ETV Bharat / sports

Shastri on Virat : ‘মানসিকভাবে ক্লান্ত বিরাটের বিশ্রামের প্রয়োজন’, ব্যাড প্যাচ কাটাতে দাওয়াই শাস্ত্রীর - মানসিকভাবে ক্লান্ত বিরাটের বিশ্রাম প্রয়োজন

সমস্ত ফরম্যাট মিলিয়ে শেষ 100 ম্যাচে সেঞ্চুরিহীন বিরাট ৷ রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে 7 ম্যাচের মাত্র দু'টি ইনিংসে 40 পেরিয়েছে বিরাটের রান ৷ দেশের অন্যতম সেরা ব্যাটারের এই ব্যাড প্যাচের কারণ হিসেবে মানসিক ক্লান্তিকেই দুষলেন রবি শাস্ত্রী (Ravi Shastri on Virat Kohli ) ৷

Virat Kohli
মানসিকভাবে ক্লান্ত বিরাটের বিশ্রাম প্রয়োজন
author img

By

Published : Apr 20, 2022, 5:25 PM IST

মুম্বই, 20 এপ্রিল : গত বছরই জানিয়েছিলেন, অধিনায়কত্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন ৷ সেইমতোই আরসিবির দায়িত্ব ছেড়েছেন ৷ তারপরেই দেশের হয়ে ওয়ান-ডে'র দায়িত্ব থেকে সরানো হয় বিরাটকে ৷ ছেড়েছেন টেস্ট, টি-20 এর দায়িত্বও ৷ ফলে সমর্থকরা আশা করেছিলেন, চাপ কাটায় ফের স্বমহিমায় ফিরবেন বিরাট ৷ কিন্তু, চলতি আইপিএলে এখনও নিজের তৈরি করা চূড়ায় পৌঁছতে পারেননি কোহলি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে 7 ম্যাচের মাত্র দু'টি ইনিংসে 40 পেরিয়েছে বিরাটের রান ৷ দেশের অন্যতম সেরা ব্যাটারের এই ব্যাড প্যাচের কারণ হিসেবে মানসিক ক্লান্তিকেই দুষলেন রবি শাস্ত্রী ৷ দেশের জার্সিতে আরও 6-7 বছর ক্রিকেট চালিয়ে যেতে হলে বিরাটের বিরতি নেওয়া প্রয়োজন, এমনটাই অভিমত কোহলির প্রাক্তন কোচের (Ravi Shastri on Virat Kohli) ৷

শাস্ত্রী বলেন, ‘‘বিরাট মানসিক ক্লান্তির শিকার । এই মুহূর্তে ভারতীয় দলের কারও যদি বিরতির প্রয়োজন হয়, তাহলে সেটা ওঁরই দরকার । সেটা যতদিনের জন্যই হোক ৷ ইংল্যান্ড সিরিজের পরে বা আগে, বিরাটের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়া দরকার ৷ কারণ ওঁর মধ্যে এখনও 6-7 বছর ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে ৷ সেটা নষ্ট করার কোনও মানে হয় না ৷''

মঙ্গলবার ডু প্লেসির 96 রানে ভর করে 18 রানে লখনউকে হারিয়েছে আরসিবি । দল জিতলেও ব্যর্থ হয়েছেন বিরাট ৷ প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে প্রাক্তন অধিনায়ককে ৷ শাস্ত্রী বলেন, ‘‘বিশ্ব ক্রিকেটে এক-দু'জন খেলোয়াড় একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন ৷ যেগুলি আগে থেকেই সমাধান করা দরকার ।'' ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসনও বলেছেন, কোহলির নিজেকে সময় দেওয়া প্রয়োজন (Kevin Pietersen on Virat Kohli) ৷

