ETV Bharat / sports

Asia Cup 2023: এগারোবার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা, বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন প্রাক্তনীদের - দাসুন শনাকা

Question Over Babar Azam Captaincy Before World Cup: বাবর আজমের ম্যাচের নার্ভ বোঝার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের নক-আউট ম্যাচে পাকিস্তানের হারের পর, বাবরের অধিনায়কত্ব নিয়ে এমনই সমালোচনার ঝড় উঠেছে ৷

Image Courtesy: ICC Twitter/X
Image Courtesy: ICC Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 15, 2023, 5:10 PM IST

কলম্বো, 15 সেপ্টেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ 2022 সালে টি-20 ফরম্যাটে খেলা এই টুর্নামেন্টেও আন্ডারডগ ছিল দাসুন শনাকার দল ৷ এবারেও ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সামনে আন্ডারডগ হিসেবেই এই টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা ৷ কিন্তু, বৃহস্পতিবার রাতের ভার্চুাল সেমিফাইনাল জিতে এগারোবার এশিয়া কাপের ফাইনালে দ্বীপরাষ্ট্র ৷ আর আগামী রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে অষ্টমবার মুখোমুখি হবে সিংহলীরা ৷

কিন্তু, গতকালের ওই ম্যাচে ফেভারিট হিসেবে নামা পাকিস্তান দলের পারফর্ম্যান্স নিয়ে হতাশ ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ মূলত, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা ৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 42 ওভারে 252 রান ডিফেন্ড করতে নেমে কখনই সুবিধাজনক জায়গায় ছিল না পাকিস্তান ৷ শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে চলে শ্রীলঙ্কার ব্যাটাররা ৷ বিশেষত, 77 রানে 2 উইকেট হারানোর পরেও শ্রীলঙ্কা খুব সহজে ম্যাচে ফিরে আসে ৷

তৃতীয় উইকেটে 100 রানের পার্টনারশিপ করেন কুশল মেন্ডিস এবং সাদিরা সমরবিক্রমা ৷ যে পার্টনারশিপ গড়তে দুই শ্রীলঙ্কান ব্যাটারকে কখনই ঝুঁকি নিয়ে খেলতে হয়নি ৷ কোনও সময়ই মনে হয়নি, পাকিস্তানের সেরা বোলিং লাইন-আপ মেন্ডিস বা সমরবিক্রমার উপর চাপ তৈরি করতে পেরেছে ৷ বিশেষত, মাঝের ওভারে বাবর আজমের বোলিং চেঞ্জ নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে বিশ্বকাপের আগে ৷ তিনি ম্যাচের পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন ওয়াকার ইউনুস ৷

আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

পাশাপাশি, ম্যাচের স্লগ ওভার বা তৃতীয় পাওয়ার প্লে-তে ফিল্ড প্লেসমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন, ওয়াসিম আক্রম ৷ সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দিতে গিয়ে আক্রম প্রশ্ন তোলেন, কেন স্লগ ওভারে লং-অফ ও লং-অনের ফিল্ডার বাউন্ডারি লাইনে থাকবে না ? উল্লেখ্য, শেষ 6 ওভার চলাকালীন শাহিন আফ্রিদি এবং আজম খানের ওভারে লং-অফ ও লং-অনের বদলে মিড-অফ ও মিড-অন ফিল্ডার রেখেছিলেন বাবর ৷ আর ওই জায়গা দিয়েই চরিথ আসালঙ্কা 2টি বাউন্ডারি মেরে স্কোর বোর্ডের চাপ কমিয়ে দেন ৷ ফলে শেষ ওভারে 8 রান তাড়া করে 2 উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা ৷ রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে দাসুন শনাকার তরুণ দল ৷

কলম্বো, 15 সেপ্টেম্বর: পাকিস্তানের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ 2022 সালে টি-20 ফরম্যাটে খেলা এই টুর্নামেন্টেও আন্ডারডগ ছিল দাসুন শনাকার দল ৷ এবারেও ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সামনে আন্ডারডগ হিসেবেই এই টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা ৷ কিন্তু, বৃহস্পতিবার রাতের ভার্চুাল সেমিফাইনাল জিতে এগারোবার এশিয়া কাপের ফাইনালে দ্বীপরাষ্ট্র ৷ আর আগামী রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ফাইনালে অষ্টমবার মুখোমুখি হবে সিংহলীরা ৷

কিন্তু, গতকালের ওই ম্যাচে ফেভারিট হিসেবে নামা পাকিস্তান দলের পারফর্ম্যান্স নিয়ে হতাশ ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ মূলত, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা ৷ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 42 ওভারে 252 রান ডিফেন্ড করতে নেমে কখনই সুবিধাজনক জায়গায় ছিল না পাকিস্তান ৷ শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে চলে শ্রীলঙ্কার ব্যাটাররা ৷ বিশেষত, 77 রানে 2 উইকেট হারানোর পরেও শ্রীলঙ্কা খুব সহজে ম্যাচে ফিরে আসে ৷

তৃতীয় উইকেটে 100 রানের পার্টনারশিপ করেন কুশল মেন্ডিস এবং সাদিরা সমরবিক্রমা ৷ যে পার্টনারশিপ গড়তে দুই শ্রীলঙ্কান ব্যাটারকে কখনই ঝুঁকি নিয়ে খেলতে হয়নি ৷ কোনও সময়ই মনে হয়নি, পাকিস্তানের সেরা বোলিং লাইন-আপ মেন্ডিস বা সমরবিক্রমার উপর চাপ তৈরি করতে পেরেছে ৷ বিশেষত, মাঝের ওভারে বাবর আজমের বোলিং চেঞ্জ নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে বিশ্বকাপের আগে ৷ তিনি ম্যাচের পরিস্থিতি অনুধাবন করতে ব্যর্থ বলে মন্তব্য করেছেন ওয়াকার ইউনুস ৷

আরও পড়ুন: রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের সামনে শ্রীলঙ্কা

পাশাপাশি, ম্যাচের স্লগ ওভার বা তৃতীয় পাওয়ার প্লে-তে ফিল্ড প্লেসমেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন, ওয়াসিম আক্রম ৷ সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দিতে গিয়ে আক্রম প্রশ্ন তোলেন, কেন স্লগ ওভারে লং-অফ ও লং-অনের ফিল্ডার বাউন্ডারি লাইনে থাকবে না ? উল্লেখ্য, শেষ 6 ওভার চলাকালীন শাহিন আফ্রিদি এবং আজম খানের ওভারে লং-অফ ও লং-অনের বদলে মিড-অফ ও মিড-অন ফিল্ডার রেখেছিলেন বাবর ৷ আর ওই জায়গা দিয়েই চরিথ আসালঙ্কা 2টি বাউন্ডারি মেরে স্কোর বোর্ডের চাপ কমিয়ে দেন ৷ ফলে শেষ ওভারে 8 রান তাড়া করে 2 উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা ৷ রবিবার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল খেলতে নামবে দাসুন শনাকার তরুণ দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.