ETV Bharat / sports

Sourav Ganguly: সেওয়াগ না সচিন, দাদার প্রিয় ওপেনিং পার্টনার কে ?

সচিন তেন্ডুলকরের সঙ্গে ওপেনিং ব্যাটিং সবচেয়ে বেশি উপভোগ্য ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Enjoyed Opening Batting with Sachin Tendulkar) ৷ বরং সেওয়াগ (Virendra Sehwag) একটু অন্যরকম ছিলেন ৷ আবু ধাবিতে একটি সংস্থার বার্ষিক সভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক (Sourav Ganguly) ৷

Sourav Ganguly Enjoyed Opening Batting with Sachin Tendulkar than Virendra Sehwag
Sourav Ganguly Enjoyed Opening Batting with Sachin Tendulkar than Virendra Sehwag
author img

By

Published : Nov 12, 2022, 9:38 AM IST

Updated : Nov 12, 2022, 10:34 AM IST

আবু ধাবি, 12 নভেম্বর: সেওয়াগ নন, বাইশ গজে সচিন তেন্ডুলকরের সঙ্গে ওপেনিং ব্যাটিং সবচেয়ে বেশি উপভোগ করতেন তিনি (Enjoyed Opening Batting with Sachin Tendulkar) ৷ আবুধাবিতে একটি সংস্থার বার্ষিক সভায় অংশ নিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ তাঁর মতে, মাঠে বীরেন্দ্র সেওয়াগের (Virendra Sehwag) থেকে সচিন তাঁকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছেন ৷ ওই সংস্থার বার্ষিক সভায় সৌরভকে কয়েকটি ব়্যাপিড ফায়ার প্রশ্ন করা হয় ৷ সেখানেই এ কথা বলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ৷

সভার সঞ্চালক সৌরভকে প্রশ্ন করেন, সচিন এবং সেওয়াগ কার সঙ্গে ওপেনিং ব্যাটিং বেশি উপভোগ করতেন সৌরভ গঙ্গোপাধ্যায় ? যার জবাবে সৌরভ বলেন, ‘‘সচিন অনেক বেশি ধীরস্থির ৷ আর সেওয়াগ ছিল পাগল ৷ তাই অবশ্যই সচিন ৷ আসলে ও আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে ৷ সচিন আমার খেলাটাকে আর উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্যও করেছে ৷’’

সৌরভের কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে এমন কোন ব্যক্তি আছেন যাঁকে তিনি সবচেয়ে বেশি মেনে চলেন ? এই প্রসঙ্গে আবারও সৌরভ সচিনের নাম নেন ৷ বলেন, ‘‘সচিন ৷ ও স্পেশাল ছিল এবং আমি ওকে খুব কাছ থেকে দেখেছি ৷ আমি ওকে পাঁজরে বলের আঘাত সহ্য করতে দেখেছি ৷ একটা শব্দও বের করেনি মুখ থেকে ৷ তার পরেও রান করে গিয়েছে ৷ আর পরেরদিন সকালে ওর পাঁজরে দু’টো চিড় ধরা পড়েছিল ৷ আমি সেই শব্দ শুনেছিলাম ৷ ওকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম,তুমি ঠিক আছ’ ৷ জবাব দিয়েছিল, ঠিক আছি ৷ আর পরেরদিন সকালে রিপোর্টে চিড় ধরা পড়ে ৷ ও খুব স্পেশাল ৷’’

আরও পড়ুন: নেতৃত্ব থেকে ব্যাটিং-বোলিং, বিকল্প ভাবনার অভাব স্পষ্ট

টেস্ট ক্রিকেটে ভারতের যুযুধান দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ৷ সৌরভকে প্রশ্ন করা হয়, কোথায় টেস্ট ক্রিকেট খেলা সবচেয়ে কঠিন, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড ? এ বার সৌরভের জবাব, অস্ট্রেলিয়া ৷ এমনকী ভারতের অধিনায়কত্ব এবং বিসিসিআই সভাপতি পদে একটি বাছতে বললে, সৌরভ ভারতীয় ক্রিকেট দলের নাম নেন ৷ আর 2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল এবং 2001 সালে ইডেনে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে ফলো অনের মুখ থেকে হারানো -এই দুই ম্যাচের মধ্যে ঘরের মাঠে অজি বধকে বেছে নেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে, সেই সময় বিশ্বের সেরা টেস্ট দলকে হারানো ভারতীয় দলের চরিত্র বদলে দিয়েছিল ৷

