ETV Bharat / sports

সচিনের মতোই 'ম্যান অফ দ্য টুর্নামেন্ট' ট্রফিই সান্ত্বনা বিরাটের

Virat Kohli Gets The Player Of Tournament: 'ম্যান অফ দ্য টুর্নামেন্ট' ট্রফিই সান্ত্বনা বিরাট কোহলির ৷ এল না কাঙ্খিত জয় ৷ আমেদাবাদে বিরাট স্বপ্নভঙ্গের পর এটুকুই সঙ্গী রানমেশিনের ৷

Virat Kohli Gets The Player Of Tournament
ম্যান অফ দ্য টুর্নামেন্ট ট্রফিই সান্ত্বনা বিরাটেরও
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 10:38 PM IST

Updated : Nov 20, 2023, 9:29 AM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: সালটা ছিল 2003 ৷ সোনার ট্রফি একেবারে কাছে এসেও তা ছুঁতে পারেননি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ সন্তুষ্ট থাকতে হয়েছিল 'ম্যান অফ দ্য সিরিজ'-এর সোনার ব্যাট নিয়েই ৷ 2023 সাল অর্থাৎ ঠিক 20 বছর বাদেও ট্রফি জয় করতে পারল না ভারত ৷ ঘরের মাঠে বিরাট কোহলিকেও শান্ত থাকতে হল 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'-এর ট্রফি নিয়েই ৷ চোখে মুখে হেরে যাওয়ার অদ্ভুত বিষন্নতা ৷ কোহলি ফ্যানেদের জন্য ছবিটা খুব চেনা নয় ৷

তিনি চেজ মাস্টার ৷ তিনি মাঠে নামেন জয়ের জন্য ৷ জয়ের রাস্তা কীভাবে খুলতে হয় বারবার দেখিয়েছেন তিনি ৷ কিন্তু রবিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই ভেঙে পড়ে তাঁর লড়াই ৷ অর্ধশতরান পেয়েছেন বটে কিন্তু কাঙ্খিত জয় এনে দিতে পারেননি ৷ 765 রান, তিনটি শতরান এবং ছ'টি অর্ধশতরান সবই ব্যর্থ হয়ে গেল রবিবারের কয়েক ঘন্টায় ৷

পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচ-এর খেতাব জিতে নেন ট্রাভিস হেড ৷ 120 বলে 137 রানের ইনিংস খেলে দলকে কঠিন পিচে সহজ জয় এনে দেন তিনি ৷ এর আগে সেমিফাইনাল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ম্যান অফ দ্য় ম্যাচ-এর পুরস্কার জিতেছিলেন তিনি ৷ আমেদাবাদে অস্ট্রেলিয়াকে ষষ্ঠবার বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার পিছনে বন্দিত নায়ক সেই হেড ৷

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন মহম্মদ শামি ৷ ফাইনালের আগে পর্যন্ত টানা দশ ম্যাচে অজেয় ছিল ভারতীয় দল ৷ তবে অস্ট্রেলিয়ার সামনে এসে থামল সেই জয়যাত্রা ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেছিল 'মেন ইন ব্লু' ৷ এবার আমেদাবাদে সেই হারের মধুর প্রতিশোধ নিল প্যাট কামিন্সের দল ৷

আরও পড়ুন:

  1. হেডের ব্যাটে 'বিরাট' জয় অস্ট্রেলিয়ার, সবরমতীর জলে রোহিতদের বিশ্বজয়ের স্বপ্নের 'সলিল সমাধি'
  2. সবরমতীর তীরে স্তব্ধতায় শেষ পথ চলা, ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা'

আমেদাবাদ, 19 নভেম্বর: সালটা ছিল 2003 ৷ সোনার ট্রফি একেবারে কাছে এসেও তা ছুঁতে পারেননি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ সন্তুষ্ট থাকতে হয়েছিল 'ম্যান অফ দ্য সিরিজ'-এর সোনার ব্যাট নিয়েই ৷ 2023 সাল অর্থাৎ ঠিক 20 বছর বাদেও ট্রফি জয় করতে পারল না ভারত ৷ ঘরের মাঠে বিরাট কোহলিকেও শান্ত থাকতে হল 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'-এর ট্রফি নিয়েই ৷ চোখে মুখে হেরে যাওয়ার অদ্ভুত বিষন্নতা ৷ কোহলি ফ্যানেদের জন্য ছবিটা খুব চেনা নয় ৷

তিনি চেজ মাস্টার ৷ তিনি মাঠে নামেন জয়ের জন্য ৷ জয়ের রাস্তা কীভাবে খুলতে হয় বারবার দেখিয়েছেন তিনি ৷ কিন্তু রবিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই ভেঙে পড়ে তাঁর লড়াই ৷ অর্ধশতরান পেয়েছেন বটে কিন্তু কাঙ্খিত জয় এনে দিতে পারেননি ৷ 765 রান, তিনটি শতরান এবং ছ'টি অর্ধশতরান সবই ব্যর্থ হয়ে গেল রবিবারের কয়েক ঘন্টায় ৷

পাশাপাশি প্লেয়ার অফ দ্য ম্যাচ-এর খেতাব জিতে নেন ট্রাভিস হেড ৷ 120 বলে 137 রানের ইনিংস খেলে দলকে কঠিন পিচে সহজ জয় এনে দেন তিনি ৷ এর আগে সেমিফাইনাল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ম্যান অফ দ্য় ম্যাচ-এর পুরস্কার জিতেছিলেন তিনি ৷ আমেদাবাদে অস্ট্রেলিয়াকে ষষ্ঠবার বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার পিছনে বন্দিত নায়ক সেই হেড ৷

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন মহম্মদ শামি ৷ ফাইনালের আগে পর্যন্ত টানা দশ ম্যাচে অজেয় ছিল ভারতীয় দল ৷ তবে অস্ট্রেলিয়ার সামনে এসে থামল সেই জয়যাত্রা ৷ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেছিল 'মেন ইন ব্লু' ৷ এবার আমেদাবাদে সেই হারের মধুর প্রতিশোধ নিল প্যাট কামিন্সের দল ৷

আরও পড়ুন:

  1. হেডের ব্যাটে 'বিরাট' জয় অস্ট্রেলিয়ার, সবরমতীর জলে রোহিতদের বিশ্বজয়ের স্বপ্নের 'সলিল সমাধি'
  2. সবরমতীর তীরে স্তব্ধতায় শেষ পথ চলা, ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা'
Last Updated : Nov 20, 2023, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.