ETV Bharat / sports

গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি-20 অধিনায়ক - পিআরপি থেরাপি

Suryakumar Yadav Suffering Grade II Tear in Ankle: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 আন্তর্জাতিকে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন স্ট্যান্ডবাই অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ এরপর আর মাঠে নামেননি তিনি ৷ বিসিসিআই-এর একটি সূত্র ইটিভি ভারতের সঞ্জীব গুহকে জানিয়েছেন, মিডল-অর্ডার ব্যাটারের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ গ্রেড-টু লেবেলের চোট পেয়েছেন তিনি ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 3:14 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে ভারত টি-টোয়েন্টি সিরিজ 1-1 ড্র করেছে ৷ কিন্তু, সেই সিরিজ শেষে খারাপ খবর ভারতীয় দলের জন্য ৷ তৃতীয় টি-20 ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ-পায়ের গোড়ালি মচকে গিয়েছিল অধিনায়ক সূর্যকুমারের ৷ ফলে পুরো ম্যাচে আর মাঠে নামেননি 'স্কাই' ৷ এরপর তাঁকে সোজা মুম্বইয়ে ফিরিয়ে আনে বোর্ড ৷ সেখানে স্ক্যান ও এমআইআই হয়েছে সূর্যর ৷ বিসিসিআইয়ের একটি বিশ্বস্ত সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী সূর্যকুমারের বাঁ-পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ মেডিক্যাল টার্ম অনুযায়ী, তাঁর চোট গ্রেড-টু লেবেলের ৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত 14 ডিসেম্বর তৃতীয় টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব ৷ কিন্তু, ফিল্ডিংয়ের সময় তাঁর বাঁ-পায়ের গোড়ালি মচকে যায় ৷ নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের শীর্ষস্তরের ওই সূত্রের মতে, ‘‘তাঁর বাঁ-পায়ের গোড়ালিতে গ্রেড-টু লেবেলের চোট লেগেছে ৷ তাই নিশ্চিতভাবে আগামী 11 জানুয়ারি থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি খেলতে পারবেন না ৷’’ তিনি এও জানিয়েছেন, ম্যাচের দিন টিম ম্যানেজমেন্ট সূর্যর চোটের পরীক্ষা করায় এবং দ্রুত তাঁকে দেশে ফেরানো হয় পরবর্তী পরীক্ষার জন্য ৷

তিনি বলেন, ‘‘এই মূহূর্তে চিকিৎসার মধ্য থাকতে হবে সূর্যকুমারকে ৷ তার পরে রিহ্যাব প্রসেস শুরু হবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ৷ এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে ফিরতে কমপক্ষে 5-6 সপ্তাহ সময় লাগবে ৷’’ উল্লেখ্য, সূর্যকুমার যাদবের স্ত্রী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে ভারতের টি-20 তারকা ব্যাটারকে 'নিউম্যাটিক ওয়াকার বুট' পরে দেখা গিয়েছে ৷

ইটিভি ভারত সূর্যকুমারের চোট কতটা গুরুতর তা বুঝতে শহরের নামী অর্থোপেডিক সার্জন এবং স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুমন্ত ঠাকুরের সঙ্গে যোগাযোগ করেছিল ৷ গ্রেড-টু লেবের চোট থেকে একজন ক্রীড়াবিদের পুরোপুরি সুস্থ হতে অন্তত 7-8 সপ্তাহ সময় লাগে বলে জানান তিনি ৷ অর্থোপেডিক সার্জন বলেন, ‘‘আমি সূর্যকুমার যাদবের চোট সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানি না ৷ কিন্তু, বাইরে থেকে যা খবর, তাতে সূর্যকে এই মুহূর্তে 'পিআরপি' থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে ৷ এতে চোট সারতে 6 সপ্তাহ সময় লাগে ৷ কিন্তু, তার পরেও যদি উনি সুস্থ না হন, তাহলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারেন ৷’’

আরও পড়ুন:

  1. আঙুলের চোটে ছিটকে গেলেন রুতুরাজ, দলে বাংলার ঈশ্বরণ
  2. পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!
  3. আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা এলগারের, ভারতের বিরুদ্ধে শেষবার ব্যাট ধরবেন বাঁ-হাতি

কলকাতা, 23 ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতে ভারত টি-টোয়েন্টি সিরিজ 1-1 ড্র করেছে ৷ কিন্তু, সেই সিরিজ শেষে খারাপ খবর ভারতীয় দলের জন্য ৷ তৃতীয় টি-20 ম্যাচে ফিল্ডিংয়ের সময় বাঁ-পায়ের গোড়ালি মচকে গিয়েছিল অধিনায়ক সূর্যকুমারের ৷ ফলে পুরো ম্যাচে আর মাঠে নামেননি 'স্কাই' ৷ এরপর তাঁকে সোজা মুম্বইয়ে ফিরিয়ে আনে বোর্ড ৷ সেখানে স্ক্যান ও এমআইআই হয়েছে সূর্যর ৷ বিসিসিআইয়ের একটি বিশ্বস্ত সূত্র ইটিভি ভারতকে জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী সূর্যকুমারের বাঁ-পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ৷ মেডিক্যাল টার্ম অনুযায়ী, তাঁর চোট গ্রেড-টু লেবেলের ৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত 14 ডিসেম্বর তৃতীয় টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদব ৷ কিন্তু, ফিল্ডিংয়ের সময় তাঁর বাঁ-পায়ের গোড়ালি মচকে যায় ৷ নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের শীর্ষস্তরের ওই সূত্রের মতে, ‘‘তাঁর বাঁ-পায়ের গোড়ালিতে গ্রেড-টু লেবেলের চোট লেগেছে ৷ তাই নিশ্চিতভাবে আগামী 11 জানুয়ারি থেকে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি খেলতে পারবেন না ৷’’ তিনি এও জানিয়েছেন, ম্যাচের দিন টিম ম্যানেজমেন্ট সূর্যর চোটের পরীক্ষা করায় এবং দ্রুত তাঁকে দেশে ফেরানো হয় পরবর্তী পরীক্ষার জন্য ৷

তিনি বলেন, ‘‘এই মূহূর্তে চিকিৎসার মধ্য থাকতে হবে সূর্যকুমারকে ৷ তার পরে রিহ্যাব প্রসেস শুরু হবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ৷ এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে ফিরতে কমপক্ষে 5-6 সপ্তাহ সময় লাগবে ৷’’ উল্লেখ্য, সূর্যকুমার যাদবের স্ত্রী ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ৷ যেখানে ভারতের টি-20 তারকা ব্যাটারকে 'নিউম্যাটিক ওয়াকার বুট' পরে দেখা গিয়েছে ৷

ইটিভি ভারত সূর্যকুমারের চোট কতটা গুরুতর তা বুঝতে শহরের নামী অর্থোপেডিক সার্জন এবং স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুমন্ত ঠাকুরের সঙ্গে যোগাযোগ করেছিল ৷ গ্রেড-টু লেবের চোট থেকে একজন ক্রীড়াবিদের পুরোপুরি সুস্থ হতে অন্তত 7-8 সপ্তাহ সময় লাগে বলে জানান তিনি ৷ অর্থোপেডিক সার্জন বলেন, ‘‘আমি সূর্যকুমার যাদবের চোট সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানি না ৷ কিন্তু, বাইরে থেকে যা খবর, তাতে সূর্যকে এই মুহূর্তে 'পিআরপি' থেরাপির মধ্যে দিয়ে যেতে হবে ৷ এতে চোট সারতে 6 সপ্তাহ সময় লাগে ৷ কিন্তু, তার পরেও যদি উনি সুস্থ না হন, তাহলে চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারেন ৷’’

আরও পড়ুন:

  1. আঙুলের চোটে ছিটকে গেলেন রুতুরাজ, দলে বাংলার ঈশ্বরণ
  2. পারিবারিক কারণে প্রথম টেস্টের আগেই দেশে ফিরলেন বিরাট!
  3. আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা এলগারের, ভারতের বিরুদ্ধে শেষবার ব্যাট ধরবেন বাঁ-হাতি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.