ETV Bharat / sports

Yuvraj Meets Rishabh: চ্যাম্পিয়ন আবারও ফিরে আসবে, ঋষভের সঙ্গে সাক্ষাতের পর বার্তা যুবির - ঋষভ পন্ত

ঋষভ পন্তের সঙ্গে দেখা করলেন যুবরাজ সিং (Yuvraj Meets Rishabh) ৷ তবে, শুধু দেখা নয় ৷ ঋষভের মনোবল বাড়িয়ে এলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা কামব্যাক ম্যান ৷

Yuvraj Meets Rishabh ETV BHARAT
Yuvraj Meets Rishabh
author img

By

Published : Mar 17, 2023, 6:57 PM IST

কলকাতা, 17 মার্চ: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্ত ৷ মাঝে মধ্যেই নিজের রিহ্যাবের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বাঁ-হাতি উইকেট-কিপার ব্যাটার ৷ এবার তাঁর সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (This Champion is Going to Rise Again Says Yuvraj Singh) ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি ৷ সঙ্গে তাঁর বার্তা, ‘‘এই চ্যাম্পিয়ন আবারও নিজেকে মেলে ধরবে ৷’’ গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া ঋষভ বর্তমানে রিহ্যাবে রয়েছেন ৷ তাঁর ডান-পায়ের হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে ৷ পাশাপাশি শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে ঋষভের (Rishabh Pant) ৷ সেই চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি ৷

ঋষভের এই সেরে ওঠার লড়াইয়ে তাঁকে মনোবল জোগালেন যুবরাজ সিং ৷ গতকাল তিনি ঋষভের সঙ্গে দেখা করতে যান ৷ বেশ কিছুক্ষণ সময় কাটান ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এবং বর্তমান ৷ তবে, ঋষভকে ফের মাঠে ফিরতে হলে, এখনও কঠোর পরিশ্রম করতে হবে ৷ এই সময়ে তাঁর মনোবল বাড়ানোর জন্য যুবরাজের থেকে উপযুক্ত কেউ হতে পারেন না ৷ আন্তর্জাতিক ক্রিকেট শুধু নয় ৷ সম্ভবত বিশ্বের যে কোনও ক্রীড়াক্ষেত্রে গ্রেটেস্ট কামব্যাক করেছিলেন যুবরাজ সিং ৷ মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করে ক্রিকেট মাঠে ফিরেছিলেন যুবি ৷

  • On to baby steps !!! This champion is going to rise again 🔜 .was good catching up and having a laugh 😅what a guy positive and funny always !! More power to you 🤛 💫 @RishabhPant17 pic.twitter.com/OKv487GrRC

    — Yuvraj Singh (@YUVSTRONG12) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2011 ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন শরীরে ক্যানসারকে সঙ্গে নিয়ে ৷ মাঠেই বহুবার ক্লান্ত হতে দেখা গিয়েছে তাঁকে ৷ রক্তবমি করেছিলেন ৷ সেখান থেকে দেশকে বিশ্বকাপ জেতানো ৷ তারপর প্রায় 2 বছরের লড়াই শেষে জাতীয় দলে রূপকথা দুরন্ত কামব্যাক ৷ দু-দু’টি টি-20 বিশ্বকাপে খেলা ৷ এমনই সব অবিশ্বাস কীর্তি গড়েছেন তিনি ৷ সেই যুবরাজ সিংয়ের থেকে টনিক পেলে, যে কারও মনোবল আকাশছোঁয়া হতেই হবে ৷

আরও পড়ুন: শামি-সিরাজের দাপুটে বোলিংয়ে দু'শোর আগেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

যুবরাজ তাঁর সোশাল মিডিয়ায় ঋষভের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘ধীরে ধীরে এগোও !!! এই চ্যাম্পিয়ন আবারও খুব দ্রুত নিজেকে মেলে ধরবে ৷ খুব ভালো মজাদার সময় কাটালাম ৷ খুব হাসলাম এই পজিটিভ এবং মজার এই ছেলেটির সঙ্গে !! আরও শক্তিশালী হও ঋষভ পন্ত ৷’’ গতবছর 30 ডিসেম্বর ভোররাতে উত্তরাখণ্ডের রুকিতে নিজের বাড়িতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন ঋষভ ৷ রাস্তার রেলিং ভেঙে গাড়ি অন্য লেনে চলে যায় ৷ যে ঘটনায় ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত ধরে যায় ৷ কিন্তু, সেই সময় একটি ট্রাকের চালক এবং খালাসি তাঁকে উদ্ধার করেন ৷

