গল, 20 জুলাই: 2015 পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে 377 রান তাড়া করে জয় পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সর্বাধিক ৷ বুধবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে সেই রেকর্ড ভাঙতে না-পারলেও রেকর্ড রান তাড়া করে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল বাবর আজম অ্যান্ড কোম্পানি ৷ গলে 342 রান তাড়া করে জিতল পাকিস্তান ৷ যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় ৷ বাবরের দলের ম্য়াচ জয়ের নায়ক আবদুল্লাহ শফিক ৷ ওপেনিং ব্যাটারের থেকে এল অপরাজিত 160 রানের ইনিংস (Abdullah Shafique's unbeaten hundred helps Pakistan to win over Sri Lanka in Galle test) ৷
দ্বিতীয় ইনিংসে 337 রান তুলে ঘরের মাঠে প্রথম টেস্টে ফেভারিট ছিল শ্রীলঙ্কাই ৷ কিন্তু চতুর্থ ইনিংসে পাক ব্যাটারদের অনবদ্য ব্যাটিং সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দেয় ৷ গলে ফিরে আসে দিনকয়েক আগে ভারত-ইংল্য়ান্ড এজবাস্টন টেস্টের স্মৃতি ৷ 3 উইকেটে 222 রান তুলে চতুর্থদিনের খেলা শেষ করার পরই জয়ের গন্ধ পেয়ে যায় পাকিস্তান শিবির ৷ অন্তিমদিন মাথা ঠান্ডা রেখে সম্ভাবনায় সিলমোহর দেন শফিক ৷ গতকাল বাবর আজমের পর চতুর্থদিন স্টাম্পার-ব্যাটার মহম্মদ রিজওয়ানের 40 রানের ইনিংস যোগ্য সঙ্গত দেয় ওপেনিং ব্যাটারকে ৷
আরও পড়ুন: কমনওয়েলথে ভারত-পাকিস্তান মহিলা ক্রিকেট দলের ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে
যদিও পাকিস্তানের জয়ের মূল চালিকাশক্তি ছিলেন শফিকই ৷ লাল বলের ক্রিকেটে তাঁর দ্বিতীয় শতরানই দলের জয় প্রশস্ত করে ৷ 238 বলে গতকালই শতরান পূর্ণ করছিলেন শফিক ৷ এদিন দেড়শত রান পূর্ণ করে অপরাজিত থেকে যান কেরিয়ারে ষষ্ঠ ম্যাচ খেলতে নামা পাক ওপেনার ৷ শেষ পর্ষন্ত 408 বলে 160 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি ৷ রবিবার থেকে গলেই শুরু হবে সিরিজের দ্বিতীয় তথা নির্ণায়ক টেস্ট ৷