লন্ডন, 6 সেপ্টেম্বর : ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে 127 রানের দুরন্ত ইনিংস খেলেছেন রোহিত শর্মা ৷ বিদেশের মাটিতে টেস্ট শতরানের অপেক্ষা শেষ হয়েছে হিটম্যানের ৷ যদিও দলের অধিনায়ক বিরাট কোহলির শতরানের খরা এখনও চলছে ৷ কেনিংটন ওভালে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করেছিলেন বিরাট ৷ ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসের সূচনাটাও ভাল হয়েছিল ক্যাপ্টেনের ৷ কিন্তু 44 রান করেই মইন আলির শিকার হন ৷
মাঠে না প্রকাশ করলেও ড্রেসিংরুমের পৌঁছাতেই হতাশা ঝরে পড়ে বিরাটের ৷ ড্রেসিংরুমের দরজায় জোরে আঘাত করে ভেতরে ঢুকে যান ৷ সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে যায় ক্যাপ্টেন হট-এর এই প্রতিক্রিয়া ৷ মাত্র 3 সেকেন্ডের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ নেটিজেনরা বলছেন, হতাশ হওয়াটাই স্বাভাবিক ৷ 2019 সাল পর্যন্ত লাগাতার শতরান করে একের পর এক রেকর্ডের পাশে নিজের নাম খোদাই করেছেন বিরাট ৷ শেষবার 2019 সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ ভারতের মাটিতে ঐতিহাসিক দিন-রাত টেস্টে 136 রান এসেছিল তাঁর ব্যাট থেকে ৷ কিন্তু তারপর প্রায় দুটো বছর ধরে অজানা কারণে কোহলির ব্যাটে রানের খরা শুরু হয়েছে ৷ একটা অর্ধশতরানের জন্যও হা পিত্যেশ করে বসে থাকতে হয় তাঁর অনুরাগীদের ৷ ইংল্যান্ডে চলতি টেস্ট সিরিজ়েও শতরানের খরা অব্যাহত ৷
আরও পড়ুন : Ind vs Eng : রাহানের ফর্ম নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের ব্যাটিং কোচ
-
Virat Kohli, come back soon King.#ENGvIND pic.twitter.com/ffgRH64FvH
— Neelabh (@CricNeelabh) September 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Virat Kohli, come back soon King.#ENGvIND pic.twitter.com/ffgRH64FvH
— Neelabh (@CricNeelabh) September 5, 2021Virat Kohli, come back soon King.#ENGvIND pic.twitter.com/ffgRH64FvH
— Neelabh (@CricNeelabh) September 5, 2021
ওভালে দ্বিতীয় ইনিংসে 44 রান করে ফিরলেও সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের রেকর্ড স্পর্শ করেছেন কোহলি ৷ তৃতীয় ভারতীয় ব্যাটসম্য়ান হিসেবে দেশের মাটিতে ছাড়াও ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে এক হাজার রান করেছেন বিরাট ৷ তাঁর আগে এই নজির ছোঁয়ার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের ঝুলিতে ৷ তিন ফরম্যাট মিলিয়ে ইংল্য়ান্ডের মাটিতে বিরাটের ঝুলিতে রয়েছে 1960 রান ৷ অস্ট্রেলিয়ায় 1682, দক্ষিণ আফ্রিকায় 1075 এবং শ্রীলঙ্কার মাটিতে 1004 রান করেছেন কোহলি ৷