ETV Bharat / sports

পালটা শতরান এলগারের, বুমরা-সিরাজদের নাস্তানাবুদ করে সেঞ্চুরিয়নে চালকের আসনে প্রোটিয়ারা - South Africa vs India

India vs South Africa: দ্বিতীয় দিন শেষে ভারতের থেকে 11 রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা ৷ ডিন এলগারের দুরন্ত শতরানে চালকের আসনে প্রোটিয়া বাহিনী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 10:14 PM IST

সেঞ্চুরিয়ন, 27 ডিসেম্বর: প্রতিটা সেশন কঠিন হতে চলেছে ৷ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এভাবেই ব্যাখ্যা করেছিলেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কালিস ৷ তিনি এও দাবি করেছিলেন, ম্যাচের ফলাফলও নির্ধারিত হবে কয়েকটি সেশনে জয়ের উপরেই ৷ যদিও সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনে সেশন জয়ের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার কাছে পিছিয়েই রইল ভারত ৷

বুধবার সকালে শতরান করে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন কেএল রাহুল ৷ কিন্তু বিকেল হতে না-হতেই ব্যাট হাতেও ভারতের উপর দাপট বজায় রাখল প্রোটিয়া বিগ্রেডই ৷ দিন শেষে 5 উইকেট খুইয়ে তাঁদের সংগ্রহ 256 রান ৷ শুরুটা অবশ্য় ভালোই করেন মহম্মদ সিরাজ ৷ 5 রানের মাথায় স্টাম্পের পিছনে রাহুলের হাতে বন্দি হন এডেইন মার্করাম ৷ কিন্তু অধিনায়ক রান না-পেলেও সতীর্থ ওপেনার ডিন এলগারের ব্যাট থেকে এল দাপুটে শতরান ৷

এখনও অপরাজিত রয়েছেন বাঁ হাতি এই ওপেনার ৷ 23টি বাউন্ডারি সহযোগে তাঁর সংগ্রহে আপাতত 140 রান ৷ অন্যপ্রান্তে টনি জি জর্জি এবং কিগান পিটারসন বেশিক্ষণ সঙ্গ দিতে না-পারলেও ব্যাট হাতে এলগারের সঙ্গে 111 রানের পার্টনারশিপ গড়েন ডেভিড বেডিংহাম ৷ ডেভিড এদিন করেন গুরুত্বপূর্ণ 56 রান ৷ তাঁদের এই পার্টনারশিপের জেরেই ম্যাচে ফেরার সুযোগ তৈরিতে ব্যর্থ হয় ভারতীয় দল ৷

ভারতের হয়ে সর্বোচ্চ দু'টি উইকেট শিকার করেন জসপ্রীত বুমরা ৷ তিনি এদিন ফেরান পিটারসন এবং জর্জিকে ৷ দু'টি উইকেট পেয়েছেন সিরাজও ৷ তাঁর খাতায় রয়েছে মার্করাম এবং বেডিংহামের নাম ৷ একটি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণা ৷ তবে একথা ঠিক যে ভারতীয় বোলাররা এদিন বুধবারের মতো স্যুইংয়ের ফায়দা তুলতে পারেননি ৷ বরং সকালেও অনেকবেশি স্যুইং তুলতে পেরেছিলেন কগিসো রাবাদা ও মার্কো জেনসনরা ৷ আপাতত দিন শেষে ভারতের থেকে 11 রানে এগিয়ে রয়েছে প্রোটিয়াবাহিনী ৷ ভারতের হয়ে সবচেয়ে বেশি রান খরচ করেছেন শার্দুল ঠাকুর ৷ ইতিমধ্য়েই 12 ওভারে 57 রান খরচ করে ফেলেছেন তিনি ৷ পাশাপাশি কোনও উইকেট পাননি রবিচন্দন অশ্বিনও ৷ যদিও সারা দিনে মাত্র 8 ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. রঞ্জিতে বাংলার নেতৃত্বে মনোজই ! ওপেনার সমস্যা মেটাতে মরিয়া নির্বাচকরা
  2. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল
  3. কোহলি-রোহিতের ব্যর্থতার দিনে সেঞ্চুরিয়নে ভরসা রাহুল, তৃতীয় সেশনে বাধ সাধল বৃষ্টি

