ETV Bharat / sports

IND vs SA Third Test : কোহলির অর্ধশতক, নিউল্যান্ডসে অধিনায়কের ব্যাটে ভরসা খুঁজছে ভারত - Virat Kohli completes half century after tea at Newlands

অধিনায়কের সঙ্গে চেতেশ্বর পূজারার জুটিতে দ্বিতীয় সেশনে একসময় প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিল ভারত ৷ ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন পূজারা ৷ কিন্তু সাত রান দূরেই ছন্দপতন ৷ 77 বলে 43 রানে মার্কো জানসেনের শিকার হন তিনি (Cheteshwar Pujara scored 43 runs) ৷

IND vs SA Third Test
কোহলির অর্ধশতক, নিউল্যান্ডসে অধিনায়কের ব্যাটে ভরসা খুঁজছে ভারত
author img

By

Published : Jan 11, 2022, 7:40 PM IST

Updated : Jan 11, 2022, 8:12 PM IST

কেপটাউন, 11 জানুয়ারি : টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি খুব একটা ৷ প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া ৷ দ্বিতীয় সেশনে ফেরেন আরও দুই ব্যাটার ৷ তবে চা-বিরতিতে 40 রানে অপরাজিত থেকে নিউল্যান্ডসে দলকে ভরসা জোগাচ্ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ চা-বিরতির পর টেস্ট ক্রিকেটে 28তম অর্ধশতরানটি পূর্ণ করে ফেললেন ভারত অধিনায়ক (Virat Kohli completes half century after tea at Newlands) ৷ তবে তৃতীয় সেশনে 27 রানে ফিরলেন ঋষভ পন্থ ৷ টিম ইন্ডিয়ার রান 5 উইকেট হারিয়ে 172 ৷

অধিনায়কের সঙ্গে চেতেশ্বর পূজারার জুটিতে দ্বিতীয় সেশনে একসময় প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিল ভারত ৷ ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন পূজারা ৷ কিন্তু সাত রান দূরেই ছন্দপতন ৷ 77 বলে 43 রানে মার্কো জানসেনের শিকার হন তিনি (Cheteshwar Pujara scored 43 runs) ৷ এরপর রাহানের ইনিংস লম্বা হয়নি ৷ ফের দু'অঙ্কের ঘরে পা দেওয়ার আগেই সাজঘরে ফেরেন প্রাক্তন সহ-অধিনায়ক ৷

আরও পড়ুন : IND vs SA Third Test : নিউল্যান্ডসে প্রথম ঘণ্টাতেই দুই ওপেনারকে হারাল ভারত

40 রানে অপরাজিত থেকে পন্থকে সঙ্গে নিয়ে চা-বিরতিতে যান কোহলি ৷ দলের রান তখন 141/4 ৷ পিঠের ব্যথা সারিয়ে নিউল্যান্ডসে ভারত অধিনায়কের ব্যাটে কি বহু প্রতীক্ষিত শতরান আসবে, সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা ৷ টস জিতে নিউল্যান্ডসে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোহলি বলেন, "পিচে ঘাস রয়েছে ৷ তাই প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান কাজে আসবে ৷" কিন্তু টপ-অর্ডার সফল না হওয়ায় কোহলির সেই স্বপ্ন এখন বিশ বাঁও জলে ৷

কেপটাউন, 11 জানুয়ারি : টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি খুব একটা ৷ প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া ৷ দ্বিতীয় সেশনে ফেরেন আরও দুই ব্যাটার ৷ তবে চা-বিরতিতে 40 রানে অপরাজিত থেকে নিউল্যান্ডসে দলকে ভরসা জোগাচ্ছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ চা-বিরতির পর টেস্ট ক্রিকেটে 28তম অর্ধশতরানটি পূর্ণ করে ফেললেন ভারত অধিনায়ক (Virat Kohli completes half century after tea at Newlands) ৷ তবে তৃতীয় সেশনে 27 রানে ফিরলেন ঋষভ পন্থ ৷ টিম ইন্ডিয়ার রান 5 উইকেট হারিয়ে 172 ৷

অধিনায়কের সঙ্গে চেতেশ্বর পূজারার জুটিতে দ্বিতীয় সেশনে একসময় প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছিল ভারত ৷ ওয়ান্ডারার্সের পর নিউল্যান্ডসেও অর্ধশতরানের দিকে এগোচ্ছিলেন পূজারা ৷ কিন্তু সাত রান দূরেই ছন্দপতন ৷ 77 বলে 43 রানে মার্কো জানসেনের শিকার হন তিনি (Cheteshwar Pujara scored 43 runs) ৷ এরপর রাহানের ইনিংস লম্বা হয়নি ৷ ফের দু'অঙ্কের ঘরে পা দেওয়ার আগেই সাজঘরে ফেরেন প্রাক্তন সহ-অধিনায়ক ৷

আরও পড়ুন : IND vs SA Third Test : নিউল্যান্ডসে প্রথম ঘণ্টাতেই দুই ওপেনারকে হারাল ভারত

40 রানে অপরাজিত থেকে পন্থকে সঙ্গে নিয়ে চা-বিরতিতে যান কোহলি ৷ দলের রান তখন 141/4 ৷ পিঠের ব্যথা সারিয়ে নিউল্যান্ডসে ভারত অধিনায়কের ব্যাটে কি বহু প্রতীক্ষিত শতরান আসবে, সেদিকেই এখন তাকিয়ে অনুরাগীরা ৷ টস জিতে নিউল্যান্ডসে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোহলি বলেন, "পিচে ঘাস রয়েছে ৷ তাই প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান কাজে আসবে ৷" কিন্তু টপ-অর্ডার সফল না হওয়ায় কোহলির সেই স্বপ্ন এখন বিশ বাঁও জলে ৷

Last Updated : Jan 11, 2022, 8:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.