দুবাই, 26 অক্টোবর : অজিদের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে টি-20 বিশ্বকাপে দারুণ প্রত্যাবর্তন করল দক্ষিণ আফ্রিকা ৷ ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল প্রোটিয়ারা ৷ তারকাসমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজকে 143 রানে বেঁধে রেখে 10 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা ৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চরম হতাশাজনক ফলাফলের পর এদিন বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর ম্যাচ ছিল পোলার্ডবাহিনীর কাছেও ৷ যদিও দুবাইয়ে এদিন টসভাগ্য সঙ্গ দেয়নি ওয়েস্ট ইন্ডিজকে ৷ প্রথমে ব্যাট করতে এভিন লুইসের ঝোড়ো ব্যাটে বড় রানের ভিত গড়ার চেষ্টায় ছিল ক্যারিবিয়ানরা ৷ কিন্তু সঙ্গী ওপেনার লেন্ডল সিমন্সের স্লথ ব্যাটিং পিছিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে ৷ 35 বল খেলে কোনও বাউন্ডারি না মেরে মাত্র 16 রানের অবদান রাখেন তিনি ৷ ওপেনার লুইসের তৈরি করে দেওয়া ভিতে ফুল ফোটাতে পারেননি আর কোনও ব্যাটার ৷ এক্ষেত্রে প্রশংসার দাবি রাখেন দক্ষিণ আফ্রিকা বোলাররা ৷ ফলত ওপেনিং জুটিতে 73 রান উঠলেও 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 143 রান তোলে ক্যারিবিয়ানরা ৷
3টি চার, 6টি ছক্কায় 35 বলে 56 রানের ইনিংস খেলেন লুুইস ৷ অধিনায়ক পোলার্ড করেন 20 বলে 26 রান ৷ জবাবে শুরুতে অধিনায়ক তেম্বা বাভুমার উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকার রান তাড়ায় বিশেষ প্রভাব পড়েনি ৷ দ্বিতীয় উইকেটে রেজা হেন্ড্রিকস এবং ভ্যান ডার ডুসেনের 57 রানের জুটি জয়ের দিকে অনেকটা এগিয়ে দেয় প্রোটিয়াদের ৷ শেষটা করেন ডুসেন-মার্করাম ৷ ক্রিজে নেমে ঝড় তোলেন এইডেন মার্করাম ৷ মাত্র 26 বলে অপরাজিত 51 রানের ইনিংস খেলেন তিনি ৷ মারেন 2টি চার এবং 4টি ছয় ৷
আরও পড়ুন : 'ভারত জয়ে'র পর সাজঘরে বাবরের পেপটক ভাইরাল
51 বলে 43 রান করে অপরাজিত থাকেন ডুসেন ৷ মাত্র 2 উইকেট হারিয়ে 18.2 ওভারেই ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা ৷ অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচ হেরে অনেকটাই পিছিয়ে পড়ল গতবারের চ্য়াম্পিয়নরা ৷ তবে এদিন ম্যাচ শুরুর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি'কক ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় প্রোটিয়া শিবিরে বিতর্ক দানা বেঁধেছে ৷