মুম্বই, 15 ডিসেম্বর : বিস্ফোরক বিরাট কোহলি বুধবারের সকালে সাংবাদিক সম্মেলনে যা বললেন তা কি সত্যি ? না কি বিরাটের সঙ্গে আলোচনা করেই তাঁকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়েছে বিসিসিআই ? সত্যিটা জানতে দেশের ক্রিকেট অনুরাগীদের মনে কৌতূহল পাহাড়প্রমাণ ৷ এমন সময় 'বিরাট' মন্তব্যে আসরে নেমে সুনীল গাভাসকর জানালেন, এর ব্যাখ্যা সবচেয়ে ভাল দিতে পারবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাই এ বিষয়ে তাঁকেই জানতে চাওয়া হোক (Sunil Gavaskar says Sourav Ganguly is the best person to know everything about Virat-BCCI conflict) ৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সানি বলেন, "আমার মনে হয় কোহলির যা বলেছে তার পরিপ্রেক্ষিতে বিসিসিআইকে নয় বরং প্রশ্ন করা উচিত এমন একজনকে যিনি কোহলিকে বার্তাটি দিয়েছিলেন বলে দাবি করেছেন ৷ হ্যাঁ, তিনি বিসিসিআই সভাপতি ৷ যদি এ বিষয়ে কোনও অসঙ্গতি থেকে থাকে তবে তাঁর উচিত সামনে এসে যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া ৷"
গাভাসকর আরও বলেন, "যোগাযোগ ঠিক থাকলে কখনও জল্পনা তৈরি হয় না ৷ এখনও অবধি যা হয়েছে, কেন বিরাটকে ক্যাপ্টেন্সি থেকে সরানো হল তা নিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান যদি বার্তা দেন তাহলেই সব সহজ হয়ে যায় ৷ কখনও কখনও একটা প্রেস রিলিজই যথেষ্ট ৷ একটা সন্তোষজনক প্রেস রিলিজ অনেক কিছু সহজ করে দেয় ৷"
আরও পড়ুন : Virat on relationship with Rohit : 'বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি', রোহিতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিরাট-বার্তা
ঠিক এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য় টেস্ট স্কোয়াড ঘোষণার সঙ্গে রাতারাতি ওডিআই-তে বিরাট কোহলিকে সরিয়ে নয়া অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করেছিল বিসিসিআই ৷ বিসিসিআই'য়ের তরফে দিনদু'য়েকের মধ্যে জানানো হয়, বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত ৷ কিন্তু দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগের দিন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি পত্রপাঠ খারিজ করে বিরাট জানালেন সম্পূর্ণ ভিন্ন কথা (Virat Kohli denies Sourav Ganguly's words on ODI captaincy) ৷
কোহলির দাবি ওডিআই'য়ের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার আগে জানানো তো হয়ইনি, এমন কী টি-20 অধিনায়কত্ব ছাড়ার সময়েও তাঁকে থাকতে বলা হয়নি বোর্ডের তরফ থেকে ৷ বিস্ফোরক মন্তব্যের পর যদিও দক্ষিণ আফ্রিকায় ওয়ান-ডে সিরিজ খেলবেন বলে জানিয়ে দেন টেস্ট দলনায়ক ৷