ETV Bharat / sports

kagiso rabada rested : অতিরিক্ত খেলার চাপ, ভারতের বিরুদ্ধে নেই কাগিসো রাবাদা - kagiso rabada rested

গত বছরের সেপ্টেম্বর থেকে জৈব সুরক্ষা বলয়ে থেকে লাগাতার ক্রিকেট খেলেছেন কাগিসো রাবাদা ৷ অতিরিক্ত খেলার চাপ কমাতে তাঁকে ভারতের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছে (kagiso rabada rested for ODI series) ৷

kagiso rabada rested
কাগিসো রাবাদা
author img

By

Published : Jan 19, 2022, 10:36 AM IST

পার্ল, 19 জানুয়ারি : ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলছেন না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা ৷ কোনও চোট আঘাত নয়, বরং ওয়ার্কলোডের কথা ভেবে তাঁকে বিশ্রামে পাঠিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ আজ পার্লের বোল্যান্ড পার্কে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ (Ind vs SA ODI series) ৷ তার 24 ঘণ্টারও কম সময়ে এই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ৷ আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তরতাজা রাবাদাকে পেতে চাইছে প্রোটিয়া বোর্ড ৷ তাই এই সিদ্ধান্ত ৷

দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, রাবাদার পরিবর্ত হিসেবে কাউকে আনা হচ্ছে না (kagiso rabada won't play in ODI series )৷ তবে জৈব সুরক্ষা বলয়ে থাকা টেস্ট স্কোয়াড থেকে জর্জ লিন্ডেকে বাড়তি স্পিন বোলিং বিকল্প হিসেবে রেখে দেওয়া হয়েছে ৷

গত বছরের সেপ্টেম্বর থেকে জৈব সুরক্ষা বলয়ে থেকে লাগাতার ক্রিকেট খেলেছেন কাগিসো রাবাদা ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরশাহিতে 14তম আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার জন্য যান ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন আটটি ম্যাচ ৷ এরপর টি-20 বিশ্বকাপ ৷ এরপর দেড়মাসের বিশ্রাম নিয়ে বক্সিং ডে-তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমে পড়েন ৷

আরও পড়ুন : Jasprit Bumrah On Captaincy : সুযোগ এলে অধিনায়কত্বে 'না' নেই বুমরার

রাবাদার অনুপস্থিতিতে (kagiso rabada rested for ODI series) আজ বোল্যান্ড পার্কে অভিষেক হতে পারে 21 বছরের মার্কো জানসেনের ৷ মাসখানেকও গড়ায়নি জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছে মার্কোর ৷ পুরো সিরিজে 19টি উইকেট ঝুলিতে পোরেন এই বাঁ-হাতি পেসার ৷ ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার রঙিন জার্সিতেও অভিষেক হতে পারে তাঁর ৷ তবে বল হাতে পারফরম্যান্স ছাড়াও নিউল্যান্ডসে জসপ্রীত বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে শিরোনামে উঠে আসেন 6 ফুট 8 ইঞ্চির এই পেসার ৷

রাবাদার অনুপস্থিতি ভারতীয় দলে নিশ্চিত স্বস্তি বয়ে আনবে তাতে সন্দেহ নেই ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজে তাঁর গতি ও শর্ট বল ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছিল ৷ 20টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি ৷ রাবাদার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার পেস ব্রিগেডকে নেতৃত্ব দেবেন লুঙ্গি এনগিদি ৷

পার্ল, 19 জানুয়ারি : ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলছেন না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা ৷ কোনও চোট আঘাত নয়, বরং ওয়ার্কলোডের কথা ভেবে তাঁকে বিশ্রামে পাঠিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ৷ আজ পার্লের বোল্যান্ড পার্কে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ (Ind vs SA ODI series) ৷ তার 24 ঘণ্টারও কম সময়ে এই ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ৷ আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে তরতাজা রাবাদাকে পেতে চাইছে প্রোটিয়া বোর্ড ৷ তাই এই সিদ্ধান্ত ৷

দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, রাবাদার পরিবর্ত হিসেবে কাউকে আনা হচ্ছে না (kagiso rabada won't play in ODI series )৷ তবে জৈব সুরক্ষা বলয়ে থাকা টেস্ট স্কোয়াড থেকে জর্জ লিন্ডেকে বাড়তি স্পিন বোলিং বিকল্প হিসেবে রেখে দেওয়া হয়েছে ৷

গত বছরের সেপ্টেম্বর থেকে জৈব সুরক্ষা বলয়ে থেকে লাগাতার ক্রিকেট খেলেছেন কাগিসো রাবাদা ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরশাহিতে 14তম আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার জন্য যান ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন আটটি ম্যাচ ৷ এরপর টি-20 বিশ্বকাপ ৷ এরপর দেড়মাসের বিশ্রাম নিয়ে বক্সিং ডে-তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমে পড়েন ৷

আরও পড়ুন : Jasprit Bumrah On Captaincy : সুযোগ এলে অধিনায়কত্বে 'না' নেই বুমরার

রাবাদার অনুপস্থিতিতে (kagiso rabada rested for ODI series) আজ বোল্যান্ড পার্কে অভিষেক হতে পারে 21 বছরের মার্কো জানসেনের ৷ মাসখানেকও গড়ায়নি জাতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছে মার্কোর ৷ পুরো সিরিজে 19টি উইকেট ঝুলিতে পোরেন এই বাঁ-হাতি পেসার ৷ ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার রঙিন জার্সিতেও অভিষেক হতে পারে তাঁর ৷ তবে বল হাতে পারফরম্যান্স ছাড়াও নিউল্যান্ডসে জসপ্রীত বুমরার সঙ্গে ঝামেলায় জড়িয়ে শিরোনামে উঠে আসেন 6 ফুট 8 ইঞ্চির এই পেসার ৷

রাবাদার অনুপস্থিতি ভারতীয় দলে নিশ্চিত স্বস্তি বয়ে আনবে তাতে সন্দেহ নেই ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজে তাঁর গতি ও শর্ট বল ভারতীয় ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছিল ৷ 20টি উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি ৷ রাবাদার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার পেস ব্রিগেডকে নেতৃত্ব দেবেন লুঙ্গি এনগিদি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.