ETV Bharat / sports

India vs South Africa : টানা দু'ম্যাচে ফ্লপ অধিনায়ক, টিমটিম করছে টিম ইন্ডিয়া - টানা দুম্যাচে ফ্লপ অধিনায়ক

ঈশান, শ্রেয়স, কার্তিকের ব্যাটে বোর্ডে 148 রান তুললেও শেষ পর্যন্ত ক্লাসেন-ঝড়ে বিধ্বস্ত টিম ইন্ডিয়া । এদিন পন্থের অবদান 5 রান, পান্ডিয়া ক্রিজ ছাড়েন ব্যক্তিগত 9 রানের মাথায় । রান তাড়া করতে নেমে 10 বল বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা (South Africa beat India) ।

India vs South Africa News
টিমটিম করছে টিম ইন্ডিয়া
author img

By

Published : Jun 13, 2022, 11:43 AM IST

কটক, 13 জুন : প্রোটিয়া-বধ অধরাই থেকে গেল ‘মেন ইন ব্লু’-এর ৷ দ্বিতীয় ম্যাচেও ফেল করলেন 'অধিনায়ক' পন্থ । গত ম্যাচে বোলিং ইউনিটের সৌজন্যে ম্যাচ মাঠে ফেলে এসেছিল ভারত । এদিন ব্যর্থ দলের ব্যাটাররাও । ঈশান, শ্রেয়স, কার্তিকের ব্যাটে বোর্ডে 148 রান তুললেও শেষ পর্যন্ত ক্লাসেন-ঝড়ে বিধ্বস্ত টিম ইন্ডিয়া । 10 বল বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা (South Africa beat India)।

ভারতের দেওয়া 148 রান তাড়া করতে নেমে শুরুতেই হেনড্রিকস, প্রেটোরিয়ার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা । 1 রান করেই ডাগ-আউটে ফেরেন গত ম্যাচের নায়ক রোসি ভ্যান ডার ডুসেন ৷ তারপরেই দলের হাল ধরেন বাভুমা-ক্লাসেন জুটি । 30 বলে 35 রান করেন বাভুমা । 46 বলে 81 রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন হেনরিক ক্লাসেন । শেষ পর্যন্ত 15 বলে 20 রানের ইনিংসে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডেভিড মিলার ।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে কার্যত পরপর ক্রিজ ছাড়েন ভারতীয় ব্যাটাররা । রুতুরাজ ফিরলেও 21 বলে 34 রান করে ভাল শুরু করেছিলেন ঈশান কিষান । 35 বলে 40 রানের ইনিংসে যোগ্য সঙ্গত করছিলেন শ্রেয়স আইয়ার । দুই ব্যাটার ফিরতেই ক্রমশ চওড়া হতে থাকে দলের ব্যাটিং ব্যর্থতার ফাটল । অধিনায়ক এবং তাঁর ডেপুটি, ব্যাট হাতে এদিন ব্যর্থ দুই তারকাই । পন্থের অবদান 5 রান, পান্ডিয়া ক্রিজ ছাড়েন ব্যক্তিগত 9 রানের মাথায় । শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের ঝোড়ো 30 রানের সৌজন্যে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় দলের স্কোর ।

আরও পড়ুন : দলে নেই শামি, মিশন মধ্যপ্রদেশের হোমওয়ার্ক শুরু বাংলার

চোটের কবলে পড়া রাহুলের বদলে অধিনায়ক হয়েছেন ঋষভ ৷ কিন্তু শুরুটা সুখকর হল না পন্থের জন্য ৷ পরপর দু'ম্যাচে হেরে মুকুটের কাঁটা ক্রমশ চেপে বসছে তারকার মাথায় ।

কটক, 13 জুন : প্রোটিয়া-বধ অধরাই থেকে গেল ‘মেন ইন ব্লু’-এর ৷ দ্বিতীয় ম্যাচেও ফেল করলেন 'অধিনায়ক' পন্থ । গত ম্যাচে বোলিং ইউনিটের সৌজন্যে ম্যাচ মাঠে ফেলে এসেছিল ভারত । এদিন ব্যর্থ দলের ব্যাটাররাও । ঈশান, শ্রেয়স, কার্তিকের ব্যাটে বোর্ডে 148 রান তুললেও শেষ পর্যন্ত ক্লাসেন-ঝড়ে বিধ্বস্ত টিম ইন্ডিয়া । 10 বল বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা (South Africa beat India)।

ভারতের দেওয়া 148 রান তাড়া করতে নেমে শুরুতেই হেনড্রিকস, প্রেটোরিয়ার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা । 1 রান করেই ডাগ-আউটে ফেরেন গত ম্যাচের নায়ক রোসি ভ্যান ডার ডুসেন ৷ তারপরেই দলের হাল ধরেন বাভুমা-ক্লাসেন জুটি । 30 বলে 35 রান করেন বাভুমা । 46 বলে 81 রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন হেনরিক ক্লাসেন । শেষ পর্যন্ত 15 বলে 20 রানের ইনিংসে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ডেভিড মিলার ।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে কার্যত পরপর ক্রিজ ছাড়েন ভারতীয় ব্যাটাররা । রুতুরাজ ফিরলেও 21 বলে 34 রান করে ভাল শুরু করেছিলেন ঈশান কিষান । 35 বলে 40 রানের ইনিংসে যোগ্য সঙ্গত করছিলেন শ্রেয়স আইয়ার । দুই ব্যাটার ফিরতেই ক্রমশ চওড়া হতে থাকে দলের ব্যাটিং ব্যর্থতার ফাটল । অধিনায়ক এবং তাঁর ডেপুটি, ব্যাট হাতে এদিন ব্যর্থ দুই তারকাই । পন্থের অবদান 5 রান, পান্ডিয়া ক্রিজ ছাড়েন ব্যক্তিগত 9 রানের মাথায় । শেষ পর্যন্ত দীনেশ কার্তিকের ঝোড়ো 30 রানের সৌজন্যে ভদ্রস্থ জায়গায় পৌঁছয় দলের স্কোর ।

আরও পড়ুন : দলে নেই শামি, মিশন মধ্যপ্রদেশের হোমওয়ার্ক শুরু বাংলার

চোটের কবলে পড়া রাহুলের বদলে অধিনায়ক হয়েছেন ঋষভ ৷ কিন্তু শুরুটা সুখকর হল না পন্থের জন্য ৷ পরপর দু'ম্যাচে হেরে মুকুটের কাঁটা ক্রমশ চেপে বসছে তারকার মাথায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.