ETV Bharat / sports

Shreyas Iyer: শর্ট বল খেলতে শ্রেয়সের সমস্যা হয়, এটা সম্পূর্ণ মিথ্যে ধারণা; দাবি বাবার - ICC Cricket World Cup

False Narrative Aginst Shreyas Iyer: তাঁর ছেলের বিরুদ্ধে মিথ্যে রটনা হচ্ছে শর্ট বল খেলা নিয়ে ৷ এমনটাই দাবি করলেন ভারতীয় দলের মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ারের বাবা সন্তোষ আইয়ার ৷ ইটিভি ভারতের নিশাদ বাপাটের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 7:21 PM IST

হায়দরাবাদ, 5 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত গতিতে এগোচ্ছে ভারত ৷ ইতিমধ্যে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা ৷ যেখানে আজকের ম্যাচ নিয়ে টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি-সহ মোট 293 রান করে ফেলেছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার ৷ কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শর্ট বলে আউট হয়েছেন তিনি ৷ যার পরেই হাওয়া উঠেছে, শর্ট বলের বিরুদ্ধে দুর্বল শ্রেয়স ৷ কিন্তু, একথা মানতে নারাজ তাঁর বাবা সন্তোষ আইয়ার ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার তিনি জানালেন, এটা একটা মিথ্যে ধারণা তৈরি করা হচ্ছে ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে ৷

ক্রিকেটের বিশেষজ্ঞ মহলে জোর চর্চা শুরু হয়েছে, শ্রেয়স আইয়ারের শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা ও আউট হওয়ার প্রবণতা নিয়ে ৷ তবে, শ্রেয়স নিজেও তা খারিজ করেছেন সম্প্রতি ৷ আর এ নিয়ে তাঁর বাবা সন্তোষ আইয়ারের দাবি, ‘‘এটা মিথ্যে ধারণা যে, ও শর্ট বল খেলতে পারে না ৷ ও খুব ভালো প্লেয়ার ৷ সব ক্রিকেটারের পজিটিভ ও নেগেটিভ দিক থাকে খেলায় ৷ কিন্তু, সেটার উপর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হয় ৷’’

উল্লেখ্য, ওয়াংখেড়েতে ঘরের মাঠে শ্রেয়স 82 রানের বিস্ফোরক ইনিংস খেলেন ৷ তাঁর ইনিংসের সৌজন্যেই ভারত 50 ওভারে 357 রান তোলে স্কোরবোর্ডে ৷ এমনকি আজও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 87 বলে 77 রানের ইনিংস খেলেন শ্রেয়স ৷ ছেলের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে সন্তোষ বলেন, ‘‘শেষ ম্যাচে ও ভারতের হয়ে অসাধারণ খেলেছে ৷ শ্রেয়সের ইনিংস ভারতকে স্কোরবোর্ডে বড় রান তুলতে সাহায্য করেছে ৷ গত কয়েক ম্যাচে অল্প রান করায় ও একটু মনমরা হয়ে গিয়েছিল ৷ সংবাদমাধ্যম এবং দর্শকদের কথাবার্তা ওর খেলায় প্রভাব ফেলছিল ৷ কিন্তু, এর থেকে বেরিয়ে আসতে শ্রেয়স দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে ৷’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন

এ প্রসঙ্গে শ্রেয়সের দীর্ঘ সময়ের পিঠের চোট, অস্ত্রোপচার এবং রিহ্যাবের প্রসঙ্গও তুলে ধরেন সন্তোষ আইয়ার ৷ তিনি জানান, চোট সব ক্রিকেটারে ক্ষেত্রেই একটা বড় সমস্যা ৷ আর খেলার মধ্যে এটা হতেই পারে ৷ কিন্তু, শ্রেয়স একাগ্রতা এবং দৃঢ় মানসিকতার জোড়ে সেই কঠিন সময় পেরিয়ে এসেছেন বলে জানান তিনি ৷ আর ক্ষেত্রে পরিবারের সদস্য হিসেবে তাঁরা সকলে শ্রেয়সের পাশে ছিলেন বলে জানান সন্তোষ ৷

