ETV Bharat / sports

ICC World Cup 2023: ইডেন বেল বাজিয়ে সেমিফাইনালে অজি-প্রোটিয়া দ্বৈরথ শুরু করলেন পন্টিং - ইডেন

South Africa vs Australia: আজ, বৃহস্পতিবার ইডেনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল হচ্ছে ৷ টসে জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ৷ তিনি প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ এই ম্যাচের জয়ী আগামী রবিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে ৷

South Africa vs Australia
South Africa vs Australia
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 2:21 PM IST

Updated : Nov 16, 2023, 2:38 PM IST

কলকাতা, 16 নভেম্বর: টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা । প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামছে তারা । প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা দলে রয়েছেন । হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তাঁর খেলা নিয়ে সংশয় ছিল । টসের সময়ই তাঁর খেলা নিয়ে সংশয় কেটে যায় ৷ তবে তিনি ম্যাচের প্রথম ওভারের শেষ বলেই আউট হয়ে যান ৷ এর আগে ইডেন বেল বাজিয়ে সেমিফাইনালে অজি-প্রোটিয়া দ্বৈরথ শুরু করেন দু'বারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং ৷

তবে ইডেন ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে । রৌদ্রজ্বল আকাশের বদলে মেঘাচ্ছন্ন আকাশ । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে । তবে বৃষ্টি হলেও সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে । এদিকে ভারতীয় দল ইতিমধ্যে ফাইনালে পৌঁছে যাওয়ায় দর্শকরা প্রতীক্ষা এখন প্রতিপক্ষের । দক্ষিণ আফ্রিকা না অস্ট্রেলিয়া কোন দল চ্যালেঞ্জ জানাবে, তা দেখতে ধীরে ধীরে হলেও ইডেনে ভিড় জমাচ্ছেন দর্শকরা ।

দক্ষিণ আফ্রিকার দল: কুইন্টিন ডি’কক (উইকেট কিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান-ডার ডুঁসে, অ্যাডাম মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরার্ড কোয়ের্টজে, কাসিগো রাবাডা ও তাবরেজ সামসি ৷

অস্ট্রেলিয়ার দল: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেট কিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হেজেলউড ৷

গ্রুপ পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সাতটি করে ম্যাচ জিতেছে ৷ তাদের পয়েন্ট সমান হলেও রানরেটের বিচারে সেমিফাইনালে দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে দক্ষিণ আফ্রিকা ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে অস্ট্রেলিয়া খেলছে ৷ দক্ষিণ আফ্রিকা ভারত ও নেদারল্যান্ডের কাছে হারে ৷ অস্ট্রেলিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৷ ফলে সেমিফাইনালে জিতে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার কাছে ৷

অন্যদিকে বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে দু’বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ দু’বারই হেরেছে ৷ ফলে সেই রেকর্ড এবার বদলানোর সুযোগ আছে বাভুমাদের কাছে ৷

আরও পড়ুন:

  1. সেমির আগে 'ম্যাডম্যাক্স' ইনিংসের অনুপ্রেরণা খুঁজছে অজিরা
  2. তিলোত্তমায় মজেছেন মিক জ্যাগার, ইডেনে সেমিফাইনালে হাজির 'রোলিং স্টোনস' তারকা

কলকাতা, 16 নভেম্বর: টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা । প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল খেলতে নামছে তারা । প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা দলে রয়েছেন । হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তাঁর খেলা নিয়ে সংশয় ছিল । টসের সময়ই তাঁর খেলা নিয়ে সংশয় কেটে যায় ৷ তবে তিনি ম্যাচের প্রথম ওভারের শেষ বলেই আউট হয়ে যান ৷ এর আগে ইডেন বেল বাজিয়ে সেমিফাইনালে অজি-প্রোটিয়া দ্বৈরথ শুরু করেন দু'বারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং ৷

তবে ইডেন ম্যাচ ঘিরে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে । রৌদ্রজ্বল আকাশের বদলে মেঘাচ্ছন্ন আকাশ । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে । তবে বৃষ্টি হলেও সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে । এদিকে ভারতীয় দল ইতিমধ্যে ফাইনালে পৌঁছে যাওয়ায় দর্শকরা প্রতীক্ষা এখন প্রতিপক্ষের । দক্ষিণ আফ্রিকা না অস্ট্রেলিয়া কোন দল চ্যালেঞ্জ জানাবে, তা দেখতে ধীরে ধীরে হলেও ইডেনে ভিড় জমাচ্ছেন দর্শকরা ।

দক্ষিণ আফ্রিকার দল: কুইন্টিন ডি’কক (উইকেট কিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান-ডার ডুঁসে, অ্যাডাম মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরার্ড কোয়ের্টজে, কাসিগো রাবাডা ও তাবরেজ সামসি ৷

অস্ট্রেলিয়ার দল: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুসেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেট কিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হেজেলউড ৷

গ্রুপ পর্যায়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সাতটি করে ম্যাচ জিতেছে ৷ তাদের পয়েন্ট সমান হলেও রানরেটের বিচারে সেমিফাইনালে দ্বিতীয় স্থানাধিকারী হিসেবে দক্ষিণ আফ্রিকা ও তৃতীয় স্থানাধিকারী হিসেবে অস্ট্রেলিয়া খেলছে ৷ দক্ষিণ আফ্রিকা ভারত ও নেদারল্যান্ডের কাছে হারে ৷ অস্ট্রেলিয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৷ ফলে সেমিফাইনালে জিতে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার কাছে ৷

অন্যদিকে বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে দু’বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ দু’বারই হেরেছে ৷ ফলে সেই রেকর্ড এবার বদলানোর সুযোগ আছে বাভুমাদের কাছে ৷

আরও পড়ুন:

  1. সেমির আগে 'ম্যাডম্যাক্স' ইনিংসের অনুপ্রেরণা খুঁজছে অজিরা
  2. তিলোত্তমায় মজেছেন মিক জ্যাগার, ইডেনে সেমিফাইনালে হাজির 'রোলিং স্টোনস' তারকা
Last Updated : Nov 16, 2023, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.