দুবাই, 29 অগস্ট: হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স, ব্যাট হাতে সাবলীল জাদেজা কিংবা বল হাতে ভুবনেশ্বরের দাদাগিরি ৷ যার সমষ্টিগত ফলাফল হিসেবে গত বিশ্বকাপে হারের বদলা নিয়ে পাক-বধে এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল ৷ তবে জয়ের নায়কদের ব্য়তিরেকে পাক-বধে দলের অধিনায়ক রোহিত শর্মার কি কোনও ভূমিকা নেই ৷ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু ম্যাচের পর দরাজ সার্টিফিকেট দিলেন মুম্বইকরকে (Ganguly compliments Rohit Sharma for keeping composure in tense situation) ৷
দুবাইয়ে রবিবাসরীয় স্নায়ুযুদ্ধে 'মেন ইন ব্লু' পাকিস্তানকে হারানোর পর একটি টুইট করেন সৌরভ ৷ যেখানে তিনি লেখেন, "এশিয়া কাপ অভিযানের শুরুতে দুর্দান্ত একটা জয় ভারতের জন্য ৷ টানটান উত্তেজক মুহূর্তে শীতল মানসিকতার পরিচয় রোহিতের ৷"
সবমিলিয়ে ব্যাট হাতে ব্যর্থ হলেও মেগা ম্যাচে মাথা ঠান্ডা রেখে রোহিতের নেতৃত্বপ্রদান দলের জয়ে সহায়ক হয়েছে বলেই মনে করেন দেশের অন্যতম সফল অধিনায়ক ৷ ভুবনেশ্বর কুমার-হার্দিক পান্ডিয়া জোড়া ফলায় এদিন রান তাড়া করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে 147 রানে গুটিয়ে দেয় ভারত (Pakistan bundled out for 147 runs) ৷
আরও পড়ুন: উশৃঙ্খল থেকে সংযমী, বদলে যাওয়া হার্দিকের উত্থান ফিনিক্সের মতোই
জবাবে দু'বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত অ্যান্ড কোম্পানি (India won by 5 wickets) ৷ অধিনায়ক 18 বল করে 12 রানে ফিরলেও রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলির 35, হার্দিকের 17 বলে 33 ভারতের জয় নিশ্চিত করে ৷ বলের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে উঠে সঙ্গত কারণেই ম্যাচের সেরা নির্বাচিত হন হার্দিক (Hardik Pandya got MoM award) ৷