ETV Bharat / sports

TATA IPL Auction 2022 : আজ থেকে শুরু মেগা নিলাম, ভাগ্য নির্ধারণ 600 ক্রিকেটারের

600 জনের মধ্যে মেগা নিলামে থাকছেন মোট 377 জন ভারতীয় ক্রিকেটার ৷ বিদেশি ক্রিকেটারদের সংখ্যা 223 ৷ 48 জন ক্রিকেটার তাদের বেস প্রাইস রেখেছেন 2 কোটি টাকা (TATA IPL Auction) ৷

IPL Auction 2022
আজ থেকে শুরু মেগা নিলাম
author img

By

Published : Feb 12, 2022, 10:13 AM IST

বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি : করোনা, ওমিক্রনের রক্তচক্ষুর মধ্যেই দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই ৷ এবার 8টির পরিবর্তে লড়াই 10টি দলের ৷ তার আগে আজ থেকে বসছে পঞ্চদশ আইপিএলের মেগা অকশন (TATA IPL Auction 2022 starts from today) ৷

আইপিএল 2022 নিলাম কখন এবং কোথায় ?

বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় 12-13 ফেব্রুয়ারি বেলা 12টায় শুরু হবে টাটা আইপিএল 2022-এর মেগা নিলাম পর্ব । এটি পঞ্চম মেগা নিলাম ৷ 2018 সালে শেষবার মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল ।

মেগা নিলামের আগে দলগুলি কোনও খেলোয়াড়কে ধরে রেখেছে ?

আটটি ফ্র্যাঞ্চাইজি মোট 27 জন খেলোয়াড় ধরে রেখেছে ৷ নতুন দুই দল, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটানস, তিনজন করে খেলোয়াড়কে কিনেছে ৷

মেগা নিলামে যে বড় নামগুলি নজরে থাকবে তা হল- শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ইশান কিষান, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও অন্যান্যরা ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

নিলামের আগে কোন দলের হাতে কত টাকা রয়েছে ?

  • মুম্বই ইন্ডিয়ান্স : হাতে রয়েছে মোট 48 কোটি টাকা ৷ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ডকে ধরে রেখেছে মুম্বই ৷
  • চেন্নাই সুপার কিংস : চেন্নাইয়ের হাতেও রয়েছে মোট 48 কোটি টাকা ৷ গতবারের চ্যাম্পিয়নরা ধরে রেখেছে ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, রুতুরাজ গায়কোয়াড়কে ৷
  • দিল্লি ক্যাপিটালস : দিল্লির হাতে রয়েছে মোট 47 কোটি 50 লক্ষ টাকা ৷ তারা ধরে রেখেছে ঋষভ পন্থ, অক্ষর পটেল, পৃথ্বী শ, এনরিখ নর্টজেকে ৷
  • কলকাতা নাইট রাইডার্স : শাহরুখের দলের হাতে রয়েছে 48 কোটি টাকা ৷ গতবারের রানার্সরা ধরে রেখেছে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনকে ৷ দলের ভাবমূর্তি উদ্ধারে এবার বাঙালি খেলোয়াড়দের দলে নিতে পারে নাইটরা ৷
  • গুজরাত টাইটানস : গুজরাতের হাতে রয়েছে মোট 52 কোটি টাকা ৷ এবছরই প্রথমবার আইপিএলে অংশ নেবে তারা ৷ এরমধ্যেই হার্দিক পাণ্ড্য, রশিদ খান এবং শুভমন গিলকে দলে নিয়েছে তারা ৷
  • লখনউ সুপার জায়ান্টস : সঞ্জীব গোয়েঙ্কার দলের হাতে রয়েছে 59 কোটি টাকা ৷ তারা দলে নিয়েছে কেএল রাহুল, মার্কাস স্টয়নিস এবং রবি বিষ্ণোইকে ৷
  • পঞ্জাব কিংস : গতবারের নিলামের মতোই এবারও সবচেয়ে বেশি টাকা রয়েছে প্রীতি জিণ্টার দলের হাতে, 72 কোটি ৷ তারা ধরে রেখেছে ময়াঙ্ক আগরওয়াল এবং অর্শদীপ সিংকে ৷
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বেঙ্গালুরুর হাতে রয়েছে 57 কোটি টাকা ৷ তারা ধরে রেখেছে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ শামিকে ৷
  • সানরাইজার্স হায়দরাবাদ : 68 কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামবে নিজামের শহর ৷ ধরে রেখেছে কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আবদুল সামাদকে ৷
  • রাজস্থান রয়্যালস : রাজস্থানের হাতে রয়েছে মোট 62 কোটি টাকা ৷ তারা ধরে রেখেছে সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়ালকে ৷

