বেঙ্গালুরু, 12 নভেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ছয় মেরে ম্যাচ জিতিয়ে হতাশ হয়েছিলেন ৷ কারণ, বাউন্ডারি মেরে সেঞ্চুরির কাছে পৌঁছতে চেয়েছিলেন ৷ সেদিন কেএল রাহুলের হাতছাড়া হয়েছিল বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি ৷ তবে, লিগের শেষ ম্যাচে ছয় মেরেই সেঞ্চুরি করলেন কেএল ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে 64 বলে 102 রানের ইনিংস খেললেন তিনি ৷ সঙ্গে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি পেলেন শ্রেয়স আইয়ার (94 বলে 128 অপরাজিত) ৷ তাঁদের ইনিংসে ভর করে ভারত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 410 রান তুলল ভারত ৷
শেষ দুই ম্যাচে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও তা হাতছাড়া হয়েছিল ৷ বেঙ্গালুরুতে এসে অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল ৷ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেলেন তিনি শ্রেয়স ৷ আজ শ্রেয়সের ইনিংসকে দু’টি ভাগে ভাগ করা যায় ৷ প্রথম ভাগে বিরাট কোহলির সঙ্গে এক দিক থেকে উইকেট ধরে ইনিংস গড়তে দেখা গিয়েছে তাঁকে ৷ কিন্তু, পিচে সেট হতেই আগ্রাসী শ্রেয়সকে দেখা যায় চিন্নাস্বামীর মাঠে ৷ বিশেষত, সেঞ্চুরি থেকে তিরিশ রান দুরে তিনি ৷ সেখান থেকে ইনিংসের গতি বাড়ান শ্রেয়স ৷ শুধুমাত্র সেঞ্চুরির আগে শেষ পাঁচটা রান সিঙ্গলস নিয়ে করেছেন তিনি ৷
অন্যদিকে, বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সেঞ্চুরি করলেন কেএল রাহুল ৷ 2019 বিশ্বকাপের অভিষেক ম্যাচে প্রথম সেঞ্চুরি এসেছিল তাঁর ৷ সুযোগ ছিল এই বিশ্বকাপের প্রথম ম্যাচে দ্বিতীয় সেঞ্চুরি করার ৷ কিন্তু, স্কোরবোর্ডে অস্ট্রেলিয়া ততটা রান তুলতে পারেনি, যাতে কেএল রাহুল সেঞ্চুরি পান ৷ কিন্তু, নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-20 ভঙ্গিতে মাত্র 62 বলে সেঞ্চুরিতে পৌঁছান তিনি ৷ শেষ ওভারে আউট হওয়ার আগে 64 বলে 102 রান করে যান কেএল ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তবে, এই দু’জনের সেঞ্চুরির পিছনে সবচেয়ে বড় অবদান ভারতের ওপেনিং জুটির ৷ পুরো টুর্নামেন্টের মতো আজও শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণে যান রোহিত শর্মা (54 বলে 61 রান) ৷ সঙ্গে এ দিন দোসর ছিলেন শুভমন গিল (32 বলে 52 রান) ৷ দু’জনে 73 বলে 100 রানের পার্টনারশিপ করেন প্রথম উইকেটে ৷ তিন নম্বরে নেমে বিরাট কোহলিও এ দিন 51 রানের ইনিংস খেললেন ৷ শুরুতে ডাচরা বিরাটের সিঙ্গলস আটকে দেওয়ায় কিছুটা সমস্যা হয় তাঁর ৷ কিন্তু, একবার সেই বাধা পেরতেই নিজের স্বাভাবিক খেলায় ফিরে আসেন তিনি ৷ আজ ভারতের 410 রানের ইনিংসে 37টি বাউন্ডারি এবং 16টি ওভার বাউন্ডারি এসেছে ৷
আরও পড়ুন: