ETV Bharat / sports

IND vs SL: মাঠে ফিরেই শতরান হাঁকিয়ে সচিনকে ছুঁলেন কোহলি

বাংলাদেশ সফরে যেখানে থেমেছিলেন, সেখান থেকে শুরু করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজির প্রথম ম্যাচে শতরান হাঁকালেন প্রাক্তন অধিনায়ক ৷ বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 45তম ওডিআই শতরান হাঁকালেন কোহলি (Virat Kohli hits 45th ODI ton in Guwahati) ৷ আর চারবছর পর ঘরের মাঠে শতরান হাঁকিয়ে সচিনের দেশের মাটিতে 20টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন 'রানমেশিন' ৷

author img

By

Published : Jan 10, 2023, 5:09 PM IST

Updated : Jan 10, 2023, 8:29 PM IST

IND vs SL 1st ODI
বিরাট কোহলি

গুয়াহাটি, 10 জানুয়ারি: সাময়িক বিশ্রাম থেকে বাইশ গজে ফিরে ফের স্বমহিমায় বিরাট ৷ বাংলাদেশ সফরে যেখানে থেমেছিলেন, সেখান থেকে শুরু করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজির প্রথম ম্যাচে শতরান হাঁকালেন প্রাক্তন অধিনায়ক ৷ বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 45তম ওডিআই শতরান হাঁকালেন কোহলি (Virat Kohli hits 45th ODI ton in Guwahati) ৷ আর চারবছর পর ঘরের মাঠে শতরান হাঁকিয়ে সচিনের দেশের মাটিতে 20টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন 'রানমেশিন' ৷ আর 'বিরাট' ব্য়াটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই-তে রানের পাহাড়ে চড়ল ভারত ৷

বিরল নজির ছোঁয়ার পাশাপাশি তিন অঙ্কের রান ছুঁয়ে সচিনের একটি রেকর্ড এদিন ভাঙলেনও বিরাট ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক 8টি ওডিআই সেঞ্চুরির নজির এতদিন ছিল সচিনের নামে ৷ তা টপকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন নবম সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে ৷ এদিন 47তম ওভারে সিংহলি স্পিনার কাসুন রাজিথাকে লং-অফে ঠেলে শতরান সম্পূর্ণ করেন তিনি ৷ এদিন বিরাটের শতরান আসে মাত্র 80 বলে (Kohli completes his century from 80 balls) ৷ শেষ পর্যন্ত 87 বলে 113 রান করে রাজিথারই শিকার হন তিনি ৷ 12টি চার এবং একটি ছয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস ৷

যদিও ভারতের পাহাড়প্রমাণ রানের ভিত এদিন গড়ে গিয়েছিলেন দুই ওপেনার ৷ রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপেনিং জুটিতে ওঠে 143 রান ৷ 83 রান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে, গিল করেন 70 রান ৷ 28 রানের দ্রুত ইনিংস খেলে ফেরেন শ্রেয়স আইয়ার ৷ চতুর্থ উইকেটে কেএল রাহুলকে নিয়ে 70 রানের জুটি বেঁধে দলের রান তিনশো পার করেন কোহলি ৷ রাহুল ফেরেন 39 রানে ৷ শেষ পর্যন্ত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 373 রান তোলে টিম ইন্ডিয়া (India scored 373 in 50 overs) ৷

আরও পড়ুন: দ্বিতীয় একদিনের ম্যাচে ইডেনে স্পোর্টিং উইকেট, জানালেন কিউরেটর

শতরান হাঁকিয়ে কোহলি জানান, বাংলাদেশ সফরের পর এই স্বল্প বিশ্রাম তরতাজা হয়ে ফিরতে সাহায্য করেছে ৷ লক্ষ্য ছিল ইনিংসজুড়ে ব্যাট করা ৷ সেটা পুরোপুরি না-হলেও ম্যাচের গতির সঙ্গে সাযুজ্য রেখে ব্যাট করতে পেরে খুশি প্রাক্তন অধিনায়ক ৷

গুয়াহাটি, 10 জানুয়ারি: সাময়িক বিশ্রাম থেকে বাইশ গজে ফিরে ফের স্বমহিমায় বিরাট ৷ বাংলাদেশ সফরে যেখানে থেমেছিলেন, সেখান থেকে শুরু করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজির প্রথম ম্যাচে শতরান হাঁকালেন প্রাক্তন অধিনায়ক ৷ বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে 45তম ওডিআই শতরান হাঁকালেন কোহলি (Virat Kohli hits 45th ODI ton in Guwahati) ৷ আর চারবছর পর ঘরের মাঠে শতরান হাঁকিয়ে সচিনের দেশের মাটিতে 20টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন 'রানমেশিন' ৷ আর 'বিরাট' ব্য়াটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই-তে রানের পাহাড়ে চড়ল ভারত ৷

বিরল নজির ছোঁয়ার পাশাপাশি তিন অঙ্কের রান ছুঁয়ে সচিনের একটি রেকর্ড এদিন ভাঙলেনও বিরাট ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বাধিক 8টি ওডিআই সেঞ্চুরির নজির এতদিন ছিল সচিনের নামে ৷ তা টপকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এদিন নবম সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে ৷ এদিন 47তম ওভারে সিংহলি স্পিনার কাসুন রাজিথাকে লং-অফে ঠেলে শতরান সম্পূর্ণ করেন তিনি ৷ এদিন বিরাটের শতরান আসে মাত্র 80 বলে (Kohli completes his century from 80 balls) ৷ শেষ পর্যন্ত 87 বলে 113 রান করে রাজিথারই শিকার হন তিনি ৷ 12টি চার এবং একটি ছয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস ৷

যদিও ভারতের পাহাড়প্রমাণ রানের ভিত এদিন গড়ে গিয়েছিলেন দুই ওপেনার ৷ রোহিত শর্মা এবং শুভমন গিলের ওপেনিং জুটিতে ওঠে 143 রান ৷ 83 রান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে, গিল করেন 70 রান ৷ 28 রানের দ্রুত ইনিংস খেলে ফেরেন শ্রেয়স আইয়ার ৷ চতুর্থ উইকেটে কেএল রাহুলকে নিয়ে 70 রানের জুটি বেঁধে দলের রান তিনশো পার করেন কোহলি ৷ রাহুল ফেরেন 39 রানে ৷ শেষ পর্যন্ত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 373 রান তোলে টিম ইন্ডিয়া (India scored 373 in 50 overs) ৷

আরও পড়ুন: দ্বিতীয় একদিনের ম্যাচে ইডেনে স্পোর্টিং উইকেট, জানালেন কিউরেটর

শতরান হাঁকিয়ে কোহলি জানান, বাংলাদেশ সফরের পর এই স্বল্প বিশ্রাম তরতাজা হয়ে ফিরতে সাহায্য করেছে ৷ লক্ষ্য ছিল ইনিংসজুড়ে ব্যাট করা ৷ সেটা পুরোপুরি না-হলেও ম্যাচের গতির সঙ্গে সাযুজ্য রেখে ব্যাট করতে পেরে খুশি প্রাক্তন অধিনায়ক ৷

Last Updated : Jan 10, 2023, 8:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.