নিলামে কতজন খেলোয়াড় পাওয়া যাবে ?

মোট 600 জন খেলোয়াড় (377 ভারতীয় এবং 223 বিদেশি) । দশটি ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকার ভিত্তিতে 1214 জন খেলোয়াড়ের মূল তালিকা থেকে ছাঁটাই করে তালিকাটি তৈরি করা হয়েছে ৷ কাল আরও 10 খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়েছে ৷

আরও পডুন : IPL Auction 2022 : মেগা নিলামে হাতুড়ির তলায় 600 জন, নজরে শ্রেয়াস-কামিন্সরা

মেগা নিলামের সর্বনিম্ন বেস প্রাইজ 20 লক্ষ এবং সর্বোচ্চ 2 কোটি টাকা ৷ দশজন মার্কি খেলোয়াড়ের মূল্য 2 কোটি টাকা । নিলামে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় আফগানিস্তানের 17 বছর বয়সী নুর আহমেদ । এই বাঁ-হাতি রিস্টস্পিনার ইতিমধ্যে বিবিএল, পিএসএল এবং এলপিএল খেলেছেন ৷ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় ইমরান তাহির । গতবার বিজয়ী চেন্নাই সুপার কিংস স্কোয়াডের অংশ ছিলেন তিনি ৷ নিলাম তালিকায় নেই ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্ক, কাইল জেমিসন, স্যাম কুরান, জো রুট, ক্রিস ওকসরা ।

বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি : করোনা, ওমিক্রনের রক্তচক্ষুর মধ্যেই দেশের মাটিতে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই ৷ এবার 8টির পরিবর্তে লড়াই 10টি দলের ৷ তার আগে আজ থেকে বসছে পঞ্চদশ আইপিএলের মেগা অকশন (TATA IPL Auction 2022 starts from today) ৷

আইপিএল 2022 নিলাম কখন এবং কোথায় ?

বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় 12-13 ফেব্রুয়ারি বেলা 12টায় শুরু হবে টাটা আইপিএল 2022-এর মেগা নিলাম পর্ব । এটি পঞ্চম মেগা নিলাম ৷ 2018 সালে শেষবার মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল ।

মেগা নিলামের আগে দলগুলি কোনও খেলোয়াড়কে ধরে রেখেছে ?

আটটি ফ্র্যাঞ্চাইজি মোট 27 জন খেলোয়াড় ধরে রেখেছে ৷ নতুন দুই দল, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাত টাইটানস, তিনজন করে খেলোয়াড়কে কিনেছে ৷

মেগা নিলামে যে বড় নামগুলি নজরে থাকবে তা হল- শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ইশান কিষান, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়না, যুজবেন্দ্র চাহাল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও অন্যান্যরা ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : পঞ্চদশ আইপিএলের মেগা নিলাম 12-13 ফেব্রুয়ারি

নিলামের আগে কোন দলের হাতে কত টাকা রয়েছে ?

