কলকাতা, 3 অক্টোবর: বাঙালির প্রিয় দাদা এবং বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো একে অপরের অন্তর্লিন। খেলোয়াড়ি জীবন এবং পরবর্তী সময়ে পেশাদারী ব্যস্ততাকে সরিয়ে সৌরভ এই পাঁচদিন বেশিরভাগ সময় কাটান বড়িশা প্লেয়ার্স কর্নারে। সোমবার মহারাজকে দেখা গেল নিখাদ বাঙালি সাজে একেবারে মহাষ্টমীর সাজে ৷ পরনে পাঞ্জাবি পড়ে পুজোর মেজাজে মণ্ডপে কাটালেন সময় ৷ তবে মেয়ে সানাকে দারুণভাবে মিস করলেন ৷
বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী। সৌরভ নিজেও পঞ্চাশতম জন্মদিন পালন করেছেন। সবমিলিয়ে দাদা এবং পুজোর পঞ্চাশ এক কোলাজে চলে এসেছে। আয়োজকরা সেভাবেই প্রতিমা ও মণ্ডপ ভাবনায়। সৌরভও পুজোর আনন্দ চেটেপুটে নিচ্ছেন। উদ্বোধনে ফিতে কেটেছেন ৷ সপ্তমীতে আড্ডায় মেতেছিলেন ৷ সেলফি তুলেছেন, সঙ্গে দিয়েছেন অটোগ্রাফও।
অষ্টমীতে অঞ্জলি দেওয়া থেকে আড্ডা সবই চলছে। সোমাবার বিকেলে বালিগঞ্জের একটি পুজোতেও গিয়েছিলেন। জনপ্রিয়তার চাপে প্যান্ডেল হপিং করতে পারেন না। তবে কয়েকটি পুজো তার মধ্যেও দেখেন। বাকিটা আড্ডা কিংবা ঢাক বাজানোতেই কাটে সৌরভের । অষ্টমীর বিকেলে বালিগঞ্জ কালচারালের পুজোতে ঢুঁ মেরে গিয়েছিলেন সুরুচি সংঘে (Sourav Ganguly in Suruchi Sangha)। সেখানে প্রতিমা দর্শনের পাশাপাশি ঢাকের কাঠি হাতে তুলে নেন।
আরও পড়ুন: পাড়ার পুজোয় জমিয়ে আড্ডা, মহাসপ্তমী মেজাজেই কাটল মহারাজের
তবে দিনের শেষে গিয়ে বিসিসিআই সভাপতি একজন কর্তব্যপরায়ণ বাবা । কন্যা সানা এবছর কলকাতায় নেই। পুজোর সময় একমাত্র মেয়ের না থাকার কষ্ট শোনা গেল তাঁর মুখে। 'সানাকে মিস করছি', বললেন সৌরভ। পড়াশোনার কারণে আপাতত লন্ডনে সৌরভ-কন্যা। দুর্গাপুজোর প্রতি সৌরভের আবেগ যে কতটা তা ফের দেখা গেল। যখন তিনি বললেন, "মা দুর্গার মুখ দেখলে মনটা ভালো হয়ে যায়।"