হায়দরাবাদ, 5 নভেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত গতিতে এগোচ্ছে ভারত ৷ ইতিমধ্যে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা ৷ যেখানে আজকের ম্যাচ নিয়ে টুর্নামেন্টে তিনটি হাফ সেঞ্চুরি-সহ মোট 293 রান করে ফেলেছেন ভারতের মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার ৷ কিন্তু, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শর্ট বলে আউট হয়েছেন তিনি ৷ যার পরেই হাওয়া উঠেছে, শর্ট বলের বিরুদ্ধে দুর্বল শ্রেয়স ৷ কিন্তু, একথা মানতে নারাজ তাঁর বাবা সন্তোষ আইয়ার ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকার তিনি জানালেন, এটা একটা মিথ্যে ধারণা তৈরি করা হচ্ছে ভারতীয় ব্যাটারের বিরুদ্ধে ৷

ক্রিকেটের বিশেষজ্ঞ মহলে জোর চর্চা শুরু হয়েছে, শ্রেয়স আইয়ারের শর্ট বলের বিরুদ্ধে দুর্বলতা ও আউট হওয়ার প্রবণতা নিয়ে ৷ তবে, শ্রেয়স নিজেও তা খারিজ করেছেন সম্প্রতি ৷ আর এ নিয়ে তাঁর বাবা সন্তোষ আইয়ারের দাবি, ‘‘এটা মিথ্যে ধারণা যে, ও শর্ট বল খেলতে পারে না ৷ ও খুব ভালো প্লেয়ার ৷ সব ক্রিকেটারের পজিটিভ ও নেগেটিভ দিক থাকে খেলায় ৷ কিন্তু, সেটার উপর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হয় ৷’’

উল্লেখ্য, ওয়াংখেড়েতে ঘরের মাঠে শ্রেয়স 82 রানের বিস্ফোরক ইনিংস খেলেন ৷ তাঁর ইনিংসের সৌজন্যেই ভারত 50 ওভারে 357 রান তোলে স্কোরবোর্ডে ৷ এমনকি আজও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 87 বলে 77 রানের ইনিংস খেলেন শ্রেয়স ৷ ছেলের সাম্প্রতিক পারফর্ম্যান্স নিয়ে সন্তোষ বলেন, ‘‘শেষ ম্যাচে ও ভারতের হয়ে অসাধারণ খেলেছে ৷ শ্রেয়সের ইনিংস ভারতকে স্কোরবোর্ডে বড় রান তুলতে সাহায্য করেছে ৷ গত কয়েক ম্যাচে অল্প রান করায় ও একটু মনমরা হয়ে গিয়েছিল ৷ সংবাদমাধ্যম এবং দর্শকদের কথাবার্তা ওর খেলায় প্রভাব ফেলছিল ৷ কিন্তু, এর থেকে বেরিয়ে আসতে শ্রেয়স দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছে ৷’’

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: গার্লফ্রেন্ডের থেকেও প্রিয় কোহলি, 'চেজ মাস্টারে' মাতোয়ারা ইডেন

এ প্রসঙ্গে শ্রেয়সের দীর্ঘ সময়ের পিঠের চোট, অস্ত্রোপচার এবং রিহ্যাবের প্রসঙ্গও তুলে ধরেন সন্তোষ আইয়ার ৷ তিনি জানান, চোট সব ক্রিকেটারে ক্ষেত্রেই একটা বড় সমস্যা ৷ আর খেলার মধ্যে এটা হতেই পারে ৷ কিন্তু, শ্রেয়স একাগ্রতা এবং দৃঢ় মানসিকতার জোড়ে সেই কঠিন সময় পেরিয়ে এসেছেন বলে জানান তিনি ৷ আর ক্ষেত্রে পরিবারের সদস্য হিসেবে তাঁরা সকলে শ্রেয়সের পাশে ছিলেন বলে জানান সন্তোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.