ETV Bharat / sports

ICC World Cup 2023: গিলের বদলি ঈশান ? পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর ‘পকেট ডিনামাইট’ - Ishan Kishan in ICC World Cup

Ishan Kishan in ICC World Cup 2023: মিডল অর্ডারের ব্যাটার হলেও ওপেনিংয়েও সাবলীল ঈশান কিষাণ ৷ ফলে রবিবার অজিদের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্বই বর্তাতে পারে ঝাড়খণ্ডি তরুণের কাঁধে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 10:24 PM IST

Updated : Oct 6, 2023, 10:47 PM IST

কলকাতা, 6 অক্টোবর: ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল ৷ অস্ট্রেলিয়া ম্যাচে ‘সম্ভবত’ নেই ভারতের নয়া রানমেশিন ৷ শেষ পর্যন্ত বাইশ গজে শুভমন না-নামতে পারলে শিকে ছিঁড়তে পারে ঈশান কিষাণের ভাগ্যে ৷ শুধু তাই নয়, অজিদের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্বই বর্তাতে পারে ঝাড়খণ্ডি তরুণের কাঁধে ৷

দক্ষিণের পি চিদম্বরম স্টেডিয়ামে এদিন কমলা রঙের নয়া জার্সিতে প্র্যাকটিস সারল ‘মেন ইন ব্লু’ ৷ অতিরিক্ত ঘাম ঝরাতে দেখা গেল ঈশানকে ৷ সীমিত ওভারের ম্যাচে ধোনির অনুগামী ইতিমধ্যে পরিচিত ৷ গিলের মতোই পঞ্চাশ ওভারের ম্যাচে দ্বিশতরানের গণ্ডি পেরিয়েছেন কিষাণও ৷ কেএল রাহুল কয়েকটি ম্যাচে ওপেন করলেও প্রথম জুটিতে স্বচ্ছন্দ নন ৷ ফলে ক্যাপ্টেনের সঙ্গে কিষাণের ওপেনে নামার সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷ তারপরেই রয়েছেন বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়াররা ৷

এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন ধোনি-রাজ্যের এই স্টাম্পার-ব্যাটার ৷ উইকেটের পেছনে সাবলীল, ব্যাট হাতে বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে ৷ সদ্য এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং এক সময় চাপের মধ্যে ছিল ৷ সেখান থেকে ঈশান কিষাণ ভারতের ইনিংসকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন ৷ ফলে আচমকা একাদশে প্রবেশের দরজা খোলায়, তা কাজে লাগাতে বদ্ধপরিকর ‘মেন ইন ব্লু’র পকেট ডিনামাইট ৷

সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল ৷ প্রায় প্রতি ম্যাচেই পঞ্জাবি ব্যাটার যেন আসছেন, দেখছেন এবং জয় করছেন ৷ ফলে প্রথম ম্যাচেই তাঁর ছিটকে যাওয়াটা ধাক্কার হলেও দলতে ভোগাবে না ৷ ওডিআই ক্রিকেটে এক দ্বিশতরানের মালিকের বদলি হচ্ছেন আরেক দ্বিশতরানের মালিক ৷ ফলে গিলের বদলে ঈশানের দলে অন্তর্ভুক্তি দ্রাবিড়ীয় সভ্যতার ভিত একটুও টলাবে না ৷ অন্তত এমনটাই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা ৷

আরও পড়ুন: 'গুরুত্ব দিতে হবে ফর্মকে', বিশ্বকাপের দলে ঈশানের পক্ষে সওয়াল গম্ভীরের

কলকাতা, 6 অক্টোবর: ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল ৷ অস্ট্রেলিয়া ম্যাচে ‘সম্ভবত’ নেই ভারতের নয়া রানমেশিন ৷ শেষ পর্যন্ত বাইশ গজে শুভমন না-নামতে পারলে শিকে ছিঁড়তে পারে ঈশান কিষাণের ভাগ্যে ৷ শুধু তাই নয়, অজিদের বিরুদ্ধে রোহিত শর্মার সঙ্গে ইনিংসের গোড়াপত্তনের দায়িত্বই বর্তাতে পারে ঝাড়খণ্ডি তরুণের কাঁধে ৷

দক্ষিণের পি চিদম্বরম স্টেডিয়ামে এদিন কমলা রঙের নয়া জার্সিতে প্র্যাকটিস সারল ‘মেন ইন ব্লু’ ৷ অতিরিক্ত ঘাম ঝরাতে দেখা গেল ঈশানকে ৷ সীমিত ওভারের ম্যাচে ধোনির অনুগামী ইতিমধ্যে পরিচিত ৷ গিলের মতোই পঞ্চাশ ওভারের ম্যাচে দ্বিশতরানের গণ্ডি পেরিয়েছেন কিষাণও ৷ কেএল রাহুল কয়েকটি ম্যাচে ওপেন করলেও প্রথম জুটিতে স্বচ্ছন্দ নন ৷ ফলে ক্যাপ্টেনের সঙ্গে কিষাণের ওপেনে নামার সম্ভাবনাই সবচেয়ে বেশি ৷ তারপরেই রয়েছেন বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়াররা ৷

এশিয়া কাপে দুরন্ত ছন্দে ছিলেন ধোনি-রাজ্যের এই স্টাম্পার-ব্যাটার ৷ উইকেটের পেছনে সাবলীল, ব্যাট হাতে বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে ৷ সদ্য এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও, প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং এক সময় চাপের মধ্যে ছিল ৷ সেখান থেকে ঈশান কিষাণ ভারতের ইনিংসকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন ৷ ফলে আচমকা একাদশে প্রবেশের দরজা খোলায়, তা কাজে লাগাতে বদ্ধপরিকর ‘মেন ইন ব্লু’র পকেট ডিনামাইট ৷

সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল ৷ প্রায় প্রতি ম্যাচেই পঞ্জাবি ব্যাটার যেন আসছেন, দেখছেন এবং জয় করছেন ৷ ফলে প্রথম ম্যাচেই তাঁর ছিটকে যাওয়াটা ধাক্কার হলেও দলতে ভোগাবে না ৷ ওডিআই ক্রিকেটে এক দ্বিশতরানের মালিকের বদলি হচ্ছেন আরেক দ্বিশতরানের মালিক ৷ ফলে গিলের বদলে ঈশানের দলে অন্তর্ভুক্তি দ্রাবিড়ীয় সভ্যতার ভিত একটুও টলাবে না ৷ অন্তত এমনটাই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা ৷

আরও পড়ুন: 'গুরুত্ব দিতে হবে ফর্মকে', বিশ্বকাপের দলে ঈশানের পক্ষে সওয়াল গম্ভীরের

Last Updated : Oct 6, 2023, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.