ETV Bharat / sports

Coromandel Express Accident: ওড়িশায় জোড়া ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট-সেহওয়াগদের

ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ এবং ভিভিএস লক্ষ্মণের ৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তাঁরা ৷ আহতদের দ্রুত আরোগ্যও কামনা করলেন ৷

Coromandel Express Accident ETV BHARAT
Coromandel Express Accident
author img

By

Published : Jun 3, 2023, 12:40 PM IST

Updated : Jun 3, 2023, 1:54 PM IST

কলকাতা, 3 জুন: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন বিরাট কোহলি ৷ এই মুহূর্তে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে লন্ডনে ৷ সেখান থেকেই ওড়িশার বালাসোরে মর্মান্তিক জোড়া ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেছেন বিরাট ৷ এর পাশাপাশি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এবং প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণ টুইটে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা ৷

সম্প্রতি আইপিএলে অসাধারণ ফর্মে থাকা বিরাট টুইটারে লিখেছেন, "ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমি খুবই মর্মাহত ৷ এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি ৷ একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করি ৷"

  • Saddened to hear about the tragic train accident in Odisha. My thoughts and prayers go out to the families who lost their loved ones and wishing a speedy recovery to the injured.

    — Virat Kohli (@imVkohli) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরাট কোহলির পাশাপাশি, প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে শোকাহত হলাম ৷ যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমি শোকাহত এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এমনটাই কামনা করছি ৷"

  • Extremely sad hearing about this tragic train accident involving Coromandel Express in Odisha.

    Condolences to all families who have lost their loved ones and prayers for quick recovery of those injured. https://t.co/9foYqHybNa

    — Virender Sehwag (@virendersehwag) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, "ওড়িশার এই অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে নিজেকে অত্যন্ত অসহায় লাগছে ৷ আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই ৷"

  • Extremely disheartening to learn about this very unfortunate accident in Odisha.
    I pray for speedy recovery of the injured and offer my sincere condolences to those who have lost their loved ones. https://t.co/zVOr4EqZCD

    — VVS Laxman (@VVSLaxman281) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বালাসোর ট্রেন বিপর্যয়ে স্থানীয়দের মানবিক মুখ, লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন রক্ত

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় যশবন্তপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায় ৷ সেই সময় পাশের আপ লাইন দিয়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস আসছিল বালাসোর স্টেশন ছেড়ে ৷ লাইনচ্যুত যশবন্তপুর এক্সপ্রেস করমণ্ডলের বগিগুলিতে ধাক্কা মারে ৷ এই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা আড়াইশোর কাছাকাছি পৌঁছেছে ৷ তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ উদ্ধারকারী দলের আশঙ্কা দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলির ভিতরে অনেকে আটকে রয়েছেন ৷ তাঁরা বেঁচে আছেন কিনা, সেনিয়েও সংশয় রয়েছে ৷ এমনকি হাসপাতালগুলিতেও অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷

কলকাতা, 3 জুন: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন বিরাট কোহলি ৷ এই মুহূর্তে তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে লন্ডনে ৷ সেখান থেকেই ওড়িশার বালাসোরে মর্মান্তিক জোড়া ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে টুইট করেছেন বিরাট ৷ এর পাশাপাশি প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ এবং প্রাক্তন ব্যাটার ভিভিএস লক্ষ্মণ টুইটে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা ৷

সম্প্রতি আইপিএলে অসাধারণ ফর্মে থাকা বিরাট টুইটারে লিখেছেন, "ওড়িশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর শুনে আমি খুবই মর্মাহত ৷ এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা ব্যক্ত করছি ৷ একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করি ৷"

  • Saddened to hear about the tragic train accident in Odisha. My thoughts and prayers go out to the families who lost their loved ones and wishing a speedy recovery to the injured.

    — Virat Kohli (@imVkohli) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিরাট কোহলির পাশাপাশি, প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনে শোকাহত হলাম ৷ যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের জন্য আমি শোকাহত এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এমনটাই কামনা করছি ৷"

  • Extremely sad hearing about this tragic train accident involving Coromandel Express in Odisha.

    Condolences to all families who have lost their loved ones and prayers for quick recovery of those injured. https://t.co/9foYqHybNa

    — Virender Sehwag (@virendersehwag) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, "ওড়িশার এই অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে নিজেকে অত্যন্ত অসহায় লাগছে ৷ আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই ৷"

  • Extremely disheartening to learn about this very unfortunate accident in Odisha.
    I pray for speedy recovery of the injured and offer my sincere condolences to those who have lost their loved ones. https://t.co/zVOr4EqZCD

    — VVS Laxman (@VVSLaxman281) June 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বালাসোর ট্রেন বিপর্যয়ে স্থানীয়দের মানবিক মুখ, লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন রক্ত

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় যশবন্তপুর এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায় ৷ সেই সময় পাশের আপ লাইন দিয়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস আসছিল বালাসোর স্টেশন ছেড়ে ৷ লাইনচ্যুত যশবন্তপুর এক্সপ্রেস করমণ্ডলের বগিগুলিতে ধাক্কা মারে ৷ এই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা আড়াইশোর কাছাকাছি পৌঁছেছে ৷ তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ উদ্ধারকারী দলের আশঙ্কা দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলির ভিতরে অনেকে আটকে রয়েছেন ৷ তাঁরা বেঁচে আছেন কিনা, সেনিয়েও সংশয় রয়েছে ৷ এমনকি হাসপাতালগুলিতেও অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৷

Last Updated : Jun 3, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.