ETV Bharat / sports

Sourav Ganguly সিনেমায় নামছেন সৌরভ, জল্পনা বাড়াল অনুরাগীর ফেসবুক পোস্ট - মহারাজের বায়োপিক

সিনেমায় অভিনয় করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly Silver Screen Appearance) ৷ এমনই গুঞ্জন শুরু হয়েছে মহারাজের এক অনুরাগীর ফেসবুক পোস্টকে ঘিরে ৷ যেখানে সিনেমার নাম ও সৌরভের (Sourav Ganguly) ছবি দিয়ে একটি পোস্ট করা হয়েছে ফেসবুকে ৷

speculations-about-sourav-ganguly-silver-screen-appearance
speculations-about-sourav-ganguly-silver-screen-appearance
author img

By

Published : Aug 30, 2022, 10:35 AM IST

কলকাতা, 30 অগস্ট: সৌরভ গঙ্গোপাধ্যায় কি রুপোলি পর্দায় আসতে চলেছেন (Sourav Ganguly Silver Screen Appearance) ! এমনই গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটমহলে ৷ এর পিছনে মূল কারণ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক অনুরাগীর করা ফেসবুক পোস্ট ৷ যেখানে সৌরভের ছবি দেওয়া একটি পোস্টারে লেখা ‘মেগা ব্লকবাস্টার’ ৷ তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তরফে এ নিয়ে কিছুই জানানো হয়নি ৷

ওই ফেসবুক পোস্টের ছবিতে দাবি করা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় অভিনীত এবং ওহসিম প্রযোজিত ‘মেগা ব্লকবাস্টার’ ৷ আর তার ট্রেলার লঞ্চ করবে আগামী 4 সেপ্টেম্বর ৷ তবে, সৌরভ গঙ্গোপাধ্যায় বা তাঁর ম্যানেজমেন্ট গ্রুপের তরফে এ নিয়ে কিছুই জানানো হয়নি ৷ প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে কয়েক মাস আগেও একাধিক জল্পনা তৈরি হয়েছিল ৷ প্রথমটায় বলা হয়েছিল, বায়োপিকে সৌরভের ভূমিকা পালন করতে পারেন রণবীর কাপুর ৷ কিন্তু, রণবীর সেই খবরের সত্যতা অস্বীকার করেন ৷ এর পর এমনটাও শোনা যায়, প্রযোজনা সংস্থা সৌরভকে দিয়েই তাঁর বায়োপিকে অভিনয় করাতে চায় ৷

Etv Bharat
অনুরাগীর ফেসবুক পোস্ট

এই ফেসবুক পোস্ট মহারাজের বায়োপিকের অংশ কিনা, সেই নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে ৷ এমনও জল্পনা শুরু হয়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো তাঁর বায়োপিক নিয়ে কোনও চমক দিতে পারেন (Speculations About Sourav Ganguly) ৷ তবে, পুরোটাই বর্তমানে সৌরভ অনুরাগীদের অনুমানের উপর নির্ভর করে বলা হচ্ছে ৷ তবে, সত্যিই 4 সেপ্টেম্বর ‘মেগা ব্লকবাস্টারে’র ট্রেলার লঞ্চ হয় কিনা, সেটাও দেখার ৷ আর সেটা হলে বোঝা যাবে আসল রহস্য ৷ এমনটাও শোনা যাচ্ছে যে, এই চমকের সঙ্গে নাকি যুক্ত রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন ৷

আরও পড়ুন: প্রত্যাবর্তন সবসময় সুখের, পাকিস্তানের বিরুদ্ধে নায়কোচিত পারফরম্যান্সের পর আবেগঘন পান্ডিয়া

তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল জানাচ্ছে, সৌরভ সিনেমায় অভিনয় করবে, এটা ভেবে নেওয়া বাড়াবাড়ি ৷ তবে, কিছুটা চমক রয়েছে সেটা বলতে পারি ৷ তাই কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে ৷ এর আগেও একটি টুইটে, তাঁর বিজ্ঞাপন নিয়ে চমক দিয়েছিলেন সৌরভ ৷ এবার তেমনই কিছু কিনা, সেটাই দেখার ৷

কলকাতা, 30 অগস্ট: সৌরভ গঙ্গোপাধ্যায় কি রুপোলি পর্দায় আসতে চলেছেন (Sourav Ganguly Silver Screen Appearance) ! এমনই গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেটমহলে ৷ এর পিছনে মূল কারণ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক অনুরাগীর করা ফেসবুক পোস্ট ৷ যেখানে সৌরভের ছবি দেওয়া একটি পোস্টারে লেখা ‘মেগা ব্লকবাস্টার’ ৷ তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তরফে এ নিয়ে কিছুই জানানো হয়নি ৷

ওই ফেসবুক পোস্টের ছবিতে দাবি করা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় অভিনীত এবং ওহসিম প্রযোজিত ‘মেগা ব্লকবাস্টার’ ৷ আর তার ট্রেলার লঞ্চ করবে আগামী 4 সেপ্টেম্বর ৷ তবে, সৌরভ গঙ্গোপাধ্যায় বা তাঁর ম্যানেজমেন্ট গ্রুপের তরফে এ নিয়ে কিছুই জানানো হয়নি ৷ প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে কয়েক মাস আগেও একাধিক জল্পনা তৈরি হয়েছিল ৷ প্রথমটায় বলা হয়েছিল, বায়োপিকে সৌরভের ভূমিকা পালন করতে পারেন রণবীর কাপুর ৷ কিন্তু, রণবীর সেই খবরের সত্যতা অস্বীকার করেন ৷ এর পর এমনটাও শোনা যায়, প্রযোজনা সংস্থা সৌরভকে দিয়েই তাঁর বায়োপিকে অভিনয় করাতে চায় ৷

Etv Bharat
অনুরাগীর ফেসবুক পোস্ট

এই ফেসবুক পোস্ট মহারাজের বায়োপিকের অংশ কিনা, সেই নিয়ে গুঞ্জনও শুরু হয়েছে ৷ এমনও জল্পনা শুরু হয়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো তাঁর বায়োপিক নিয়ে কোনও চমক দিতে পারেন (Speculations About Sourav Ganguly) ৷ তবে, পুরোটাই বর্তমানে সৌরভ অনুরাগীদের অনুমানের উপর নির্ভর করে বলা হচ্ছে ৷ তবে, সত্যিই 4 সেপ্টেম্বর ‘মেগা ব্লকবাস্টারে’র ট্রেলার লঞ্চ হয় কিনা, সেটাও দেখার ৷ আর সেটা হলে বোঝা যাবে আসল রহস্য ৷ এমনটাও শোনা যাচ্ছে যে, এই চমকের সঙ্গে নাকি যুক্ত রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, বলিউডের তারকা দম্পতি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন ৷

আরও পড়ুন: প্রত্যাবর্তন সবসময় সুখের, পাকিস্তানের বিরুদ্ধে নায়কোচিত পারফরম্যান্সের পর আবেগঘন পান্ডিয়া

তবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল জানাচ্ছে, সৌরভ সিনেমায় অভিনয় করবে, এটা ভেবে নেওয়া বাড়াবাড়ি ৷ তবে, কিছুটা চমক রয়েছে সেটা বলতে পারি ৷ তাই কয়েকটা দিন অপেক্ষা করতেই হবে ৷ এর আগেও একটি টুইটে, তাঁর বিজ্ঞাপন নিয়ে চমক দিয়েছিলেন সৌরভ ৷ এবার তেমনই কিছু কিনা, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.