ETV Bharat / sports

Jersey outage in Team India: সঞ্জুর জার্সি পরে খেললেন সূর্যকুমার, কিন্তু কেন ? - West Indies vs India 1st ODI

Suryakumar Yadav Wears Sanju Samson Jersey: সঞ্জু স্যামসনের জার্সি পরে খেলছেন সূর্যকুমার যাদব ৷ ফিল্ডিং করার পর সেই জার্সি পরে ব্যাটিংও করতে দেখা গেল যাদবকে ৷ কিন্তু, কেন ? জানা গিয়েছে, সূর্যকুমারের জন্য আসা জার্সির মাপ ছোট ৷ তাই সতীর্থের জার্সি শেষরক্ষা করেছে স্কাইকে ৷

Jersey outage in Team India ETV BHARAT
Jersey outage in Team India
author img

By

Published : Jul 28, 2023, 4:50 PM IST

বার্বেডোজ, 28 জুলাই: ভারতীয় দলে জার্সি বিভ্রাট ! না জার্সি বিভ্রাট ঠিক নয় ৷ জার্সির মাপ বিভ্রাট ৷ একাধিক ক্রিকেটারের ম্যাচ জার্সি মাপের চেয়ে ছোট এসেছে বলে জানা গিয়েছে ৷ আর সেই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব ৷ যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনালে প্রথম এগারোর সদস্য ছিলেন ৷ ওয়ান ডে জার্সি পরে ফটোশুটের দিন বিষয়টি লজিস্টিকস ম্যানেজারকে জানান ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ তাই ম্যাচের দিন বাধ্য হয়ে সতীর্থ সঞ্জু স্যামসনের জার্সি পরে মাঠে নামতে হয়েছে স্কাইকে ৷

তবে, প্রথম ওয়ান ডে বলে নয় ৷ শনিবার দ্বিতীয় ওয়ান ডে-তে প্রথম একাদশে থাকলে, সেখানেও সঞ্জু বা অন্য কারও জার্সি পরে মাঠে নামতে হবে সূর্যকুমার যাদবকে ৷ কারণ ওয়েস্ট ইন্ডিজে সূর্যকুমারের মাপের জার্সি পৌঁছবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পর ৷ বিসিসিআই সূত্রে খবর, সূর্যকুমার যাদবের জার্সির মাপ ‘লার্জ’ ৷ কিন্তু, তাঁর জন্য জার্সি প্রস্তুতকারী সংস্থা ‘মিডিয়াম’ সাইজের জার্সি পাঠিয়েছে ৷ ফলে সেটি তাঁর গায়ে ছোট হচ্ছে ৷ এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের জার্সির মাপ সূর্যর গায়ে ফিট হয়েছে ৷ যেহেতু স্যামসন প্রথম ওয়ান ডে-তে খেলেননি, তাই তাঁর জার্সি পরেন সূর্য ৷

তবে, নতুন স্পোর্টস কিট সংস্থার পাঠানো জার্সির মাপে গণ্ডগোল শুধু সূর্যকুমারের ক্ষেত্রে নয় ৷ আরও বেশ কয়েকজনের জার্সির ক্ষেত্রেও জার্সির মাপের সমস্যা দেখা দিয়েছে ৷ জানা গিয়েছে, ম্যাচের চারদিন আগে বিষয়টি জানতে পারে বিসিসিআই ৷ তৎক্ষণাৎ জার্সি প্রস্তুতকারী তথা ভারতীয় দলের জার্সি স্পনসর সংস্থা অ্যাডিডাসকে বিষয়টি জানানো হয় ৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, 5 ম্যাচে টি-20 সিরিজের জন্য নতুন জার্সি ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে ৷ সেই জার্সিগুলির সঙ্গেই বাকি ক্রিকেটারদের নতুন ওয়ান ডে জার্সি পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন: ঈশানের ব্যাটে, কুলদীপ-মুকেশদের বলে জয় ভারতের

