কলকাতা, 18 অগস্ট: হাতে দু’মাসেরও কম সময় । এই অবস্থায় ভারতীয় দলের বিশ্বকাপের পরিকল্পনা কেমন হওয়া উচিত তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে । অধিনায়ক রোহিত শর্মা নিজে চার নম্বরে কোন ব্যাটারকে খেলাবেন তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন । দলনেতার এই চিন্তার পরেই ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে । যদিও বিশ্বকাপে চার নম্বরে ব্যাটারের অভাব রয়েছে মানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় ।
শুক্রবার এক অনুষ্ঠানে এসে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘আমি মনে করি না চার নম্বর নিয়ে কোনও অসুবিধা রয়েছে । ভারতীয় দলে প্রচুর প্রতিভা । যে দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলরা রয়েছে । সেই দল খুবই শক্তিশালী । আমি দেখছিলাম বুমরা দারুণ গতিতে নেটে বল করছে । শ্রেয়স আইয়ার সুস্থ হয়ে উঠছে । কেএল রাহুল ফিরছে । সমস্যা হওয়ার কথা নয় । ভারত সবসময়ই ফেভারিট হিসেবে খেলতে নামে । এবারেও তার ব্যতিক্রম হবে না ।’’
চার নম্বর ব্যাটারের পাশাপাশি উইকেটরক্ষক কে হবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে । চোট সারিয়ে সবে মাঠে ফিরেছেন ঋষভ পন্থ । তবে বিশ্বকাপে তাঁকে দলে পাওয়া কার্যত অসম্ভব । এই সমস্যা নিয়েও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বাঁ-হাতি । সৌরভ বলেন, ‘‘ঋষভ পন্তের চোট এখনও সারেনি । বিশ্বকাপে ওকে পাওয়া যাবে না । তবে রাহুল আছে । ঈশান কিষাণও দলে রয়েছে ।’’
টপ ব্যাটিং অর্ডারে তিনজন বাঁ-হাতি ব্যাটার রাখার পক্ষে সওয়াল করেছেন রবি শাস্ত্রী । এদিন সৌরভও বাঁ-হাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রশংসা করলেন । তাঁর মতে, ‘‘যশস্বী জয়সওয়াল দারুণ ক্রিকেটার । কোনও ভয়ডর নেই । শুধু ও নয়, তিলক বর্মার কথাও বলতে হবে । ইশান কিষাণ রয়েছেন । এদের প্রত্যেকেই দারুণ সাহসী ক্রিকেট খেলে । যশস্বী চার নম্বরে খেলতে পারে । এখন গোটাটাই রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা ও নির্বাচকদের ওপর নির্ভর করছে । প্রচুর প্রতিভা রয়েছে । এখন তাঁরা কাদের সুযোগ দেবে সেটাই বড় ব্যাপার । এই ব্যাপারে কোচ এবং ক্যাপ্টনকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ।”
আরও পড়ুন: 'বিরাট অধ্যায়'! ভারতীয় ক্রিকেটে 15 বছর পূরণ করলেন কোহলি
বিশ্বকাপের শেষ চারে যেতে পারে কোন দলগুলি ? কারা ফেভারিটের তালিকায় থাকছেন ? এই দু’টো প্রশ্নের উত্তরেও অকপট সৌরভ । প্রাক্তন অধিনায়ক বলেন, ‘‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান যেতে পারে শেষ চারে । নিউজিল্যান্ডকে বাদ দিলেও হবে না । নিউজিল্যান্ড সবসময়ই দারুণ খেলেছে । দক্ষিণ আফ্রিকাও দারুণ দল । আমায় যদি সেরা পাঁচ দল বাছতে বলা হয়, তা হলে আমি বলব অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান আর নিউজিল্যান্ড ।’’
ভারতীয় দলে বাঁ-হাতি ব্যাটারের সংখ্যা খুব বেশি নেই বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্রিকেট অনুরাগীদের একাংশ । সৌরভ যদিও তেমনটা মনে করেন না । ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, ‘‘কোথায় বাঁ-হাতি কম ? যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, ইশান কিষাণ সকলেই বাঁ-হাতি । দলে রবীন্দ্র জাদেজাও রয়েছে । ভারতে প্রচুর প্রতিভা ।’’ ভারতীয় বোলিংয়ের প্রশংসাও শোনা যায় সৌরভের মুখে । তিনি বলেন, ‘‘দলে শামি, বুমরা, সিরাজ রয়েছে । আমি আয়ারল্যান্ড সিরিজটা দেখব । ভারতের বোলিংটাও দারুণ হয়েছে ।’’ সব মিলিয়ে 49 দিন আগে টিম ইন্ডিয়া নিয়ে আশঙ্কা নয়, আশার আলো দেখছেন সৌরভ ।