  • মুম্বই ইন্ডিয়ান্স : হাতে রয়েছে মোট 48 কোটি টাকা ৷ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ডকে ধরে রেখেছে মুম্বই ৷
  • চেন্নাই সুপার কিংস : চেন্নাইয়ের হাতেও রয়েছে মোট 48 কোটি টাকা ৷ গতবারের চ্যাম্পিয়নরা ধরে রেখেছে ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, রুতুরাজ গায়কোয়াড়কে ৷
  • দিল্লি ক্যাপিটালস : দিল্লির হাতে রয়েছে মোট 47 কোটি 50 লক্ষ টাকা ৷ তারা ধরে রেখেছে ঋষভ পন্থ, অক্ষর পটেল, পৃথ্বী শ, এনরিখ নর্টজেকে ৷
  • কলকাতা নাইট রাইডার্স : শাহরুখের দলের হাতে রয়েছে 48 কোটি টাকা ৷ গতবারের রানার্সরা ধরে রেখেছে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনকে ৷ দলের ভাবমূর্তি উদ্ধারে এবার বাঙালি খেলোয়াড়দের দলে নিতে পারে নাইটরা ৷
  • গুজরাত টাইটানস : গুজরাতের হাতে রয়েছে মোট 52 কোটি টাকা ৷ এবছরই প্রথমবার আইপিএলে অংশ নেবে তারা ৷ এরমধ্যেই হার্দিক পাণ্ড্য, রশিদ খান এবং শুভমন গিলকে দলে নিয়েছে তারা ৷
  • লখনউ সুপার জায়ান্টস : সঞ্জীব গোয়েঙ্কার দলের হাতে রয়েছে 59 কোটি টাকা ৷ তারা দলে নিয়েছে কেএল রাহুল, মার্কাস স্টয়নিস এবং রবি বিষ্ণোইকে ৷
  • পঞ্জাব কিংস : গতবারের নিলামের মতোই এবারও সবচেয়ে বেশি টাকা রয়েছে প্রীতি জিণ্টার দলের হাতে, 72 কোটি ৷ তারা ধরে রেখেছে ময়াঙ্ক আগরওয়াল এবং অর্শদীপ সিংকে ৷
  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বেঙ্গালুরুর হাতে রয়েছে 57 কোটি টাকা ৷ তারা ধরে রেখেছে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ শামিকে ৷
  • সানরাইজার্স হায়দরাবাদ : 68 কোটি টাকা হাতে নিয়ে নিলামে নামবে নিজামের শহর ৷ ধরে রেখেছে কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আবদুল সামাদকে ৷
  • রাজস্থান রয়্যালস : রাজস্থানের হাতে রয়েছে মোট 62 কোটি টাকা ৷ তারা ধরে রেখেছে সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জয়সওয়ালকে ৷

নিলামে কতজন খেলোয়াড় পাওয়া যাবে ?

মোট 600 জন খেলোয়াড় (377 ভারতীয় এবং 223 বিদেশি) । দশটি ফ্র্যাঞ্চাইজির পছন্দের তালিকার ভিত্তিতে 1214 জন খেলোয়াড়ের মূল তালিকা থেকে ছাঁটাই করে তালিকাটি তৈরি করা হয়েছে ৷ কাল আরও 10 খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়েছে ৷

আরও পডুন : IPL Auction 2022 : মেগা নিলামে হাতুড়ির তলায় 600 জন, নজরে শ্রেয়াস-কামিন্সরা

মেগা নিলামের সর্বনিম্ন বেস প্রাইজ 20 লক্ষ এবং সর্বোচ্চ 2 কোটি টাকা ৷ দশজন মার্কি খেলোয়াড়ের মূল্য 2 কোটি টাকা । নিলামে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় আফগানিস্তানের 17 বছর বয়সী নুর আহমেদ । এই বাঁ-হাতি রিস্টস্পিনার ইতিমধ্যে বিবিএল, পিএসএল এবং এলপিএল খেলেছেন ৷ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় ইমরান তাহির । গতবার বিজয়ী চেন্নাই সুপার কিংস স্কোয়াডের অংশ ছিলেন তিনি ৷ নিলাম তালিকায় নেই ক্রিস গেইল, বেন স্টোকস, মিচেল স্টার্ক, কাইল জেমিসন, স্যাম কুরান, জো রুট, ক্রিস ওকসরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.