ডারবান, 7 ডিসেম্বর: দিনকয়েক বাদেই শুরু হতে চলেছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ৷ বৃহস্পতিবার বৃষ্টি মাথায় করে বিমানবন্দরে নামল ভারতীয় দল ৷ বৃষ্টি বাঁচিয়ে বাসে উঠতে গিয়ে খেলোয়াড়দের অনেকেই মাথা ঢাকলেন স্যুটকেস দিয়ে ৷ বিসিসিআইয়ের তরফেই সোশালে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো ৷ সেখানেই ধরা পড়েছে বিমানবন্দরের বিভিন্ন দৃশ্য ৷
আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের টি-20 সিরিজ ৷ পরবর্তীতে বাকি দুই ফরম্যাটেও প্রোটিয়া বাহিনীর মুখোমুখি হতে চলেছে 'মেন ইন ব্লু' ৷ রবিবার থেকে শুরু টি-20 মহারণ ৷ চলবে 14 ডিসেম্বর পর্যন্ত ৷ ইতিমধ্যেই এই টি-20 সিরিজের জন্য় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্যের পর সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে তিন ম্যাচের এই সিরিজ খেলবে ভারতীয় দল ৷
সূর্যরা নিশ্চয়ই চাইবেন না সেই ম্যাচ চলাকালীন বৃ্ষ্টি বাধা হয়ে দাঁড়াক ৷ তবে দক্ষিণ আফ্রিকায় সফরের শুরুতেই যেভাবে বৃষ্টি মাথায় নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলেন ভারতীয় খেলোয়াড়রা তাতে আশঙ্কার কাঁটা কিছুটা থাকছেই ৷ ভারতের প্রথম ম্য়াচ রয়েছে ডারবানে ৷ ভিডিয়োতে এদিন দেখা গেল অধিনায়ক সূর্যকুমার যাদব, রুতুরাজ গায়কেয়াড়, মহম্মদ সিরাজ এবং রাহুল দ্রাবিড়কে ৷ যদিও সাদা বলের সিরিজ অর্থাৎ টি-20 এবং একদিনের ম্যাচের সিরিজে দেখা যাবে না রোহিত শর্মা বিরাট কোহলি, জাসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ৷ ওডিআই সিরিজের অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন কে এল রাহুল ৷ টেস্ট সিরিজের আগে দলে ফিরবেন রোহিত-কোহলিরা ৷
-
South Africa bound ✈️🇿🇦#TeamIndia are here 👌👌#SAvIND pic.twitter.com/V2ES96GDw8
— BCCI (@BCCI) December 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">South Africa bound ✈️🇿🇦#TeamIndia are here 👌👌#SAvIND pic.twitter.com/V2ES96GDw8
— BCCI (@BCCI) December 7, 2023South Africa bound ✈️🇿🇦#TeamIndia are here 👌👌#SAvIND pic.twitter.com/V2ES96GDw8
— BCCI (@BCCI) December 7, 2023
ওডিআই সিরিজ শুরু হতে চলেছে আগামী 17 ডিসেম্বর থেকে ৷ এই সিরিজের জন্য় স্কোয়াডে ডাক পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার ৷ তালিকায় রয়েছেন রিঙ্কু সিং, রজত পাতিদার, সাই সুদর্শনের মতো তরুণ খেলোয়াড়রা ৷ দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের লাল বলের সিরিজ শুরু হতে চলেছে 26 ডিসেম্বর অর্থাৎ বক্সিং-ডে থেকে ৷ এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জেতেনি ভারতীয় দল ৷ স্বাভাবিকভাবেই এই সিরিজ নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷
আরও পড়ুন: