ETV Bharat / sports

Kohli to Dhoni ওঁর ডেপুটি হিসেবে কাটানো সময়ই সবচেয়ে স্পেশাল, এশিয়া কাপের আগে ধোনি বন্দনায় কোহলি - Virat Kohli

এশিয়া কাপে ব্যর্থতা মানে আসন্ন টি20 বিশ্বকাপের দলে বিরাট কোহলি (Virat Kohli) জায়গা পাওয়ার বিষয়টি চরম অনিশ্চয়তার সম্মুখীন হবে ৷ কেরিয়ারের এই চ্যালেঞ্জিং সময়ে কোথাও গিয়ে কি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব বা তাঁর অধীনে দলের ডেপুটির দায়িত্ব সামলানোকে মিস করছেন বিরাট ৷ বৃহস্পতিবার বিরাটের টুইটে তেমন বার্তা (Virat Kohli pens heartfelt tribute to MS Dhoni) ৷

Etv Bharat
এশিয়া কাপের আগে ধোনি বন্দনায় কোহলি
author img

By

Published : Aug 26, 2022, 7:57 PM IST

দুবাই, 26 অগস্ট: রান-খরায় ভুগতে থাকা দেশের প্রাক্তন অধিনায়ক শেষ কবে সামাজিক মাধ্যমে এমন আবেগঘন হয়েছেন, মনে করতে পারছেন না অনুরাগীরা ৷ সাময়িক বিরতি কাটিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন ৷ আর এশিয়া কাপে ব্যর্থতা মানে আসন্ন টি-20 বিশ্বকাপের দলে বিরাট কোহলির জায়গা পাওয়ার বিষয়টি চরম অনিশ্চয়তার সম্মুখীন হবে ৷ কেরিয়ারের এই চ্যালেঞ্জিং সময়ে কোথাও গিয়ে কি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব বা তাঁর অধীনে দলের ডেপুটির দায়িত্ব সামলানোকে মিস করছেন বিরাট ৷ বৃহস্পতিবার রাতের দিকে বিরাটের একটি টুইট তেমন বার্তাই দিল (Virat Kohli pens heartfelt tribute to MS Dhoni) ৷

ধোনির ছত্রছায়ায় যতদিন দলের ডেপুটির দায়িত্ব সামলেছেন, সেই অধ্যায়টা কেরিয়ারের অন্যতম সুখকর অধ্য়ায় হয়ে থাকবে ৷ জানালেন 'মেন ইন ব্লু'-র প্রাক্তন অধিনায়ক ৷ 2016 ভারতে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন কোহলি ৷ সেই ম্যাচ জয়ের পর ব্যাট উঁচিয়ে সেলিব্রেশনের একটি ছবি এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করেন 70টি শতরানের মালিক ৷ যে ছবির ব্যাকগ্রাউন্ডে জ্বলজ্বল করছেন মহেন্দ্র সিং ধোনি ৷

ছবির ক্যাপশনে মাহিকে উদ্দেশ্য করে কোহলি লেখেন, "এই মানুষটির বিশ্বস্ত ডেপুটি হিসেবে দায়িত্ব সামলানো আমার কেরিয়ারের অন্যতম আনন্দের এবং উত্তেজক মুহূর্ত ৷ আমাদের পার্টনারশিপ আমার কাছে আজীবন স্পেশাল হয়ে থাকবে ৷ 7+18"

  • Being this man’s trusted deputy was the most enjoyable and exciting period in my career. Our partnerships would always be special to me forever. 7+18 ❤️ pic.twitter.com/PafGRkMH0Y

    — Virat Kohli (@imVkohli) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: করোনাক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে রোহিতদের হেডস্যর লক্ষ্মণ

25 অগস্ট দিনটির সঙ্গে মিলিয়ে এদিন পোস্টের ক্য়াপশনে ধোনি এবং তাঁর জার্সি নম্বর উল্লেখ করেন প্রাক্তন অধিনায়ক ৷ উল্লেখ্য, 2008 বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের ৷ পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক স্মরণীয় পার্টনারশিপ উপহার দিয়েছে ধোনি-কোহলি ৷ এশিয়া কাপের আগে প্রাক্তনীর সঙ্গে তাঁর সেরা জুটিগুলির কথা স্মরণ করেই হয়তো সাহস জোগাচ্ছেন দিল্লি ব্যাটার ৷

দুবাই, 26 অগস্ট: রান-খরায় ভুগতে থাকা দেশের প্রাক্তন অধিনায়ক শেষ কবে সামাজিক মাধ্যমে এমন আবেগঘন হয়েছেন, মনে করতে পারছেন না অনুরাগীরা ৷ সাময়িক বিরতি কাটিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন ৷ আর এশিয়া কাপে ব্যর্থতা মানে আসন্ন টি-20 বিশ্বকাপের দলে বিরাট কোহলির জায়গা পাওয়ার বিষয়টি চরম অনিশ্চয়তার সম্মুখীন হবে ৷ কেরিয়ারের এই চ্যালেঞ্জিং সময়ে কোথাও গিয়ে কি মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব বা তাঁর অধীনে দলের ডেপুটির দায়িত্ব সামলানোকে মিস করছেন বিরাট ৷ বৃহস্পতিবার রাতের দিকে বিরাটের একটি টুইট তেমন বার্তাই দিল (Virat Kohli pens heartfelt tribute to MS Dhoni) ৷

ধোনির ছত্রছায়ায় যতদিন দলের ডেপুটির দায়িত্ব সামলেছেন, সেই অধ্যায়টা কেরিয়ারের অন্যতম সুখকর অধ্য়ায় হয়ে থাকবে ৷ জানালেন 'মেন ইন ব্লু'-র প্রাক্তন অধিনায়ক ৷ 2016 ভারতে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন কোহলি ৷ সেই ম্যাচ জয়ের পর ব্যাট উঁচিয়ে সেলিব্রেশনের একটি ছবি এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করেন 70টি শতরানের মালিক ৷ যে ছবির ব্যাকগ্রাউন্ডে জ্বলজ্বল করছেন মহেন্দ্র সিং ধোনি ৷

ছবির ক্যাপশনে মাহিকে উদ্দেশ্য করে কোহলি লেখেন, "এই মানুষটির বিশ্বস্ত ডেপুটি হিসেবে দায়িত্ব সামলানো আমার কেরিয়ারের অন্যতম আনন্দের এবং উত্তেজক মুহূর্ত ৷ আমাদের পার্টনারশিপ আমার কাছে আজীবন স্পেশাল হয়ে থাকবে ৷ 7+18"

  • Being this man’s trusted deputy was the most enjoyable and exciting period in my career. Our partnerships would always be special to me forever. 7+18 ❤️ pic.twitter.com/PafGRkMH0Y

    — Virat Kohli (@imVkohli) August 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: করোনাক্রান্ত দ্রাবিড়, এশিয়া কাপে রোহিতদের হেডস্যর লক্ষ্মণ

25 অগস্ট দিনটির সঙ্গে মিলিয়ে এদিন পোস্টের ক্য়াপশনে ধোনি এবং তাঁর জার্সি নম্বর উল্লেখ করেন প্রাক্তন অধিনায়ক ৷ উল্লেখ্য, 2008 বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের ৷ পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক স্মরণীয় পার্টনারশিপ উপহার দিয়েছে ধোনি-কোহলি ৷ এশিয়া কাপের আগে প্রাক্তনীর সঙ্গে তাঁর সেরা জুটিগুলির কথা স্মরণ করেই হয়তো সাহস জোগাচ্ছেন দিল্লি ব্যাটার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.