ETV Bharat / sports

India vs South Africa : টানা 13টি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড অধরা ভারতের - South Africa beat India

রোসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার ৷ দুই ব্যাটারের দাপটে 5 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল প্রোটিয়াবাহিনী(South Africa beat India) ৷

India vs South Africa
India vs South Africa
author img

By

Published : Jun 9, 2022, 11:04 PM IST

নয়াদিল্লি, 9 জুন : চোটের কবলে পড়া রাহুলের বদলে অধিনায়ক হয়েছেন ঋষভ ৷ কিন্তু শুরুটা সুখকর হল না পন্থের জন্য ৷ স্কোরবোর্ডে 211 রান তুলেও সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রোটিয়া-বধ অধরাই থেকে গেল ‘মেন ইন ব্লু’-এর ৷ প্রথম তিন ব্যাটার বড় রান না করলেও ভ্যান ডার ডুসেন এবং ডেভিড মিলারের ব্যাটে ভর করে ‘পন্থ অ্যান্ড কোং’কে মাটি ধরাল দক্ষিণ আফ্রিকা ৷ 7 উইকেটে ম্যাচ জিতলেন বাভুমারা (South Africa beat India) ৷

এদিন টানা 13টি টি-20 ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল ভারতের সামনে ৷ ব্যাটারদের বিধ্বংসী ফর্মে সেই সুযোগ আরও খানিক বেড়েছিল ৷ ব্যাট করতে নেমে শুরুতেই বাভুমাকে হারিয়েছিল প্রোটিয়ারা ৷ তেম্বার অবদান মাত্র 10 রান ৷ ব্যক্তিগত 22 রানে ক্রিজ ছাড়েন ডি'কক, প্রেটোরিয়াসের অবদান 29 রান ৷

কিন্তু একা হাতে ম্যাচের রঙ বদলে দেন রোসি ভ্যান ডার ডুসেন ৷ মাত্র 46 বলে 75 রান এল ডানহাতির ব্যাটে ৷ যোগ্য সঙ্গত করলেন ‘কিলার মিলার’ ৷ 31 বলে 64 রান করলেন ডেভিড মিলার ৷ দুই ব্যাটারের দাপটে 5 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল প্রোটিয়ারা ৷

আরও পড়ুন : দিল্লিতে ঈশান-ঝড়, প্রোটিয়াদের 212 রানের টার্গেট দিল ‘মেন ইন ব্লু’

এদিন ঈশান কিষানের 48 বলে 76 রানের দৌলতে নির্ধারিত 211 রানের বিরাট ইনিংস গড়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ যোগ্য সঙ্গত করেছিলেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা ৷ যদিও সবই বিফলে গেল ৷

নয়াদিল্লি, 9 জুন : চোটের কবলে পড়া রাহুলের বদলে অধিনায়ক হয়েছেন ঋষভ ৷ কিন্তু শুরুটা সুখকর হল না পন্থের জন্য ৷ স্কোরবোর্ডে 211 রান তুলেও সিরিজের উদ্বোধনী ম্যাচে প্রোটিয়া-বধ অধরাই থেকে গেল ‘মেন ইন ব্লু’-এর ৷ প্রথম তিন ব্যাটার বড় রান না করলেও ভ্যান ডার ডুসেন এবং ডেভিড মিলারের ব্যাটে ভর করে ‘পন্থ অ্যান্ড কোং’কে মাটি ধরাল দক্ষিণ আফ্রিকা ৷ 7 উইকেটে ম্যাচ জিতলেন বাভুমারা (South Africa beat India) ৷

এদিন টানা 13টি টি-20 ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল ভারতের সামনে ৷ ব্যাটারদের বিধ্বংসী ফর্মে সেই সুযোগ আরও খানিক বেড়েছিল ৷ ব্যাট করতে নেমে শুরুতেই বাভুমাকে হারিয়েছিল প্রোটিয়ারা ৷ তেম্বার অবদান মাত্র 10 রান ৷ ব্যক্তিগত 22 রানে ক্রিজ ছাড়েন ডি'কক, প্রেটোরিয়াসের অবদান 29 রান ৷

কিন্তু একা হাতে ম্যাচের রঙ বদলে দেন রোসি ভ্যান ডার ডুসেন ৷ মাত্র 46 বলে 75 রান এল ডানহাতির ব্যাটে ৷ যোগ্য সঙ্গত করলেন ‘কিলার মিলার’ ৷ 31 বলে 64 রান করলেন ডেভিড মিলার ৷ দুই ব্যাটারের দাপটে 5 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল প্রোটিয়ারা ৷

আরও পড়ুন : দিল্লিতে ঈশান-ঝড়, প্রোটিয়াদের 212 রানের টার্গেট দিল ‘মেন ইন ব্লু’

এদিন ঈশান কিষানের 48 বলে 76 রানের দৌলতে নির্ধারিত 211 রানের বিরাট ইনিংস গড়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ যোগ্য সঙ্গত করেছিলেন শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারা ৷ যদিও সবই বিফলে গেল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.