ETV Bharat / sports

Virat Kohli on Instagram Rich List: ইনস্টা পোস্ট থেকে উপার্জনের খবর সত্যি নয়, টুইট বিরাট কোহলির - সোশাল মিডিয়ায় সেলেব্রিটিরা

ইনস্টাগ্রামে প্রতি পোস্ট থেকে কয়েক কোটি টাকা অর্থ উপার্জন করেন বিরাট কোহলি ৷ শুক্রবার এমন খবর সামনে আসে ৷ শনিবার সেই খবরের সত্যতা অস্বীকার করেছেন বিরাট ৷ টুইট করে তিনি জানিয়ে দিয়েছেন, ইনস্টা পোস্ট থেকে উপার্জনের খবর সত্যি নয় ৷

Etv Bharat
ইনস্টা পোস্ট থেকে উপার্জন, আসল কথাটা জানালেন ক্রিকেটার বিরাট কোহলি
author img

By

Published : Aug 12, 2023, 3:55 PM IST

হায়দরাবাদ, 12 অগস্ট: সোশাল মিডিয়ায় সেলেব্রিটিরা ইনস্টা-পোস্ট করে উপার্জন করেন, সম্প্রতি এমন খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় ৷ হপার্স ডট কম ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ক্রিকেট তারকা থেকে সিনে তারকা, সকলেই প্রতি পোস্টের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করেন ৷ সেই তালিকায় ভারতীয় হিসাবে রয়েছেন দুজন ৷ বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে যে টাকার অঙ্ক সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছিল, তা নাকচ করেছেন ক্রিকেটার বিরাট কোহলি ৷

শুক্রবার হপার্স ডট কম একটি তালিকা প্রকাশ করে, যেখানে বলা হয়েছে 2023-এ সোশাল মিডিয়া বা ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য কোনও তারকা কত টাকা উপার্জন করেন ৷ ভারতীয় তারকা হিসাবে ক্রিকেটার বিরাট কোহলি রয়েছেন তালিকার 14 নম্বর স্থানে ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা 25 কোটি 52 লক্ষ 69 হাজার 526 জন ৷ বিরাট একটি পোস্ট থেকে অর্থ উপার্জন করেন 1.384.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় প্রায় 11 কোটি 50 লক্ষ টাকা ৷

এই তথ্য সামনে আসার পর মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট ৷ শনিবার সকালে তিনি একটি টুইট করে এই খবরের সত্যতা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "আমি জীবনে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ ও ঋণী ৷ তবে সোশাল মিডিয়ায় আমার পোস্ট থেকে অর্থ উপার্জনের যে খবর রটেছে, তা সত্যি নয় ৷"

তার এই পোস্টের পরেই অনুরাগীদের একের পর এক মন্তব্যে ভেসে যায় কমেন্ট সেকশন ৷ কেউ কেউ মশকরা করে লিখেছেন, "খবরটা সত্যি নয়, সেটা তো বুঝলাম ৷ তাহলে কত উপার্জন করেন, সেটাই বলে দিন ৷" আবার কেউ লিখেছেন, " ওহ ! তাহলে এর থেকে বেশি উপার্জন হয়?" আবার এক অনুরাগী লিখেছেন, "দেখে ভালো লাগল, কেউ একজন সামনে এসে খবরের সত্যতা নিয়ে কথা বলেছেন ৷ তাঁকে নিয়ে সবসময় মিথ্যে খবর ছড়ানো হয় ৷ এটাই সময়, মিথ্যে খবর প্রচার হলে এর প্রতিবাদ করা দরকার ৷"

  • While I am grateful and indebted to all that I’ve received in life, the news that has been making rounds about my social media earnings is not true. 🙏

    — Virat Kohli (@imVkohli) August 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, হপার্স ডট কম ওয়েবসাইটের তরফ থেকে দাবি করা হয়, ইনস্টগ্রামে অর্থ উপার্জনের তালিকায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন 29তম স্থানে ৷ ইনস্টাগ্রামে দেশী গার্লের ফলোয়ার সংখ্যা 8কোটি 85 লক্ষ 38 হাজার 623 জন ৷ অভিনেত্রী প্রতিটি পোস্টে অর্থ উপার্জন করেন 532.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় 4 কোটি 40 লাখ 47 হাজার 738 টাকা৷