আবু ধাবি, 12 নভেম্বর: সেওয়াগ নন, বাইশ গজে সচিন তেন্ডুলকরের সঙ্গে ওপেনিং ব্যাটিং সবচেয়ে বেশি উপভোগ করতেন তিনি (Enjoyed Opening Batting with Sachin Tendulkar) ৷ আবুধাবিতে একটি সংস্থার বার্ষিক সভায় অংশ নিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৷ তাঁর মতে, মাঠে বীরেন্দ্র সেওয়াগের (Virendra Sehwag) থেকে সচিন তাঁকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছেন ৷ ওই সংস্থার বার্ষিক সভায় সৌরভকে কয়েকটি ব়্যাপিড ফায়ার প্রশ্ন করা হয় ৷ সেখানেই এ কথা বলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ৷

সভার সঞ্চালক সৌরভকে প্রশ্ন করেন, সচিন এবং সেওয়াগ কার সঙ্গে ওপেনিং ব্যাটিং বেশি উপভোগ করতেন সৌরভ গঙ্গোপাধ্যায় ? যার জবাবে সৌরভ বলেন, ‘‘সচিন অনেক বেশি ধীরস্থির ৷ আর সেওয়াগ ছিল পাগল ৷ তাই অবশ্যই সচিন ৷ আসলে ও আমাকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছে ৷ সচিন আমার খেলাটাকে আর উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্যও করেছে ৷’’

সৌরভের কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে এমন কোন ব্যক্তি আছেন যাঁকে তিনি সবচেয়ে বেশি মেনে চলেন ? এই প্রসঙ্গে আবারও সৌরভ সচিনের নাম নেন ৷ বলেন, ‘‘সচিন ৷ ও স্পেশাল ছিল এবং আমি ওকে খুব কাছ থেকে দেখেছি ৷ আমি ওকে পাঁজরে বলের আঘাত সহ্য করতে দেখেছি ৷ একটা শব্দও বের করেনি মুখ থেকে ৷ তার পরেও রান করে গিয়েছে ৷ আর পরেরদিন সকালে ওর পাঁজরে দু’টো চিড় ধরা পড়েছিল ৷ আমি সেই শব্দ শুনেছিলাম ৷ ওকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম,তুমি ঠিক আছ’ ৷ জবাব দিয়েছিল, ঠিক আছি ৷ আর পরেরদিন সকালে রিপোর্টে চিড় ধরা পড়ে ৷ ও খুব স্পেশাল ৷’’

আরও পড়ুন: নেতৃত্ব থেকে ব্যাটিং-বোলিং, বিকল্প ভাবনার অভাব স্পষ্ট

টেস্ট ক্রিকেটে ভারতের যুযুধান দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ৷ সৌরভকে প্রশ্ন করা হয়, কোথায় টেস্ট ক্রিকেট খেলা সবচেয়ে কঠিন, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড ? এ বার সৌরভের জবাব, অস্ট্রেলিয়া ৷ এমনকী ভারতের অধিনায়কত্ব এবং বিসিসিআই সভাপতি পদে একটি বাছতে বললে, সৌরভ ভারতীয় ক্রিকেট দলের নাম নেন ৷ আর 2002 সালে ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল এবং 2001 সালে ইডেনে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে ফলো অনের মুখ থেকে হারানো -এই দুই ম্যাচের মধ্যে ঘরের মাঠে অজি বধকে বেছে নেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর মতে, সেই সময় বিশ্বের সেরা টেস্ট দলকে হারানো ভারতীয় দলের চরিত্র বদলে দিয়েছিল ৷

Last Updated : Nov 12, 2022, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.