ETV Bharat / sports

Sourav Ganguly: পারফরম্যান্স নিয়ে রোহিতদের সঙ্গে কথা হয়েছে, জানালেন মহারাজ - পারফরম্যান্স নিয়ে রোহিতদের সঙ্গে কথা হয়েছে

তাহলে এবার পুজোয় কী নতুন লুকে দেখা যাবে তাঁকে ৷ এতদিন পর্যন্ত তাঁকে 'ক্লিন শেভড' দেখে আসা আপামর অনুরাগী সংবাদমাধ্যম কর্মীরা স্বভাবতই গালভর্তি দাড়িতে সৌরভকে দেখে বেশ অবাকই সকলে ৷ সৌরভ জানালেন, মোহালি ম্যাচের পর দলের ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে বোর্ডের (Sourav says BCCI had a discussion with the team) ৷

Etv Bharat
পারফরম্যান্স নিয়ে রোহিতদের সঙ্গে কথা হয়েছে, জানালেন মহারাজ
author img

By

Published : Sep 22, 2022, 6:37 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: তাহলে এবার পুজোয় কী নতুন লুকে দেখা যাবে তাঁকে ৷ এতদিন পর্যন্ত তাঁকে ক্লিন শেভড দেখে আসা আপামর অনুরাগী থেকে সংবাদমাধ্যম কর্মীরা স্বভাবতই গালভরতি দাড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখে অবাক ৷ পুজোয় নতুন লুকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর না-দিলেও গালভরতি কাঁচা-পাকা দাড়ি যে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের মুখাবয়বে যে আলাদা মাত্রা এনেছে, তা বলাই বাহুল্য ৷ তাঁর এই দাড়ি ভরতি মুখ নিয়ে ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র। তবে সৌরভ বোঝালেন আপাতত কিছুদিন তিনি দাড়ি রাখবেন।

গড়িয়ার এক পুজোয় এবারের থিম লর্ডসে সৌরভের জার্সি ওড়ানো। বিষয়টি জানেন বোর্ড সভাপতি ৷ গড়িয়ার সেই পুজোর উদ্যোক্তা সিএবি-র এক পরিচিত মুখ। যার উদ্বোধনে বোর্ড প্রেসিডেন্ট যাবেন বলে কথা দিয়েছেন। পুজোর আবহে কলকাতা ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে। সৌরভও তাঁর ব্যতিক্রম নন। তবে তারই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সচেতন তিনি ৷ এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচেও চার উইকেটে হার। টি-20 বিশ্বকাপের আগে রোহিতদের এই ফর্ম বেশ চিন্তায় রেখেছে ফ্যানদের। চিন্তায় রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সরাসরি সে কথা স্বীকার করতে না-চাইলেও, মোহালিতে হারের পর দলের অধিনায়ক রোহিত ও কোচ দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ''আমাদের দলের সঙ্গে কথা হয়েছে। চিন্তা করার মত কিছু নেই।''

আরও পড়ুন: কাপ্তান কি কামাল ! হরমনপ্রীতের চওড়া ব্যাটে রেকর্ড রান ভারতের

শুক্রবার টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার ভারত। নাগপুরে সেই ম্যাচে স্টেডিয়ামে থাকবেন সৌরভ। টি-20 বিশ্বকাপ জিততে হলে সকলকে ভালো খেলতে হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৌরভ (Sourav Ganguly says BCCI had a discussion with the team)। মহারাজ বলেন, "এটা বিশ্বকাপ তাই রোহিত, রাহুল, বিরাট, সূর্যকুমার পাশাপাশি বোলারদেরও ভাল খেলতে হবে। তবেই জেতা যাবে।" এশিয়া কাপে বিরাট কোহলি ফর্ম ফিরে পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান করতে পারেননি তিনি। তবে ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে চিন্তিত নন সৌরভ। তিনি বলেন, "বিরাট রানে ফিরেছে। বিশ্বকাপেও ওকে ভাল খেলতে হবে।"

কলকাতা, 22 সেপ্টেম্বর: তাহলে এবার পুজোয় কী নতুন লুকে দেখা যাবে তাঁকে ৷ এতদিন পর্যন্ত তাঁকে ক্লিন শেভড দেখে আসা আপামর অনুরাগী থেকে সংবাদমাধ্যম কর্মীরা স্বভাবতই গালভরতি দাড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখে অবাক ৷ পুজোয় নতুন লুকে দেখা যাবে কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর না-দিলেও গালভরতি কাঁচা-পাকা দাড়ি যে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্টের মুখাবয়বে যে আলাদা মাত্রা এনেছে, তা বলাই বাহুল্য ৷ তাঁর এই দাড়ি ভরতি মুখ নিয়ে ভক্তদের মধ্যে প্রতিক্রিয়া মিশ্র। তবে সৌরভ বোঝালেন আপাতত কিছুদিন তিনি দাড়ি রাখবেন।

গড়িয়ার এক পুজোয় এবারের থিম লর্ডসে সৌরভের জার্সি ওড়ানো। বিষয়টি জানেন বোর্ড সভাপতি ৷ গড়িয়ার সেই পুজোর উদ্যোক্তা সিএবি-র এক পরিচিত মুখ। যার উদ্বোধনে বোর্ড প্রেসিডেন্ট যাবেন বলে কথা দিয়েছেন। পুজোর আবহে কলকাতা ধীরে ধীরে নিমজ্জিত হচ্ছে। সৌরভও তাঁর ব্যতিক্রম নন। তবে তারই মধ্যে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সচেতন তিনি ৷ এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচেও চার উইকেটে হার। টি-20 বিশ্বকাপের আগে রোহিতদের এই ফর্ম বেশ চিন্তায় রেখেছে ফ্যানদের। চিন্তায় রয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সরাসরি সে কথা স্বীকার করতে না-চাইলেও, মোহালিতে হারের পর দলের অধিনায়ক রোহিত ও কোচ দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছেন বলে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ''আমাদের দলের সঙ্গে কথা হয়েছে। চিন্তা করার মত কিছু নেই।''

আরও পড়ুন: কাপ্তান কি কামাল ! হরমনপ্রীতের চওড়া ব্যাটে রেকর্ড রান ভারতের

শুক্রবার টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার ভারত। নাগপুরে সেই ম্যাচে স্টেডিয়ামে থাকবেন সৌরভ। টি-20 বিশ্বকাপ জিততে হলে সকলকে ভালো খেলতে হবে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৌরভ (Sourav Ganguly says BCCI had a discussion with the team)। মহারাজ বলেন, "এটা বিশ্বকাপ তাই রোহিত, রাহুল, বিরাট, সূর্যকুমার পাশাপাশি বোলারদেরও ভাল খেলতে হবে। তবেই জেতা যাবে।" এশিয়া কাপে বিরাট কোহলি ফর্ম ফিরে পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান করতে পারেননি তিনি। তবে ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে চিন্তিত নন সৌরভ। তিনি বলেন, "বিরাট রানে ফিরেছে। বিশ্বকাপেও ওকে ভাল খেলতে হবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.