ETV Bharat / sports

Virat Kohli: বড় রান না পেলেও সচিন-দ্রাবিড়ের সঙ্গে একই আসনে বিরাট

কেনিংটন ওভালে অল্পের জন্য় হাফ-সেঞ্চুরি হাতছা়ড়া হলেও সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি ৷ তৃতীয় ভারতীয় ব্য়াটসম্য়ান হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে হাজার রান পূর্ণ করলেন কোহলি ৷

virat-kohli
virat-kohli
author img

By

Published : Sep 5, 2021, 7:09 PM IST

লন্ডন, 5 সেপ্টেম্বর : শুরুটা ভাল হলেও বড় রান পেলেন না বিরাট কোহলি ৷ দ্য ওভালে দ্বিতীয় ইনিংসে 44 রান ফিরলেন ভারত অধিনায়ক ৷ তবে এর মধ্যেই সচিন-রাহুলের রেকর্ড ছুঁলেন ক্যাপ্টেন কোহলি ৷ তৃতীয় ভারতীয় ব্যাটসম্য়ান হিসেবে দেশের মাটিতে ছাড়াও ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এক হাজার রান করলেন বিরাট ৷ এর আগে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় ৷

বিরাট অল্প রানে আউট হলেও ইংল্য়ান্ডের সামনে ইতিমধ্য়েই দু'শোর বেশি রান লিড দিয়েছে ভারত ৷ প্রথম ইনিংসে 99 রানে পিছিয়ে থেকেও রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি (127) ও চেতেশ্বর পূজারার 61 রানে ভর করে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলেছে টিম কোহলি ৷ রবিবার টেস্টের চতুর্থ দিন লাঞ্চে 6 উইকেট হারিয়ে 329 রান তুলেছে ভারত ৷ ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (16) ও শার্দুল ঠাকুর (11) ৷

আরও পড়ুন : Ravi Shastri : করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে আরও 3 সাপোর্ট স্টাফ

প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র 6 রানের জন্য অর্ধশত রান মাঠে রেখে আসেন কোহলি ৷ তবে তার আগে সচিন ও রাহুলকে ছুঁয়ে ফেলেন তিনি ৷ ক্রেগ ওভারটনকে কভার ড্রাইভ মেরে এই ল্যান্ডমার্কে পৌঁছন বিরাট ৷ কোহলির আগে ভারতীয় ব্য়াটসম্য়ান হিসেবে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হাজারের বেশি রান করার নজির রয়েছে সচিন ও রাহুলের ৷

তবে ইংল্য়ান্ডের থেকেও অস্ট্রেলিয়ার মাটিতে বেশি রান রয়েছেন লিটল মাস্টারের ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 1809 এবং ইংল্য়ান্ডের মাটিতে 1575 রান রয়েছে সচিনের ৷ আর দ্রাবিড়ের করেছেন যথাক্রমে 1143 ও 1376 রান ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোহলির রয়েছে 1352 রান ৷ তবে তিন ফর্ম্য়াট মিলিয়ে ইংল্য়ান্ডের মাটিতে বিরাটের ঝুলিতে রয়েছে 1960 রান৷ আর অস্ট্রেলিয়ায় 1682, দক্ষিণ আফ্রিকায় 1075 এবং শ্রীলঙ্কার মাটিতে 1004 রান করেছেন কোহলি ৷

লন্ডন, 5 সেপ্টেম্বর : শুরুটা ভাল হলেও বড় রান পেলেন না বিরাট কোহলি ৷ দ্য ওভালে দ্বিতীয় ইনিংসে 44 রান ফিরলেন ভারত অধিনায়ক ৷ তবে এর মধ্যেই সচিন-রাহুলের রেকর্ড ছুঁলেন ক্যাপ্টেন কোহলি ৷ তৃতীয় ভারতীয় ব্যাটসম্য়ান হিসেবে দেশের মাটিতে ছাড়াও ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এক হাজার রান করলেন বিরাট ৷ এর আগে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় ৷

বিরাট অল্প রানে আউট হলেও ইংল্য়ান্ডের সামনে ইতিমধ্য়েই দু'শোর বেশি রান লিড দিয়েছে ভারত ৷ প্রথম ইনিংসে 99 রানে পিছিয়ে থেকেও রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি (127) ও চেতেশ্বর পূজারার 61 রানে ভর করে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলেছে টিম কোহলি ৷ রবিবার টেস্টের চতুর্থ দিন লাঞ্চে 6 উইকেট হারিয়ে 329 রান তুলেছে ভারত ৷ ক্রিজে রয়েছেন ঋষভ পন্ত (16) ও শার্দুল ঠাকুর (11) ৷

আরও পড়ুন : Ravi Shastri : করোনা আক্রান্ত রবি শাস্ত্রী, আইসোলেশনে আরও 3 সাপোর্ট স্টাফ

প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে মাত্র 6 রানের জন্য অর্ধশত রান মাঠে রেখে আসেন কোহলি ৷ তবে তার আগে সচিন ও রাহুলকে ছুঁয়ে ফেলেন তিনি ৷ ক্রেগ ওভারটনকে কভার ড্রাইভ মেরে এই ল্যান্ডমার্কে পৌঁছন বিরাট ৷ কোহলির আগে ভারতীয় ব্য়াটসম্য়ান হিসেবে ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হাজারের বেশি রান করার নজির রয়েছে সচিন ও রাহুলের ৷

তবে ইংল্য়ান্ডের থেকেও অস্ট্রেলিয়ার মাটিতে বেশি রান রয়েছেন লিটল মাস্টারের ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে 1809 এবং ইংল্য়ান্ডের মাটিতে 1575 রান রয়েছে সচিনের ৷ আর দ্রাবিড়ের করেছেন যথাক্রমে 1143 ও 1376 রান ৷ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোহলির রয়েছে 1352 রান ৷ তবে তিন ফর্ম্য়াট মিলিয়ে ইংল্য়ান্ডের মাটিতে বিরাটের ঝুলিতে রয়েছে 1960 রান৷ আর অস্ট্রেলিয়ায় 1682, দক্ষিণ আফ্রিকায় 1075 এবং শ্রীলঙ্কার মাটিতে 1004 রান করেছেন কোহলি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.