আরও পড়ুন : দ্রুত বড় ইনিংস খেলবেন কোহলি, আত্মবিশ্বাসী রাঠোর

সমস্ত ফরম্যাট মিলিয়ে শেষ 100 ম্যাচে সেঞ্চুরিহীন বিরাট ৷ টি-20 তে বিরাটের শেষ শতরান এসেছিল 2019 সালের আইপিএলে ৷ কলকাতার বিরুদ্ধে তিন অঙ্ক ছুঁয়েছিল ক্যাপ্টেনের ব্যাট ৷ ওই বছরেই দেশের হয়ে টি-20 ক্রিকেটে এখনও পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ 94 রান এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ গত কয়েক বছরে বড় অঙ্কের রান এলেও কোহলির পারফরমেন্স ‘বিরাটোচিত’ নয় ৷

মুম্বই, 20 এপ্রিল : গত বছরই জানিয়েছিলেন, অধিনায়কত্বর দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন ৷ সেইমতোই আরসিবির দায়িত্ব ছেড়েছেন ৷ তারপরেই দেশের হয়ে ওয়ান-ডে'র দায়িত্ব থেকে সরানো হয় বিরাটকে ৷ ছেড়েছেন টেস্ট, টি-20 এর দায়িত্বও ৷ ফলে সমর্থকরা আশা করেছিলেন, চাপ কাটায় ফের স্বমহিমায় ফিরবেন বিরাট ৷ কিন্তু, চলতি আইপিএলে এখনও নিজের তৈরি করা চূড়ায় পৌঁছতে পারেননি কোহলি ৷ রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে 7 ম্যাচের মাত্র দু'টি ইনিংসে 40 পেরিয়েছে বিরাটের রান ৷ দেশের অন্যতম সেরা ব্যাটারের এই ব্যাড প্যাচের কারণ হিসেবে মানসিক ক্লান্তিকেই দুষলেন রবি শাস্ত্রী ৷ দেশের জার্সিতে আরও 6-7 বছর ক্রিকেট চালিয়ে যেতে হলে বিরাটের বিরতি নেওয়া প্রয়োজন, এমনটাই অভিমত কোহলির প্রাক্তন কোচের (Ravi Shastri on Virat Kohli) ৷

শাস্ত্রী বলেন, ‘‘বিরাট মানসিক ক্লান্তির শিকার । এই মুহূর্তে ভারতীয় দলের কারও যদি বিরতির প্রয়োজন হয়, তাহলে সেটা ওঁরই দরকার । সেটা যতদিনের জন্যই হোক ৷ ইংল্যান্ড সিরিজের পরে বা আগে, বিরাটের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নেওয়া দরকার ৷ কারণ ওঁর মধ্যে এখনও 6-7 বছর ক্রিকেট খেলার ক্ষমতা রয়েছে ৷ সেটা নষ্ট করার কোনও মানে হয় না ৷''

মঙ্গলবার ডু প্লেসির 96 রানে ভর করে 18 রানে লখনউকে হারিয়েছে আরসিবি । দল জিতলেও ব্যর্থ হয়েছেন বিরাট ৷ প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে প্রাক্তন অধিনায়ককে ৷ শাস্ত্রী বলেন, ‘‘বিশ্ব ক্রিকেটে এক-দু'জন খেলোয়াড় একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন ৷ যেগুলি আগে থেকেই সমাধান করা দরকার ।'' ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসনও বলেছেন, কোহলির নিজেকে সময় দেওয়া প্রয়োজন (Kevin Pietersen on Virat Kohli) ৷

আরও পড়ুন : দ্রুত বড় ইনিংস খেলবেন কোহলি, আত্মবিশ্বাসী রাঠোর

সমস্ত ফরম্যাট মিলিয়ে শেষ 100 ম্যাচে সেঞ্চুরিহীন বিরাট ৷ টি-20 তে বিরাটের শেষ শতরান এসেছিল 2019 সালের আইপিএলে ৷ কলকাতার বিরুদ্ধে তিন অঙ্ক ছুঁয়েছিল ক্যাপ্টেনের ব্যাট ৷ ওই বছরেই দেশের হয়ে টি-20 ক্রিকেটে এখনও পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ 94 রান এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ গত কয়েক বছরে বড় অঙ্কের রান এলেও কোহলির পারফরমেন্স ‘বিরাটোচিত’ নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.