ETV Bharat / sports

IPL 2022 : মইনের ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে দেড়শো ছুঁল চেন্নাই

author img

By

Published : Apr 9, 2022, 5:30 PM IST

Updated : Apr 9, 2022, 6:01 PM IST

রায়াডু 27 রানে ফিরলেও অর্ধশতরানের দিকে ভালই এগোচ্ছিলেন ইংরেজ স্পিনিং অলরাউন্ডার ৷ কিন্তু 35 বলে 48 রান করে এইডেন মার্করামের শিকার হন মইন (Moeen Ali scored 48 runs) ৷

IPL 2022
মঈনের ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে দেড়শো ছুঁল চেন্নাই

মুম্বই, 9 এপ্রিল : হারের হ্যাটট্রিক দিয়ে 2022 আইপিএল দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই ৷ নয়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা যে দলকে এখনও গুছিয়ে তুলতে পারেননি, সেটা স্পষ্ট প্রথম কয়েক ম্যাচেই ৷ এমতাবস্থায় শনিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ইয়েলো আর্মি ৷ অলরাউন্ডার মইন আলির ব্যাটে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে কোনক্রমে দেড়শো ছুঁল সিএসকে ৷ 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 154 রান তুলল তারা ৷ টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য সানরাইজার্সের চাই 155 রান (SRH need 155 runs to win against CSK) ৷

ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন টস জিতে রবীন্দ্র জাদেজার দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সানরাইজার্স ৷ ডোয়েন প্রিটোরিয়াসের পরিবর্তে সিংহলী অফস্পিনার মহীশ থিকশানাকে একাদশে সুযোগ দেয় চেন্নাই ৷ তবে ফের ব্যর্থ জাদেজার দলের ওপেনিং জুটি ৷ 16 রানে ফেরেন রুতুরাজ, উথাপ্পা করেন 15 ৷ তৃতীয় উইকেটে মইন আলি-অম্বাতি রায়াডুর 62 রানের জুটিতে কিছুটা লড়াইয়ে ফেরে 'মেন ইন ইয়েলো' ৷ রায়াডু 27 রানে ফিরলেও অর্ধশতরানের দিকে ভালই এগোচ্ছিলেন ইংরেজ স্পিনিং অলরাউন্ডার ৷ কিন্তু 35 বলে 48 রান করে এইডেন মার্করামের শিকার হন মইন (Moeen Ali scored 48 runs) ৷

আরও পড়ুন : গিল-তেওয়াটিয়ার দাপট, ‘পঞ্জাব-বধ’ করে জয়ের হ্যাটট্রিক গুজরাত টাইটান্সের

শেষদিকে জাদেজার 15 বলে ঝোড়ো 23 রান দলের রান দেড়শোর গণ্ডি টপকাতে সাহায্য করে ৷ যদিও ইনিংস শেষ হওয়ার তিন বল আগেই ডাগ-আউটে ফেরেন চেন্নাই দলনায়ক ৷ তবে 6 রানে অপরাজিত ক্রিস জর্ডন দলকে 154 রানে পৌঁছে দেন৷ ধোনি ফেরেন 6 বলে 3 রানে ৷ সানরাইজার্সের হয়ে বল হাতে দুরন্ত ওয়াশিংটন সুন্দর 4 ওভারে মাত্র 21 রানে নেন 2 উইকেট (W Sundar takes 2 wickets) ৷ টি নটরাজনের ঝুলিতেও 2টি উইকেট ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন এবং এইডেন মার্করামের দখলে ৷

মুম্বই, 9 এপ্রিল : হারের হ্যাটট্রিক দিয়ে 2022 আইপিএল দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই ৷ নয়া অধিনায়ক রবীন্দ্র জাদেজা যে দলকে এখনও গুছিয়ে তুলতে পারেননি, সেটা স্পষ্ট প্রথম কয়েক ম্যাচেই ৷ এমতাবস্থায় শনিবাসরীয় ডাবল-হেডারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ইয়েলো আর্মি ৷ অলরাউন্ডার মইন আলির ব্যাটে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে কোনক্রমে দেড়শো ছুঁল সিএসকে ৷ 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 154 রান তুলল তারা ৷ টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য সানরাইজার্সের চাই 155 রান (SRH need 155 runs to win against CSK) ৷

ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন টস জিতে রবীন্দ্র জাদেজার দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সানরাইজার্স ৷ ডোয়েন প্রিটোরিয়াসের পরিবর্তে সিংহলী অফস্পিনার মহীশ থিকশানাকে একাদশে সুযোগ দেয় চেন্নাই ৷ তবে ফের ব্যর্থ জাদেজার দলের ওপেনিং জুটি ৷ 16 রানে ফেরেন রুতুরাজ, উথাপ্পা করেন 15 ৷ তৃতীয় উইকেটে মইন আলি-অম্বাতি রায়াডুর 62 রানের জুটিতে কিছুটা লড়াইয়ে ফেরে 'মেন ইন ইয়েলো' ৷ রায়াডু 27 রানে ফিরলেও অর্ধশতরানের দিকে ভালই এগোচ্ছিলেন ইংরেজ স্পিনিং অলরাউন্ডার ৷ কিন্তু 35 বলে 48 রান করে এইডেন মার্করামের শিকার হন মইন (Moeen Ali scored 48 runs) ৷

আরও পড়ুন : গিল-তেওয়াটিয়ার দাপট, ‘পঞ্জাব-বধ’ করে জয়ের হ্যাটট্রিক গুজরাত টাইটান্সের

শেষদিকে জাদেজার 15 বলে ঝোড়ো 23 রান দলের রান দেড়শোর গণ্ডি টপকাতে সাহায্য করে ৷ যদিও ইনিংস শেষ হওয়ার তিন বল আগেই ডাগ-আউটে ফেরেন চেন্নাই দলনায়ক ৷ তবে 6 রানে অপরাজিত ক্রিস জর্ডন দলকে 154 রানে পৌঁছে দেন৷ ধোনি ফেরেন 6 বলে 3 রানে ৷ সানরাইজার্সের হয়ে বল হাতে দুরন্ত ওয়াশিংটন সুন্দর 4 ওভারে মাত্র 21 রানে নেন 2 উইকেট (W Sundar takes 2 wickets) ৷ টি নটরাজনের ঝুলিতেও 2টি উইকেট ৷ একটি করে উইকেট ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন এবং এইডেন মার্করামের দখলে ৷

Last Updated : Apr 9, 2022, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.