সেঞ্চুরিয়ন, 27 ডিসেম্বর: প্রতিটা সেশন কঠিন হতে চলেছে ৷ ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে এভাবেই ব্যাখ্যা করেছিলেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক কালিস ৷ তিনি এও দাবি করেছিলেন, ম্যাচের ফলাফলও নির্ধারিত হবে কয়েকটি সেশনে জয়ের উপরেই ৷ যদিও সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনে সেশন জয়ের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার কাছে পিছিয়েই রইল ভারত ৷

বুধবার সকালে শতরান করে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন কেএল রাহুল ৷ কিন্তু বিকেল হতে না-হতেই ব্যাট হাতেও ভারতের উপর দাপট বজায় রাখল প্রোটিয়া বিগ্রেডই ৷ দিন শেষে 5 উইকেট খুইয়ে তাঁদের সংগ্রহ 256 রান ৷ শুরুটা অবশ্য় ভালোই করেন মহম্মদ সিরাজ ৷ 5 রানের মাথায় স্টাম্পের পিছনে রাহুলের হাতে বন্দি হন এডেইন মার্করাম ৷ কিন্তু অধিনায়ক রান না-পেলেও সতীর্থ ওপেনার ডিন এলগারের ব্যাট থেকে এল দাপুটে শতরান ৷

এখনও অপরাজিত রয়েছেন বাঁ হাতি এই ওপেনার ৷ 23টি বাউন্ডারি সহযোগে তাঁর সংগ্রহে আপাতত 140 রান ৷ অন্যপ্রান্তে টনি জি জর্জি এবং কিগান পিটারসন বেশিক্ষণ সঙ্গ দিতে না-পারলেও ব্যাট হাতে এলগারের সঙ্গে 111 রানের পার্টনারশিপ গড়েন ডেভিড বেডিংহাম ৷ ডেভিড এদিন করেন গুরুত্বপূর্ণ 56 রান ৷ তাঁদের এই পার্টনারশিপের জেরেই ম্যাচে ফেরার সুযোগ তৈরিতে ব্যর্থ হয় ভারতীয় দল ৷

ভারতের হয়ে সর্বোচ্চ দু'টি উইকেট শিকার করেন জসপ্রীত বুমরা ৷ তিনি এদিন ফেরান পিটারসন এবং জর্জিকে ৷ দু'টি উইকেট পেয়েছেন সিরাজও ৷ তাঁর খাতায় রয়েছে মার্করাম এবং বেডিংহামের নাম ৷ একটি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণা ৷ তবে একথা ঠিক যে ভারতীয় বোলাররা এদিন বুধবারের মতো স্যুইংয়ের ফায়দা তুলতে পারেননি ৷ বরং সকালেও অনেকবেশি স্যুইং তুলতে পেরেছিলেন কগিসো রাবাদা ও মার্কো জেনসনরা ৷ আপাতত দিন শেষে ভারতের থেকে 11 রানে এগিয়ে রয়েছে প্রোটিয়াবাহিনী ৷ ভারতের হয়ে সবচেয়ে বেশি রান খরচ করেছেন শার্দুল ঠাকুর ৷ ইতিমধ্য়েই 12 ওভারে 57 রান খরচ করে ফেলেছেন তিনি ৷ পাশাপাশি কোনও উইকেট পাননি রবিচন্দন অশ্বিনও ৷ যদিও সারা দিনে মাত্র 8 ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. রঞ্জিতে বাংলার নেতৃত্বে মনোজই ! ওপেনার সমস্যা মেটাতে মরিয়া নির্বাচকরা
  2. 'বিদেশে ভরসার নাম রাহুল' ! সেঞ্চুরিয়নে ফের সেঞ্চুরিতে দলকে টানলেন কেএল
  3. কোহলি-রোহিতের ব্যর্থতার দিনে সেঞ্চুরিয়নে ভরসা রাহুল, তৃতীয় সেশনে বাধ সাধল বৃষ্টি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.