কলকাতা, 16 মে: আরও কড়া নিরাপত্তা বলয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। এতদিন প্রাক্তন বিসিসিআই সভাপতির জন্য বরাদ্দ ছিল ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ৷ তবে এবার ওয়াই'য়ের পরিবর্তে জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রদান করা হবে 'বাংলার মহারাজ'কে ৷ লালবাজার সূত্রে মঙ্গলবার সৌরভের নিরাপত্তা জোরদার করার বিষয়টি জানানো হয়েছে ৷ তবে কী কারণে প্রাক্তন ভারত অধিনায়কের এই বাড়তি নিরাপত্তা, সে ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়নি ৷ তবে নবান্নের নির্দেশেই এই বদল বলে জানা গিয়েছে ৷
জেড ক্যাটেগরি নিরাপত্তার জন্য এবার থেকে একটি এসকর্ট কার থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ির আগে। এছাড়াও এবার থেকে 'প্রিন্স অফ ক্যালকাটা'র সঙ্গী হবেন দু'জন নিরাপত্তারক্ষী। প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে নিরাপত্তারক্ষীর থাকার ঘটনা নতুন নয়। এখনও তাঁর গাড়িতে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকেন। খেলোয়াড় জীবনেও নিরাপত্তারক্ষী নিয়েই ঘুরতেন 'মহারাজ'। জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে নিরাপত্তা বলয়ে ঢুকতে হয়েছে সৌরভকে। কিন্তু ওয়াই পেরিয়ে কেন জেড ক্যাটেগরিতে উন্নীত হলেন মহারাজ; তার সঠিক ব্যাখ্যা মেলেনি ৷ অন্তত সিএবি সূত্রে এই নিরাপত্তার বজ্র আঁটুনির কোনও ব্যাখ্যা মেলেনি। প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোনও হুমকি বা আক্রান্ত হওয়ার শঙ্কা থাকলে জেড ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তাও সেটা আবেদনের ভিত্তিতে ৷
আরও পড়ুন: লখনউ পৌঁছে কুকুরের কামড় খেলেন অর্জুন
যেমন, সম্প্রতি বলিউড তারকা সলমন খান হুমকি ফোন পাওয়ার পরে তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে। কলকাতায় গত শনিবার অনুষ্ঠান করে গিয়েছেন তিনি। তবে সেখানেও তাঁকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে রাখা হয়েছিল। এবার একই ঘটনা ঘটবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও। তবে তিনি কোনও হুমকি ফোন বা তার ওপর হামলার আশঙ্কা রয়েছে কি না, তা জানানো হয়নি। এই মুহূর্তে দিল্লি ক্যাপিট্যালসের মেন্টর পদে আইপিএলে ব্যস্ত সৌরভ। আইপিএলের পরে লন্ডন যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখবেন তিনি। সেখানে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব থাকলেও সৌরভ সম্মতি দেননি। তার আগে নিরাপত্তা বর্ধিত হওয়ায় বিষয়টি শঙ্কা এবং জল্পনা দুইয়েরই জন্ম দিল একসঙ্গে।