কলম্বো, 12 সেপ্টেম্বর : আগামী মাসে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৷ তবে দলে অতিরিক্ত চার ক্রিকেটারকে রেখেছেন শ্রীলঙ্কা নির্বাচকরা ৷ 17 অক্টোবর আমিরশাহীতে শুরু হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সপ্তম বিশ্বকাপের আসর ৷ ফাইনাল 14 নভেম্বর ৷ এই টুর্নামেন্ট ভারত হওয়ার কথা থাকলেও কোভিড সংক্রমণের কারণে তা সংযুক্ত আমিরশাহী ও ওমানে আয়োজন করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ যদিও আয়োজকের দায়িত্ব ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই-এর হাতেই ৷
বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা ৷ তাঁর ডেপুটির দায়িত্ব সামলাবেন ধনঞ্জয় ডি'সিলভা ৷ দলে ছয় ব্যাটসম্যান, পাঁচ অল-রাউন্ডার এবং চার বোলারকে রেখেছে শ্রীলঙ্কা ৷ তবে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়ে শ্রীলঙ্কা বোর্ড ৷ সম্প্রতি তালিবান শাসনাধীন আফগান ক্রিকেট বোর্ড মেয়েদের খেলার উপর নিষেধ আরোপ করায় আফগানিস্তানকে বয়কট করতে চায় অনেক দেশই ৷
আরও পড়ুন : টি-20 বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন নবি
বিশ্বকাপের দল নির্বাচনের পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি'সিলভা বলেন, "আমরা বিশ্বকাপের চূড়ান্ত দল বেছে নিয়েছি ৷ কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে খেলার বিষয়টি নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি ৷ আমরা শুনেছি, তালিবান মহিলাকে ক্রিকেটকে নিষিদ্ধ ঘোষণা করায় কোনও কোনও দল আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছে ৷’’
অস্ট্রেলিয়ান টেস্ট ক্যাপ্টেন টিম পেইন শুক্রবার জানান, আমি মনে করি আমাদের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর উচিত ৷ অথবা আফগানিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করা উচিত ৷ গত বুধবারই হোবার্টে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের একমাত্র টেস্ট ম্যাচটি বাতিল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ৷
বিশ্বকাপে শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (ক্যাপ্টেন), ধনঞ্জয় ডি'সিলভা (ভাইস-ক্যাপ্টেন ), কুশল পেরেরা, দীনেশ চাঁদমল, অবিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপক্ষসে, চরিত্র আসালানকা, ওয়ানিনদু হাসারাঙ্গা, কামিনদু মেন্ডিস, চামিকা করুণারত্নে, নুয়ান প্রদীপ, দুষ্মন্ত চামেরা, প্রবীণ জয়াবিক্রমা, লাহিরু মাদুশানকা, মাহেশ থিকশানা ৷
রিজার্ভে রয়েছেন: লাহিরু কুমারা, বিনুয়া ফার্নান্ডেজ, অকিলা ধনঞ্জয় ও পুলিনা থারাঙ্গা ৷