেন সাই হোপ ৷ এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৷ দলের হয়ে সর্বোচ্চ রান জেসন হোল্ডারের ৷ 57 রান করে ফেরেন ক্য়ারিবিয়ান অলরাউন্ডার ৷ তাঁর ব্যাটে ভর করেই ভদ্রস্থ জায়গায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৷

আরও পড়ুন : নেতৃত্বে 'বিরাট' বদলের পক্ষপাতি নন রোহিত

আমেদাবাদ, 6 ফেব্রুয়ারি : নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 1000তম ওয়ান ডে ম্যাচ খেলছে ভারত ৷ প্রথমবার রোহিতের অধিনায়কত্বে মাঠে নেমেছেন কোহলি ৷ বিরাট ক্যাপ্টেন্সি ছাড়ার পর থেকে জল্পনা ক্রমশ বাড়ছিল কোহলি-রোহিত সম্পর্ক নিয়ে ৷ এদিন সমস্ত গুঞ্জনে জল ঢালল এই জুটি ৷

রবিবাসরীয় দুপুরে মোতেরা বারবার দেখল রোহিত-কোহলির যুগলবন্দি ৷ বারবার ‘মেন ইন ব্লু’র নয়া নেতাকে সাহায্য করলেন প্রাক্তন ৷ যার দৌলতে মাত্র 176 রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ ৷ বল হাতে ভেল্কি দেখালেন যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দররা ৷ চার উইকেট নিলেন চাহাল ৷ দুরন্ত ঘূর্ণিতে শূন্য রানে ফেরালেন ক্যাপ্টেন কায়রন পোলার্ডকে ৷ তিন উইকেট এল ওয়াশিংটনের ঝুলিতেও ৷

ক্যারিবিয়ানদের প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ ৷ 13 রানের মাথায় ড্রেসিংরুমে ফেরেন সাই হোপ ৷ এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ৷ দলের হয়ে সর্বোচ্চ রান জেসন হোল্ডারের ৷ 57 রান করে ফেরেন ক্য়ারিবিয়ান অলরাউন্ডার ৷ তাঁর ব্যাটে ভর করেই ভদ্রস্থ জায়গায় পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ৷

আরও পড়ুন : নেতৃত্বে 'বিরাট' বদলের পক্ষপাতি নন রোহিত

Last Updated : Feb 6, 2022, 5:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.