নয়াদিল্লি, 27 জুন: ভারত বনাম পাকিস্তান ম্যাচ না-পেলেও, ঘরের মাঠে বিশ্বকাপ বাড়তি গুরুত্ব পাচ্ছে ইডেন গার্ডেন্স ৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা-সহ গ্রুপ পর্বের 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ পেয়েছে কলকাতা ৷ পাশাপাশি 16 নভেম্বর হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল আয়োজিত হবে ইডেনে ৷ লক্ষ্মীপুজোর পরদিন অর্থাৎ, 28 অক্টোবর ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ রয়েছে ৷ আর 5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে ক্রিকেটের নন্দন কাননে ৷ যে ম্যাচ ঘিরে এখন থেকেই সমর্থকদের উৎসাহ তুঙ্গে ৷ উল্লেখ্য, ভারত বিশ্বকাপে অভিযান শুরু করছে 8 অক্টোবর অজিদের বিরুদ্ধে ৷ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে সেই ম্যাচ ৷
বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি ৷ আর সেই সূচি প্রকাশ হতেই ইডেন ক’টা ম্যাচ পেল ? ভারতের কোনও ম্যাচ আছে কি না, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে কলকাতা তথা বাংলার মানুষের ৷ আর সেই নিয়েই ইটিভি ভারতের এই বিশেষ প্রতিবেদন ৷ 1987 বিশ্বকাপের পর ফের এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে ভারত ৷ যেখানে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ সেমিফাইনাল-সহ মোট 5টি ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ যেখানে লিগ পর্যায়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ হবে ইডেনে ৷
ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের যেমন চাহিদা থাকবে ৷ তেমনি ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়েও আগ্রহ তুঙ্গে সমর্থকদের মধ্যে ৷ কলকাতায় ম্যাচ হওয়ায় বাংলাদেশের প্রচুর সমর্থক এই ম্যাচ দেখতে ইডেন গার্ডেন্স ভিড় করবেন তা বলাই বাহুল্য ৷
আরও পড়ুন: বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল ইডেনে, ভারত-পাক দ্বৈরথ নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই
ভারত এবারের বিশ্বকাপে আয়োজক দেশ হলেও, প্রথম ম্যাচ খেলবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ৷ যা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার হচ্ছে ৷ রোহিত শর্মারা তাঁদের প্রথম ম্যাচ খেলবেন 8 অক্টোবর চেন্নাইতে ৷ তবে, যে ম্যাচ ঘিরে আগ্রহ সবচেয়ে বেশি তা হল ভারত বনাম পাকিস্তান ৷ মোতেরা স্পোর্টস কমপ্লেক্সের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে 15 অক্টোবর রবিবার এই ম্যাচ আয়োজিত হতে চলেছে ৷
মোটের উপর ফের একবার ক্রিকেটকে কেন্দ্র করে উৎসবের মেজাজে সেজে উঠতে চলেছে ভারত এবং তার নামী শহরগুলি ৷ উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে অতিরিক্ত দিন রাখা হয়েছে ৷ যদিও, নভেম্বরের ওই সময়ে ভারতে বৃষ্টির খুব একটা প্রভাব থাকে না ৷ তা সত্ত্বেও বাড়তি সতর্কতা হিসেবে অতিরিক্ত দিন রাখা হয়েছে ৷