ETV Bharat / sports

Virat Kohli Dance: ম্যাক্সির বিয়ের পার্টিতে পুষ্পার গানে নাচলেন বিরাট - ব্যাডপ্যাচেও অনুষ্কায় মজে বিরাট

ব্যাট হাতে শেষ কয়েকদিন একেবারেই ভাল যাচ্ছে না দিল্লি বয়ের ৷ কিন্তু ‘ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট’ প্রবাদেই ভরসা রাখেন বিরাট ৷ অনুষ্কাকে সঙ্গে নিয়ে পার্টি মাতানোই শুধু নয়, ‘ও আন্তাভা’র তালে নাচতেও দেখা গেল কোহলিকে (Virat Kohli dances on Oo Antava) ৷

Virat Kohli
ব্যাডপ্যাচেও অনুষ্কায় মজে বিরাট
author img

By

Published : Apr 28, 2022, 4:36 PM IST

মুম্বই, 28 এপ্রিল : নেতৃত্ব ছাড়ার পর 'খামোশ' বিরাটের ব্যাট ৷ জাতীয় দল থেকে আইপিএল, এখনও পর্যন্ত চেনা ছন্দে দেখা যায়নি ব্যাটার কোহলিকে ৷ পাঁচ মরশুম পর আইপিএলে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন কোহলি ৷ কিন্তু তাতে একেবারেই ভাবিত নন টুর্নামেন্টের সর্বাধিক রানের মালিক ৷ স্ত্রী অনুষ্কার সঙ্গে পার্টিতে মজার মুডে ধরা দিলেন প্রাক্তন রয়্যাল অধিনায়ক ৷ ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে পুষ্পার ‘ও আন্তাভা’ গানের ছন্দে পা-মেলালেন বিরাট (Virat Kohli dances on Oo Antava) ৷

এর আগেও বিরাটের ব্যাটে বহুবার রানের খরা চলেছে ৷ এই ফর্ম চললে জাতীয় দল থেকেও বিরাটকে বাদ দেওয়ার বার্তা দিয়েছেন বিসিসিআই-এর এক অফিসিয়াল ৷ কিন্তু ‘ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট’ ৷ সম্ভবত এই প্রবাদেই ভরসা রাখেন গ্রহের অন্যতম সেরা ক্রিকেটার ৷ ফলে কখনই নিজের খারাপ ফর্ম নিয়ে অত্যধিক চাপ নেননি কিং কোহলি ৷ এদিনই সেই দৃশ্যই দেখল দুনিয়া ৷

ফিল্ম ফেয়ারের টুইট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে আল্লু অর্জুনের ফিল্ম পুষ্পা’র গান ও আন্তাভা ৷ ম্যাক্সওয়েল-ভিনির বিয়ের পার্টিতে সেই তালেই সাবলীল ছন্দে নেচে চলেছেন কোহলি ৷ তাঁকে সঙ্গ দিচ্ছেন আরসিবির সতীর্থরা ৷ 16 সেকেন্ডের ওই ভিডিয়ো খানিকক্ষণের মধ্যেই ভাইরাল ৷ শুধু পুষ্পার গানের তালে নাচাই নয়, স্ত্রী'কে সঙ্গে নিয়ে গোটা পার্টিই মজিয়ে দিয়েছেন বিরাট ৷

আরও পড়ুন : খারাপ সময়েও বিরাটে মজে অনুষ্কা, স্বামীর জন্মদিনে দিলেন স্পেশাল বার্তা

পুষ্পা জ্বরে আগেই আক্রান্ত হয়েছিলেন কোহলি ৷ জাতীয় দলের জার্সিতে শ্রীভাল্লির তালে নাচতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এবারও ফের স্বমহিমায় 'দিল্লি বয়'৷

মুম্বই, 28 এপ্রিল : নেতৃত্ব ছাড়ার পর 'খামোশ' বিরাটের ব্যাট ৷ জাতীয় দল থেকে আইপিএল, এখনও পর্যন্ত চেনা ছন্দে দেখা যায়নি ব্যাটার কোহলিকে ৷ পাঁচ মরশুম পর আইপিএলে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন কোহলি ৷ কিন্তু তাতে একেবারেই ভাবিত নন টুর্নামেন্টের সর্বাধিক রানের মালিক ৷ স্ত্রী অনুষ্কার সঙ্গে পার্টিতে মজার মুডে ধরা দিলেন প্রাক্তন রয়্যাল অধিনায়ক ৷ ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে পুষ্পার ‘ও আন্তাভা’ গানের ছন্দে পা-মেলালেন বিরাট (Virat Kohli dances on Oo Antava) ৷

এর আগেও বিরাটের ব্যাটে বহুবার রানের খরা চলেছে ৷ এই ফর্ম চললে জাতীয় দল থেকেও বিরাটকে বাদ দেওয়ার বার্তা দিয়েছেন বিসিসিআই-এর এক অফিসিয়াল ৷ কিন্তু ‘ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট’ ৷ সম্ভবত এই প্রবাদেই ভরসা রাখেন গ্রহের অন্যতম সেরা ক্রিকেটার ৷ ফলে কখনই নিজের খারাপ ফর্ম নিয়ে অত্যধিক চাপ নেননি কিং কোহলি ৷ এদিনই সেই দৃশ্যই দেখল দুনিয়া ৷

ফিল্ম ফেয়ারের টুইট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে বাজছে আল্লু অর্জুনের ফিল্ম পুষ্পা’র গান ও আন্তাভা ৷ ম্যাক্সওয়েল-ভিনির বিয়ের পার্টিতে সেই তালেই সাবলীল ছন্দে নেচে চলেছেন কোহলি ৷ তাঁকে সঙ্গ দিচ্ছেন আরসিবির সতীর্থরা ৷ 16 সেকেন্ডের ওই ভিডিয়ো খানিকক্ষণের মধ্যেই ভাইরাল ৷ শুধু পুষ্পার গানের তালে নাচাই নয়, স্ত্রী'কে সঙ্গে নিয়ে গোটা পার্টিই মজিয়ে দিয়েছেন বিরাট ৷

আরও পড়ুন : খারাপ সময়েও বিরাটে মজে অনুষ্কা, স্বামীর জন্মদিনে দিলেন স্পেশাল বার্তা

পুষ্পা জ্বরে আগেই আক্রান্ত হয়েছিলেন কোহলি ৷ জাতীয় দলের জার্সিতে শ্রীভাল্লির তালে নাচতে দেখা গিয়েছিল তাঁকে ৷ এবারও ফের স্বমহিমায় 'দিল্লি বয়'৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.