ETV Bharat / sports

VVS Laxman কোচের দায়িত্বে লক্ষ্মণ, জিম্বাবোয়ে সফরে উড়ে গেল ভারতীয় দল

author img

By

Published : Aug 13, 2022, 3:29 PM IST

জিম্বাবোয়েতে একদিনের সিরিজে সফরকারী ভারতীয় দলের কোচের দায়িত্বে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman will be Acting Head Coach in Zimbabwe Says BCCI Secretary Jay Shah) ৷ 23 অগস্ট এশিয়া কাপের দলের সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় দুবাই উড়ে যাবেন বলেই লক্ষ্মণকে জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়েছে ৷ যেমনটা ভারত আয়ারল্যান্ড সিরিজের ক্ষেত্রে ঘটেছিল ৷

VVS Laxman will be Acting Head Coach in Zimbabwe Says BCCI Secretary Jay Shah
VVS Laxman will be Acting Head Coach in Zimbabwe Says BCCI Secretary Jay Shah

কলকাতা, 13 অগস্ট: জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে উড়ে গেলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman will be Acting Head Coach in Zimbabwe Says BCCI Secretary Jay Shah) ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 27 অগস্ট থেকে এশিয়া কাপ শুরুর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল ৷ যেখানে এশিয়া কাপের 15 জনের দলে থাকা মাত্র দু’জন ক্রিকেটার জিম্বাবোয়েতে সফরকারী দলের সঙ্গে রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন চোট সারিয়ে ফেরা কেএল রাহুল এবং মিডল অর্ডার ব্যাটার দীপক হুডা ৷

এ নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "জিম্বাবোয়েতে সফরকারী ভারতীয় দলের 3 ম্যাচের একদিনের সিরিজে কোচ হিসাবে দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ ৷ এমনটা নয় যে, রাহুল দ্রাবিড় বিরতি নিচ্ছেন ৷ জিম্বাবোয়েতে একদিনের সিরিজ 22 অগস্ট শেষ হচ্ছে ৷ আর দ্রাবিড়-সহ বাকি ভারতীয় দল 23 অগস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে ৷ দেখা যাচ্ছে দু’টি টুর্নামেন্টের মাঝে খুব কম সময়ের ব্যবধান ৷ তাই লক্ষ্মণ জিম্বাবোয়েতে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন ৷" এদিন বোর্ডের তরফে বিসিসিআই'য়ের তরফে ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরে উড়ে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ সেখানে শিখর ধাওয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, দীপক চাহারদের সঙ্গে বিমানে দেখা যাচ্ছে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকেও ৷

আরও পড়ুন: ভাইঝির বিয়েতে পাগড়ি, রাখিতে দিদিকে উপহার ফ্যামিলি ম্যান সচিনের

জয় শাহ বলেন, "এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে কেবল কেএল রাহুল এবং দীপক হুডা জিম্বাবোয়ে সফরের দলে রয়েছেন ৷ আর এটা খুবই যুক্তিযুক্ত ৷ কারণ, প্রধান কোচ ভারতের টি-20 স্কোয়াডের সঙ্গে থাকবেন ৷" প্রসঙ্গত, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ হারারেতে আয়োজিত হচ্ছে ৷ 18, 20 ও 22 অগস্ট ম্যাচগুলি খেলা হবে ৷ হারারেতে সিরিজ খেলে কেএল রাহুল এবং দীপক হুডা সরাসরি দুবাই উড়ে যাবেন বলে জানিয়েছেন জয় শাহ ৷

প্রসঙ্গত, ভারতের সিনিয়র দল কোনও টুর্নামেন্টে বা সিরিজ খেলার সময়, দ্বিতীয় সারির দল কিংবা ভারতীয় এ দলের কোচিংয়ের দায়িত্ব সামলে থাকেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানই ৷ আর এক্ষেত্রে এনসিএ-র প্রধান হিসাবে ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে সফরকারী দলের সঙ্গে গেলেন ৷

কলকাতা, 13 অগস্ট: জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে কোচ হিসেবে উড়ে গেলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman will be Acting Head Coach in Zimbabwe Says BCCI Secretary Jay Shah) ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে 27 অগস্ট থেকে এশিয়া কাপ শুরুর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল ৷ যেখানে এশিয়া কাপের 15 জনের দলে থাকা মাত্র দু’জন ক্রিকেটার জিম্বাবোয়েতে সফরকারী দলের সঙ্গে রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন চোট সারিয়ে ফেরা কেএল রাহুল এবং মিডল অর্ডার ব্যাটার দীপক হুডা ৷

এ নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, "জিম্বাবোয়েতে সফরকারী ভারতীয় দলের 3 ম্যাচের একদিনের সিরিজে কোচ হিসাবে দায়িত্বে থাকবেন ভিভিএস লক্ষ্মণ ৷ এমনটা নয় যে, রাহুল দ্রাবিড় বিরতি নিচ্ছেন ৷ জিম্বাবোয়েতে একদিনের সিরিজ 22 অগস্ট শেষ হচ্ছে ৷ আর দ্রাবিড়-সহ বাকি ভারতীয় দল 23 অগস্ট সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে ৷ দেখা যাচ্ছে দু’টি টুর্নামেন্টের মাঝে খুব কম সময়ের ব্যবধান ৷ তাই লক্ষ্মণ জিম্বাবোয়েতে ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন ৷" এদিন বোর্ডের তরফে বিসিসিআই'য়ের তরফে ভারতীয় দলের জিম্বাবোয়ে সফরে উড়ে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ সেখানে শিখর ধাওয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, দীপক চাহারদের সঙ্গে বিমানে দেখা যাচ্ছে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকেও ৷

আরও পড়ুন: ভাইঝির বিয়েতে পাগড়ি, রাখিতে দিদিকে উপহার ফ্যামিলি ম্যান সচিনের

জয় শাহ বলেন, "এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে কেবল কেএল রাহুল এবং দীপক হুডা জিম্বাবোয়ে সফরের দলে রয়েছেন ৷ আর এটা খুবই যুক্তিযুক্ত ৷ কারণ, প্রধান কোচ ভারতের টি-20 স্কোয়াডের সঙ্গে থাকবেন ৷" প্রসঙ্গত, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ হারারেতে আয়োজিত হচ্ছে ৷ 18, 20 ও 22 অগস্ট ম্যাচগুলি খেলা হবে ৷ হারারেতে সিরিজ খেলে কেএল রাহুল এবং দীপক হুডা সরাসরি দুবাই উড়ে যাবেন বলে জানিয়েছেন জয় শাহ ৷

প্রসঙ্গত, ভারতের সিনিয়র দল কোনও টুর্নামেন্টে বা সিরিজ খেলার সময়, দ্বিতীয় সারির দল কিংবা ভারতীয় এ দলের কোচিংয়ের দায়িত্ব সামলে থাকেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানই ৷ আর এক্ষেত্রে এনসিএ-র প্রধান হিসাবে ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে সফরকারী দলের সঙ্গে গেলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.