ETV Bharat / sports

VVS Laxman : বন্ধু দ্রাবিড়ের ছেড়ে যাওয়া পদে বসতে অস্বীকার ভিভিএসের

author img

By

Published : Oct 18, 2021, 9:42 PM IST

জাতীয় দলের প্রধান কোচের পাশাপাশি কোচিং স্টাফের বিভিন্ন পদে আবেদনের জন্য রবিবার বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স প্রধান পদের জন্যেও আবেদন করতে বলেছে বিসিসিআই ৷ উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় জমানার অবসান হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের ঠিক পরেই ৷

VVS Laxman
বন্ধু রাহুলের ছেড়ে যাওয়া পদে বসতে অস্বীকার ভিভিএসের

মুম্বই, 18 অক্টোবর : রাহুল দ্রাবিড় যে কোহলিদের কোচ হচ্ছেন সেটা প্রায় দিনের আলোর মত পরিষ্কার ৷ তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরির দায়িত্ব বর্তাবে কার উপর ? যে কাজটা এতদিন ধরে করে আসছিলেন রাহুল দ্রাবিড়, সেই পদে একজন যোগ্য উত্তরসূরির খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

আর দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার জন্য একদা তাঁরই সতীর্থ ভিভিএস লক্ষ্মণের কাছে সম্প্রতি প্রস্তাব গিয়েছিল বিসিসিআই'য়ের ৷ কিন্তু বোর্ডের সেই অফার পত্রপাঠ প্রত্যাখ্যান করেছেন তিনি ৷ ফলে 'দ্য ওয়ালে'র পদে 'ভেরি ভেরি স্পেশাল'কে এনে বিসিসিআই স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলেও সহজে তা হচ্ছে না ৷

বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতার পাশাপাশি আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে নিযুক্ত প্রাক্তন তারকা ব্যাটার ৷ সেই কারণেই সম্ভবত বিসিসিআই'য়ের প্রস্তাবিত গুরুদায়িত্ব লক্ষ্মণ প্রত্যাখ্যান করেছেন বলে মনে করা হচ্ছে ৷ সবমিলিয়ে লক্ষ্মণ প্রস্তাব ফেরানোয় বিসিসিআই জারি রেখেছে অন্বেষণ ৷

এদিকে জাতীয় দলের প্রধান কোচের পাশাপাশি কোচিং স্টাফের বিভিন্ন পদে আবেদনের জন্য রবিবার বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স প্রধান পদের জন্যেও আবেদন করতে বলেছে বিসিসিআই ৷ উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় জমানার অবসান হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের ঠিক পরেই ৷ 'মেন ইন ব্লু'র কোচের হটসিটে রবি শাস্ত্রীর জুতোয় পা গলাবেন কে ? জোর চর্চা চলছিল ক্রিকেটমহলে ৷

আরও পড়ুন : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই

কিন্তু আইপিএল ফাইনালের রাতেই কোহলিদের পরবর্তী কোচ বাছাই ইস্যুতে বড়সড় ডেভলপমেন্ট সেরে নিয়েছে বিসিসিআই ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে সরিয়ে রাহুল শারদ দ্রাবিড়কে কোহলিদের হেডস্যার পদে বসাচ্ছে বিসিসিআই ৷ দিনের আলো দেখার খুব কাছে ক্রিকেট অনুরাগীদের বহুদিনের স্বপ্ন ৷

মুম্বই, 18 অক্টোবর : রাহুল দ্রাবিড় যে কোহলিদের কোচ হচ্ছেন সেটা প্রায় দিনের আলোর মত পরিষ্কার ৷ তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরির দায়িত্ব বর্তাবে কার উপর ? যে কাজটা এতদিন ধরে করে আসছিলেন রাহুল দ্রাবিড়, সেই পদে একজন যোগ্য উত্তরসূরির খোঁজে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷

আর দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হওয়ার জন্য একদা তাঁরই সতীর্থ ভিভিএস লক্ষ্মণের কাছে সম্প্রতি প্রস্তাব গিয়েছিল বিসিসিআই'য়ের ৷ কিন্তু বোর্ডের সেই অফার পত্রপাঠ প্রত্যাখ্যান করেছেন তিনি ৷ ফলে 'দ্য ওয়ালে'র পদে 'ভেরি ভেরি স্পেশাল'কে এনে বিসিসিআই স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইলেও সহজে তা হচ্ছে না ৷

বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতার পাশাপাশি আইপিএলে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে নিযুক্ত প্রাক্তন তারকা ব্যাটার ৷ সেই কারণেই সম্ভবত বিসিসিআই'য়ের প্রস্তাবিত গুরুদায়িত্ব লক্ষ্মণ প্রত্যাখ্যান করেছেন বলে মনে করা হচ্ছে ৷ সবমিলিয়ে লক্ষ্মণ প্রস্তাব ফেরানোয় বিসিসিআই জারি রেখেছে অন্বেষণ ৷

এদিকে জাতীয় দলের প্রধান কোচের পাশাপাশি কোচিং স্টাফের বিভিন্ন পদে আবেদনের জন্য রবিবার বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স প্রধান পদের জন্যেও আবেদন করতে বলেছে বিসিসিআই ৷ উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে শাস্ত্রীয় জমানার অবসান হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের ঠিক পরেই ৷ 'মেন ইন ব্লু'র কোচের হটসিটে রবি শাস্ত্রীর জুতোয় পা গলাবেন কে ? জোর চর্চা চলছিল ক্রিকেটমহলে ৷

আরও পড়ুন : ভাবনায় দ্রাবিড়কে রেখেই বিরাটদের কোচের পদে আবেদন চাইল বিসিসিআই

কিন্তু আইপিএল ফাইনালের রাতেই কোহলিদের পরবর্তী কোচ বাছাই ইস্যুতে বড়সড় ডেভলপমেন্ট সেরে নিয়েছে বিসিসিআই ৷ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে সরিয়ে রাহুল শারদ দ্রাবিড়কে কোহলিদের হেডস্যার পদে বসাচ্ছে বিসিসিআই ৷ দিনের আলো দেখার খুব কাছে ক্রিকেট অনুরাগীদের বহুদিনের স্বপ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.