সাউদাম্পটন, 22 জুন : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দুটি দিন নষ্ট হয়েছে ৷ কিন্তু তাতে কি, ভারতীয় সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের মতে এখনও টেস্টে ফলাফল পাওয়া যতে পারে ৷ তাঁর মতে মাত্র 7-8 ওভারেই ম্যাচের ঘুরে যেতে পারে ৷
প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ 49 রান করেন রাহানে ৷ বলছেন, ক্রিকেট হল একটি মজার খেলা ৷ তিনি মনে করেন ইংল্যান্ডের পরিবেশে খুব অল্প সময়েই পরিস্থিতি পাল্টে যেতে পারে ৷
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম চারদিনে মাত্র 141.1 ওভার খেলা হয় ৷ পঞ্চম দিনের শুরুর আগে একটি সাক্ষাৎকারে রাহানে বলেন, ‘‘এই ম্যাচে এখনও অনেক খেলা বাকি ৷ এখনও ছটি সেশন বাকি আছে ৷ আমাদের সেরাটা দিতে হবে ৷ আমরা এখন বোলিং করছি, আমি মনে করি এই সেশনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ৷ তবে আমরা সেশন ধরে ধরে খেলতে চাইছি ৷ ইংল্যান্ডের পরিস্থিতিতে সবকিছুই হতে পারে ৷ শুধু সব পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে হবে ৷’’
ইংল্যান্ডের আবহওয়া নিউজ়িল্যান্ডকে সুবিধা দেবে ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে যা বেশ চর্চায় এসেছিল ৷ রাহানেও তাই মনে করেন ৷ বলছেন, ‘‘হ্যাঁ আমার মনে হয়, এই পরিস্থিতি নিউজ়িল্যান্ডের বেশ পরিচিত ৷ ওদের সিম বোলার আছে আর আমাদের সুইং বোলার আছে ৷ তবে আমার মনে হয় আমাদের বোলিং বিভাগ এই পরিস্থিতিতে ভাল মানিয়ে নিয়েছে ৷ আমি মনে করি আমাদের শক্তিতেই আমাদের খেলতে হবে ৷ ইংল্যান্ডে 7-8 ওভারের মধ্যেই পরিস্থিতি পাল্টে যেতে পারে ৷ তবে আমাদের ভাল বোলিং করতে হবে ৷’’
আরও পড়ুন : WTC : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিতর্ক
পঞ্চম দিনেও খেলা শুরুর আগে বৃষ্টির ভ্রুকুটি দেখা যায় ৷ হালকা বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু করতে হয় ৷ যদি আর বৃষ্টি না হয় ও আলোর কোনও সমস্যা না থাকলে আজ 91 ওভার খেলা হবে ৷