ETV Bharat / sports

ICC World Cup 2023: জোড়া শতরানে অনুরাগীদের দীপাবলির উপহার শ্রেয়স-রাহুলের, ডাচদের বিরুদ্ধে চারশো পার করল ভারত - শ্রেয়স রাহুলের জোড়া সেঞ্চুরি

Shreyas Iyer and KL Rahul Hits Century: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার ৷ শুভমন গিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি হাফ-সেঞ্চুরি করলেও, বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হয়েছেন ৷ সেখানেই এ দিন সুযোগ কাজে লাগালেন শ্রেয়স ৷ 5 নম্বরে নেমে এ দিন বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরিটি করলেন কেএল রাহুল ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 5:38 PM IST

Updated : Nov 12, 2023, 6:19 PM IST

বেঙ্গালুরু, 12 নভেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ছয় মেরে ম্যাচ জিতিয়ে হতাশ হয়েছিলেন ৷ কারণ, বাউন্ডারি মেরে সেঞ্চুরির কাছে পৌঁছতে চেয়েছিলেন ৷ সেদিন কেএল রাহুলের হাতছাড়া হয়েছিল বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি ৷ তবে, লিগের শেষ ম্যাচে ছয় মেরেই সেঞ্চুরি করলেন কেএল ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 64 বলে 102 রানের ইনিংস খেললেন তিনি ৷ সঙ্গে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি পেলেন শ্রেয়স আইয়ার (94 বলে 128 অপরাজিত) ৷ তাঁদের ইনিংসে ভর করে ভারত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 410 রান তুলল ভারত ৷

শেষ দুই ম্যাচে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও তা হাতছাড়া হয়েছিল ৷ বেঙ্গালুরুতে এসে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল ৷ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি শ্রেয়স ৷ আজ শ্রেয়সের ইনিংসকে দু’টি ভাগে ভাগ করা যায় ৷ প্রথম ভাগে বিরাট কোহলির সঙ্গে এক দিক থেকে উইকেট ধরে ইনিংস গড়তে দেখা গিয়েছে তাঁকে ৷ কিন্তু, পিচে সেট হতেই আগ্রাসী শ্রেয়সকে দেখা যায় চিন্নাস্বামীর মাঠে ৷ বিশেষত, সেঞ্চুরি থেকে তিরিশ রান দুরে তিনি ৷ সেখান থেকে ইনিংসের গতি বাড়ান শ্রেয়স ৷ শুধুমাত্র সেঞ্চুরির আগে শেষ পাঁচটা রান সিঙ্গলস নিয়ে করেছেন তিনি ৷

অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সেঞ্চুরি করলেন কেএল রাহুল ৷ 2019 বিশ্বকাপের অভিষেক ম্যাচে প্রথম সেঞ্চুরি এসেছিল তাঁর ৷ সুযোগ ছিল এই বিশ্বকাপের প্রথম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করার ৷ কিন্তু, স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া ততটা রান তুলতে পারেনি, যাতে কেএল রাহুল সেঞ্চুরি পান ৷ কিন্তু, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-20 ভঙ্গিতে মাত্র 62 বলে সেঞ্চুরিতে পৌঁছান তিনি ৷ শেষ ওভারে আউট হওয়ার আগে 64 বলে 102 রান করে যান কেএল ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে, এই দু’জনের সেঞ্চুরির পিছনে সবচেয়ে বড় অবদান ভারতের ওপেনিং জুটির ৷ পুরো টুর্নামেন্টের মতো আজও শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণে যান রোহিত শর্মা (54 বলে 61 রান) ৷ সঙ্গে এ দিন দোসর ছিলেন শুভমন গিল (32 বলে 52 রান) ৷ দু’জনে 73 বলে 100 রানের পার্টনারশিপ করেন প্রথম উইকেটে ৷ তিন নম্বরে নেমে বিরাট কোহলিও এ দিন 51 রানের ইনিংস খেললেন ৷ শুরুতে ডাচরা বিরাটের সিঙ্গলস আটকে দেওয়ায় কিছুটা সমস্যা হয় তাঁর ৷ কিন্তু, একবার সেই বাধা পেরতেই নিজের স্বাভাবিক খেলায় ফিরে আসেন তিনি ৷ আজ ভারতের 410 রানের ইনিংসে 37টি বাউন্ডারি এবং 16টি ওভার বাউন্ডারি এসেছে ৷

আরও পড়ুন:

  1. এই ভারতীয় দল আমার দেখা সেরা, মত ফারুক ইঞ্জিনিয়ারের
  2. এবি'কে টপকে শিখরে রোহিত, সেমির আগে বিশ্বরেকর্ড ভারত অধিনায়কের
  3. প্রতিপক্ষ নেদারল্যান্ডস, একাদশ নিয়ে কোনও পরীক্ষায় হাঁটতে নারাজ দ্রাবিড়

বেঙ্গালুরু, 12 নভেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ছয় মেরে ম্যাচ জিতিয়ে হতাশ হয়েছিলেন ৷ কারণ, বাউন্ডারি মেরে সেঞ্চুরির কাছে পৌঁছতে চেয়েছিলেন ৷ সেদিন কেএল রাহুলের হাতছাড়া হয়েছিল বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি ৷ তবে, লিগের শেষ ম্যাচে ছয় মেরেই সেঞ্চুরি করলেন কেএল ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 64 বলে 102 রানের ইনিংস খেললেন তিনি ৷ সঙ্গে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি পেলেন শ্রেয়স আইয়ার (94 বলে 128 অপরাজিত) ৷ তাঁদের ইনিংসে ভর করে ভারত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 410 রান তুলল ভারত ৷

শেষ দুই ম্যাচে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও তা হাতছাড়া হয়েছিল ৷ বেঙ্গালুরুতে এসে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল ৷ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি শ্রেয়স ৷ আজ শ্রেয়সের ইনিংসকে দু’টি ভাগে ভাগ করা যায় ৷ প্রথম ভাগে বিরাট কোহলির সঙ্গে এক দিক থেকে উইকেট ধরে ইনিংস গড়তে দেখা গিয়েছে তাঁকে ৷ কিন্তু, পিচে সেট হতেই আগ্রাসী শ্রেয়সকে দেখা যায় চিন্নাস্বামীর মাঠে ৷ বিশেষত, সেঞ্চুরি থেকে তিরিশ রান দুরে তিনি ৷ সেখান থেকে ইনিংসের গতি বাড়ান শ্রেয়স ৷ শুধুমাত্র সেঞ্চুরির আগে শেষ পাঁচটা রান সিঙ্গলস নিয়ে করেছেন তিনি ৷

অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সেঞ্চুরি করলেন কেএল রাহুল ৷ 2019 বিশ্বকাপের অভিষেক ম্যাচে প্রথম সেঞ্চুরি এসেছিল তাঁর ৷ সুযোগ ছিল এই বিশ্বকাপের প্রথম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করার ৷ কিন্তু, স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া ততটা রান তুলতে পারেনি, যাতে কেএল রাহুল সেঞ্চুরি পান ৷ কিন্তু, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-20 ভঙ্গিতে মাত্র 62 বলে সেঞ্চুরিতে পৌঁছান তিনি ৷ শেষ ওভারে আউট হওয়ার আগে 64 বলে 102 রান করে যান কেএল ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তবে, এই দু’জনের সেঞ্চুরির পিছনে সবচেয়ে বড় অবদান ভারতের ওপেনিং জুটির ৷ পুরো টুর্নামেন্টের মতো আজও শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণে যান রোহিত শর্মা (54 বলে 61 রান) ৷ সঙ্গে এ দিন দোসর ছিলেন শুভমন গিল (32 বলে 52 রান) ৷ দু’জনে 73 বলে 100 রানের পার্টনারশিপ করেন প্রথম উইকেটে ৷ তিন নম্বরে নেমে বিরাট কোহলিও এ দিন 51 রানের ইনিংস খেললেন ৷ শুরুতে ডাচরা বিরাটের সিঙ্গলস আটকে দেওয়ায় কিছুটা সমস্যা হয় তাঁর ৷ কিন্তু, একবার সেই বাধা পেরতেই নিজের স্বাভাবিক খেলায় ফিরে আসেন তিনি ৷ আজ ভারতের 410 রানের ইনিংসে 37টি বাউন্ডারি এবং 16টি ওভার বাউন্ডারি এসেছে ৷

আরও পড়ুন:

  1. এই ভারতীয় দল আমার দেখা সেরা, মত ফারুক ইঞ্জিনিয়ারের
  2. এবি'কে টপকে শিখরে রোহিত, সেমির আগে বিশ্বরেকর্ড ভারত অধিনায়কের
  3. প্রতিপক্ষ নেদারল্যান্ডস, একাদশ নিয়ে কোনও পরীক্ষায় হাঁটতে নারাজ দ্রাবিড়
Last Updated : Nov 12, 2023, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.