লখনউ, 6 অক্টোবর: কোনও কাজেই এল না শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনের দাঁতচাপা লড়াই (South Africa beat India) ৷ লখনউয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে 9 রানে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ৷ তিন ম্যাচের ওডিআই সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা ৷ শেষ পর্যন্ত লড়াই চালালেও ম্যাচ শেষ করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা ৷
এদিন রান তাড়া করতে নেমে 8 রানের মাথায় ক্রিজ ছাড়েন দুই ওপেনারই । 3 রান করে ফেরেন শুভমন । ধাওয়ানের অবদান 4 রান । 19 রান করে ক্রিজ ছাড়েন রুতুরাজ । মাত্র 20 রান এসেছে ঈশান কিশানের ব্যাট থেকে । সেখান থেকে হাল ধরেন আইয়ার ৷ 37 বলে 50 রান করে এনগিদির বলে ফেরেন শ্রেয়স । শেষ পর্যন্ত লড়াই চালাচ্ছিল সঞ্জু-শার্দূল জুটি ৷ 31 বলে 33 রান করে শার্দূল ফিরতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায় ৷ 'বিস্ফোরক' সঞ্জু ক্রিজে থাকলেও সঙ্গতের অভাবে ম্যাচ শেষ করে আসতে পারলেন না ৷ জলে গেল তাঁর 63 বলে 86 রানের দুর্ধর্ষ ইনিংস ৷
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ৷ অভিষেক ম্যাচ খেলতে নামেন রুতুরাজ গায়কোয়াড় এবং রবি বিষ্ণোই। তিন পেসার শার্দূল ঠাকুর, আবেশ খান এবং মহম্মদ সিরাজকে নিয়ে খেলতে নেমেছিল ভারত । বিষ্ণোই ছাড়াও ছিলেন বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব । যদিও পাঁচ বোলার মিলেও মিলারদের বড় রান করা থেকে আটকাতে পারেনি ভারত ৷
তেম্বা বাভুমা, এইডেন মার্করাম ব্যর্থ হলেও কুইন্টন ডি'কক, অনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার (Quinton Miller Klaasen score big), তিন ব্যাটারের কাঁধে ভর করে বড় রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা ৷ নির্ধারিত 40 ওভারে জেতার জন্য ভারতকে 250 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল বাউচারের ছেলেরা (South Africa reach 249 runs against India) ৷ শেষ পর্যন্ত 240 রানেই থেমে যেতে হল ভারতকে ৷