কলকাতা, 17 মার্চ: ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্ত ৷ মাঝে মধ্যেই নিজের রিহ্যাবের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বাঁ-হাতি উইকেট-কিপার ব্যাটার ৷ এবার তাঁর সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং (This Champion is Going to Rise Again Says Yuvraj Singh) ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি ৷ সঙ্গে তাঁর বার্তা, ‘‘এই চ্যাম্পিয়ন আবারও নিজেকে মেলে ধরবে ৷’’ গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়া ঋষভ বর্তমানে রিহ্যাবে রয়েছেন ৷ তাঁর ডান-পায়ের হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছে ৷ পাশাপাশি শরীরের একাধিক জায়গায় চোট রয়েছে ঋষভের (Rishabh Pant) ৷ সেই চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি ৷

ঋষভের এই সেরে ওঠার লড়াইয়ে তাঁকে মনোবল জোগালেন যুবরাজ সিং ৷ গতকাল তিনি ঋষভের সঙ্গে দেখা করতে যান ৷ বেশ কিছুক্ষণ সময় কাটান ভারতীয় ক্রিকেটের প্রাক্তন এবং বর্তমান ৷ তবে, ঋষভকে ফের মাঠে ফিরতে হলে, এখনও কঠোর পরিশ্রম করতে হবে ৷ এই সময়ে তাঁর মনোবল বাড়ানোর জন্য যুবরাজের থেকে উপযুক্ত কেউ হতে পারেন না ৷ আন্তর্জাতিক ক্রিকেট শুধু নয় ৷ সম্ভবত বিশ্বের যে কোনও ক্রীড়াক্ষেত্রে গ্রেটেস্ট কামব্যাক করেছিলেন যুবরাজ সিং ৷ মারণরোগ ক্যানসারের সঙ্গে লড়াই করে ক্রিকেট মাঠে ফিরেছিলেন যুবি ৷

  • On to baby steps !!! This champion is going to rise again 🔜 .was good catching up and having a laugh 😅what a guy positive and funny always !! More power to you 🤛 💫 @RishabhPant17 pic.twitter.com/OKv487GrRC

    — Yuvraj Singh (@YUVSTRONG12) March 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2011 ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন শরীরে ক্যানসারকে সঙ্গে নিয়ে ৷ মাঠেই বহুবার ক্লান্ত হতে দেখা গিয়েছে তাঁকে ৷ রক্তবমি করেছিলেন ৷ সেখান থেকে দেশকে বিশ্বকাপ জেতানো ৷ তারপর প্রায় 2 বছরের লড়াই শেষে জাতীয় দলে রূপকথা দুরন্ত কামব্যাক ৷ দু-দু’টি টি-20 বিশ্বকাপে খেলা ৷ এমনই সব অবিশ্বাস কীর্তি গড়েছেন তিনি ৷ সেই যুবরাজ সিংয়ের থেকে টনিক পেলে, যে কারও মনোবল আকাশছোঁয়া হতেই হবে ৷

আরও পড়ুন: শামি-সিরাজের দাপুটে বোলিংয়ে দু'শোর আগেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া

যুবরাজ তাঁর সোশাল মিডিয়ায় ঋষভের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘ধীরে ধীরে এগোও !!! এই চ্যাম্পিয়ন আবারও খুব দ্রুত নিজেকে মেলে ধরবে ৷ খুব ভালো মজাদার সময় কাটালাম ৷ খুব হাসলাম এই পজিটিভ এবং মজার এই ছেলেটির সঙ্গে !! আরও শক্তিশালী হও ঋষভ পন্ত ৷’’ গতবছর 30 ডিসেম্বর ভোররাতে উত্তরাখণ্ডের রুকিতে নিজের বাড়িতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনার শিকার হন ঋষভ ৷ রাস্তার রেলিং ভেঙে গাড়ি অন্য লেনে চলে যায় ৷ যে ঘটনায় ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত ধরে যায় ৷ কিন্তু, সেই সময় একটি ট্রাকের চালক এবং খালাসি তাঁকে উদ্ধার করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.