আরও পড়ুন: ইনস্টাগ্রাম পোস্টের উপার্জনে বিশ্বসেরা রোনাল্ডো, এশিয়া সেরা বিরাট

2023-এর হপার ইনস্টাগ্রাম রিচ তালিকায় প্রথমস্থানে রয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 59 কোটি 68 লক্ষ 48 হাজার 846 জন ৷ রোনাল্ডোর সোশাল মিডিয়ায় পার পোস্ট কস্ট পড়ে 3.234.000 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 26 কোটি 78 লাখ 80 হাজার 305 টাকা ৷

হায়দরাবাদ, 12 অগস্ট: সোশাল মিডিয়ায় সেলেব্রিটিরা ইনস্টা-পোস্ট করে উপার্জন করেন, সম্প্রতি এমন খবর সামনে আসতেই অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় ৷ হপার্স ডট কম ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ক্রিকেট তারকা থেকে সিনে তারকা, সকলেই প্রতি পোস্টের জন্য যথেষ্ট অর্থ উপার্জন করেন ৷ সেই তালিকায় ভারতীয় হিসাবে রয়েছেন দুজন ৷ বিরাট কোহলি ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে যে টাকার অঙ্ক সংস্থার তরফ থেকে দেওয়া হয়েছিল, তা নাকচ করেছেন ক্রিকেটার বিরাট কোহলি ৷

শুক্রবার হপার্স ডট কম একটি তালিকা প্রকাশ করে, যেখানে বলা হয়েছে 2023-এ সোশাল মিডিয়া বা ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য কোনও তারকা কত টাকা উপার্জন করেন ৷ ভারতীয় তারকা হিসাবে ক্রিকেটার বিরাট কোহলি রয়েছেন তালিকার 14 নম্বর স্থানে ৷ ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা 25 কোটি 52 লক্ষ 69 হাজার 526 জন ৷ বিরাট একটি পোস্ট থেকে অর্থ উপার্জন করেন 1.384.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় প্রায় 11 কোটি 50 লক্ষ টাকা ৷

এই তথ্য সামনে আসার পর মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট ৷ শনিবার সকালে তিনি একটি টুইট করে এই খবরের সত্যতা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, "আমি জীবনে যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ ও ঋণী ৷ তবে সোশাল মিডিয়ায় আমার পোস্ট থেকে অর্থ উপার্জনের যে খবর রটেছে, তা সত্যি নয় ৷"

তার এই পোস্টের পরেই অনুরাগীদের একের পর এক মন্তব্যে ভেসে যায় কমেন্ট সেকশন ৷ কেউ কেউ মশকরা করে লিখেছেন, "খবরটা সত্যি নয়, সেটা তো বুঝলাম ৷ তাহলে কত উপার্জন করেন, সেটাই বলে দিন ৷" আবার কেউ লিখেছেন, " ওহ ! তাহলে এর থেকে বেশি উপার্জন হয়?" আবার এক অনুরাগী লিখেছেন, "দেখে ভালো লাগল, কেউ একজন সামনে এসে খবরের সত্যতা নিয়ে কথা বলেছেন ৷ তাঁকে নিয়ে সবসময় মিথ্যে খবর ছড়ানো হয় ৷ এটাই সময়, মিথ্যে খবর প্রচার হলে এর প্রতিবাদ করা দরকার ৷"

  • While I am grateful and indebted to all that I’ve received in life, the news that has been making rounds about my social media earnings is not true. 🙏

    — Virat Kohli (@imVkohli) August 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, হপার্স ডট কম ওয়েবসাইটের তরফ থেকে দাবি করা হয়, ইনস্টগ্রামে অর্থ উপার্জনের তালিকায় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন 29তম স্থানে ৷ ইনস্টাগ্রামে দেশী গার্লের ফলোয়ার সংখ্যা 8কোটি 85 লক্ষ 38 হাজার 623 জন ৷ অভিনেত্রী প্রতিটি পোস্টে অর্থ উপার্জন করেন 532.000 ডলার ৷ ভারতীয় মুদ্রায় 4 কোটি 40 লাখ 47 হাজার 738 টাকা৷

আরও পড়ুন: ইনস্টাগ্রাম পোস্টের উপার্জনে বিশ্বসেরা রোনাল্ডো, এশিয়া সেরা বিরাট

2023-এর হপার ইনস্টাগ্রাম রিচ তালিকায় প্রথমস্থানে রয়েছেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ তাঁর ফলোয়ার সংখ্যা 59 কোটি 68 লক্ষ 48 হাজার 846 জন ৷ রোনাল্ডোর সোশাল মিডিয়ায় পার পোস্ট কস্ট পড়ে 3.234.000 ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 26 কোটি 78 লাখ 80 হাজার 305 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.