কিন্তু, আইসিসি-র নয়া নিয়মের কারণ স্যামসনের জার্সির নম্বর এবং নাম ঢাকতে পারেননি সূর্য ৷ নয়া নিয়মে প্লেয়ারের জার্সি নম্বর এবং নাম লুকানো যাবে না ৷ সেই নিয়ম মানার চক্করে স্যামসনের নাম এবং জার্সির '9' নম্বরটি টেপ দিয়ে ঢাকতে পারেননি সূর্য ৷

বার্বেডোজ, 28 জুলাই: ভারতীয় দলে জার্সি বিভ্রাট ! না জার্সি বিভ্রাট ঠিক নয় ৷ জার্সির মাপ বিভ্রাট ৷ একাধিক ক্রিকেটারের ম্যাচ জার্সি মাপের চেয়ে ছোট এসেছে বলে জানা গিয়েছে ৷ আর সেই তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব ৷ যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনালে প্রথম এগারোর সদস্য ছিলেন ৷ ওয়ান ডে জার্সি পরে ফটোশুটের দিন বিষয়টি লজিস্টিকস ম্যানেজারকে জানান ভারতের মিডল-অর্ডার ব্যাটার ৷ তাই ম্যাচের দিন বাধ্য হয়ে সতীর্থ সঞ্জু স্যামসনের জার্সি পরে মাঠে নামতে হয়েছে স্কাইকে ৷

তবে, প্রথম ওয়ান ডে বলে নয় ৷ শনিবার দ্বিতীয় ওয়ান ডে-তে প্রথম একাদশে থাকলে, সেখানেও সঞ্জু বা অন্য কারও জার্সি পরে মাঠে নামতে হবে সূর্যকুমার যাদবকে ৷ কারণ ওয়েস্ট ইন্ডিজে সূর্যকুমারের মাপের জার্সি পৌঁছবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পর ৷ বিসিসিআই সূত্রে খবর, সূর্যকুমার যাদবের জার্সির মাপ ‘লার্জ’ ৷ কিন্তু, তাঁর জন্য জার্সি প্রস্তুতকারী সংস্থা ‘মিডিয়াম’ সাইজের জার্সি পাঠিয়েছে ৷ ফলে সেটি তাঁর গায়ে ছোট হচ্ছে ৷ এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের জার্সির মাপ সূর্যর গায়ে ফিট হয়েছে ৷ যেহেতু স্যামসন প্রথম ওয়ান ডে-তে খেলেননি, তাই তাঁর জার্সি পরেন সূর্য ৷

তবে, নতুন স্পোর্টস কিট সংস্থার পাঠানো জার্সির মাপে গণ্ডগোল শুধু সূর্যকুমারের ক্ষেত্রে নয় ৷ আরও বেশ কয়েকজনের জার্সির ক্ষেত্রেও জার্সির মাপের সমস্যা দেখা দিয়েছে ৷ জানা গিয়েছে, ম্যাচের চারদিন আগে বিষয়টি জানতে পারে বিসিসিআই ৷ তৎক্ষণাৎ জার্সি প্রস্তুতকারী তথা ভারতীয় দলের জার্সি স্পনসর সংস্থা অ্যাডিডাসকে বিষয়টি জানানো হয় ৷ বোর্ডের তরফে জানানো হয়েছে, 5 ম্যাচে টি-20 সিরিজের জন্য নতুন জার্সি ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হচ্ছে ৷ সেই জার্সিগুলির সঙ্গেই বাকি ক্রিকেটারদের নতুন ওয়ান ডে জার্সি পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন: ঈশানের ব্যাটে, কুলদীপ-মুকেশদের বলে জয় ভারতের

কিন্তু, আইসিসি-র নয়া নিয়মের কারণ স্যামসনের জার্সির নম্বর এবং নাম ঢাকতে পারেননি সূর্য ৷ নয়া নিয়মে প্লেয়ারের জার্সি নম্বর এবং নাম লুকানো যাবে না ৷ সেই নিয়ম মানার চক্করে স্যামসনের নাম এবং জার্সির '9' নম্বরটি টেপ দিয়ে ঢাকতে পারেননি সূর্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.