ETV Bharat / sports

Sourav Ganguly: সিএবি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি সৌরভের - Sourav Ganguly to participate in CAB election

সিএবি কর্তাদের সঙ্গে এদিন হাসিখুশি মেজাজেই দেখা গেল তাঁকে। বিদায়ী সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় মহারাজকে। সিএবি ছাড়ার আগে নিয়ম মেনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যান সৌরভ (Sourav Ganguly to participate in upcoming CAB election)।

Sourav Ganguly
সিএবি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি সৌরভের
author img

By

Published : Oct 15, 2022, 8:33 PM IST

Updated : Oct 15, 2022, 9:29 PM IST

কলকাতা, 15 অক্টোবর: বোর্ড প্রেসিডেন্টের চেয়ার থেকে সরে দাড়ালেও ক্রিকেট প্রশাসকের বৃত্ত থেকে সরছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার সিএবিতে ছিল অ্যাপেক্স কাউন্সিলের (CAB Apex Council) বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিদায়ী বোর্ড প্রেসিডেন্ট। সেখানে সিএবি কর্তাদের সঙ্গে হাসিখুশি মেজাজেই দেখা গেল তাঁকে। বিদায়ী সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় মহারাজকে। সিএবি ছাড়ার আগে নিয়ম মেনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যান সৌরভ (Sourav Ganguly to participate in upcoming CAB election) ৷

31 অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি এখন রাজ্য ক্রিকেট সংস্থার নিয়ামক সংস্থার অন্দরে। শাসকগোষ্ঠী যেমন ঘুঁটি সাজাচ্ছে তেমনই বিরোধী গোষ্ঠীও বসে নেই। এই অবস্থায় যুযুধান দু'পক্ষকে নিয়ে সমঝোতার পথ খোঁজার চেষ্টা চলছে। সম্ভবত 18 অথবা 19 অক্টোবরের মধ্যেই ছবিটা পরিষ্কার হবে। সিএবি'তে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 22 অক্টোবর। বোর্ডের সভার অংক কোন পথে এগোয়, তা বুঝেই সিএবি পরবর্তী পদক্ষেপ করতে চাইছে। এদিকে বিশ্বরূপ দে, গৌতম দাশগুপ্ত এবং বাবলু কোলে এই তিনমূর্তি একজোট হয়ে সিএবি নির্বাচনে প্রধান ভূমিকা নিতে চাইছেন। এ ব্যাপারে তাদের বড় সমর্থন রয়েছে ময়দানের এক প্রধানের শীর্ষকর্তার।

আরও পড়ুন: সৌরভের অপসারণে রাজনীতি নেই, বিতর্ক উড়িয়ে দাবি অরুণ ধুমালের

তিনি বিরোধী ছক সাজানোর ক্ষেত্রে নেপথ্য ভূমিকা পালন করছে বলে খবর। 31 অক্টোবর সিএবি প্রেসিডেন্টের পদে সৌরভের প্রত্যাবর্তনের সম্ভাবনা অতি জোরালো হয়েছে। সৌরভ নিজে তা গোপন করেননি, বরং কার্যত সম্মতি দিয়েছেন। আইনি জটিলতার দিকগুলো আইনজীবী দিয়ে দেখে নেওয়া হচ্ছে। যুগ্ম সচিব পদে স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাস এবারও থাকছেন। কোষাধ্যক্ষ পদে কোন ব্যক্তি আসবেন, তা নিয়েও অংক চলছে। কিন্তু শনিবার সন্ধেয় সৌরভের নিয়ম মেনে প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণের সম্মতিতে পুরো ছবিটা অন্য দিকে ঘুরে গেল। তাই বলাই যায়, যত অংক এখন সিএবিতে।

কলকাতা, 15 অক্টোবর: বোর্ড প্রেসিডেন্টের চেয়ার থেকে সরে দাড়ালেও ক্রিকেট প্রশাসকের বৃত্ত থেকে সরছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শনিবার সিএবিতে ছিল অ্যাপেক্স কাউন্সিলের (CAB Apex Council) বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিদায়ী বোর্ড প্রেসিডেন্ট। সেখানে সিএবি কর্তাদের সঙ্গে হাসিখুশি মেজাজেই দেখা গেল তাঁকে। বিদায়ী সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় মহারাজকে। সিএবি ছাড়ার আগে নিয়ম মেনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে যান সৌরভ (Sourav Ganguly to participate in upcoming CAB election) ৷

31 অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি এখন রাজ্য ক্রিকেট সংস্থার নিয়ামক সংস্থার অন্দরে। শাসকগোষ্ঠী যেমন ঘুঁটি সাজাচ্ছে তেমনই বিরোধী গোষ্ঠীও বসে নেই। এই অবস্থায় যুযুধান দু'পক্ষকে নিয়ে সমঝোতার পথ খোঁজার চেষ্টা চলছে। সম্ভবত 18 অথবা 19 অক্টোবরের মধ্যেই ছবিটা পরিষ্কার হবে। সিএবি'তে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 22 অক্টোবর। বোর্ডের সভার অংক কোন পথে এগোয়, তা বুঝেই সিএবি পরবর্তী পদক্ষেপ করতে চাইছে। এদিকে বিশ্বরূপ দে, গৌতম দাশগুপ্ত এবং বাবলু কোলে এই তিনমূর্তি একজোট হয়ে সিএবি নির্বাচনে প্রধান ভূমিকা নিতে চাইছেন। এ ব্যাপারে তাদের বড় সমর্থন রয়েছে ময়দানের এক প্রধানের শীর্ষকর্তার।

আরও পড়ুন: সৌরভের অপসারণে রাজনীতি নেই, বিতর্ক উড়িয়ে দাবি অরুণ ধুমালের

তিনি বিরোধী ছক সাজানোর ক্ষেত্রে নেপথ্য ভূমিকা পালন করছে বলে খবর। 31 অক্টোবর সিএবি প্রেসিডেন্টের পদে সৌরভের প্রত্যাবর্তনের সম্ভাবনা অতি জোরালো হয়েছে। সৌরভ নিজে তা গোপন করেননি, বরং কার্যত সম্মতি দিয়েছেন। আইনি জটিলতার দিকগুলো আইনজীবী দিয়ে দেখে নেওয়া হচ্ছে। যুগ্ম সচিব পদে স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, দেবব্রত দাস এবারও থাকছেন। কোষাধ্যক্ষ পদে কোন ব্যক্তি আসবেন, তা নিয়েও অংক চলছে। কিন্তু শনিবার সন্ধেয় সৌরভের নিয়ম মেনে প্রয়োজনে নির্বাচনে অংশগ্রহণের সম্মতিতে পুরো ছবিটা অন্য দিকে ঘুরে গেল। তাই বলাই যায়, যত অংক এখন সিএবিতে।

Last Updated : Oct 15, 2022, 9:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.