মুম্বই, 8 এপ্রিল : দেশের সফল টি-20 ব্যাটারদের মধ্যে উপরের সারিতেই রয়েছে তাঁর নাম ৷ বিরাট কোহলির পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলে দ্বিতীয় সর্বাধিক রানও তাঁর ঝুলিতে ৷ সেই শিখর ধাওয়ান শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দেশের প্রথম ব্যাটার হিসেবে এক অনন্য মাইলস্টোন গড়লেন ৷ আইপিএলে নয়া ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের জার্সিতে এদিন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নারদের সঙ্গে টি-20 ক্রিকেটের এলিট ক্লাবে ঢুকে পড়লেন 'গব্বর' ৷
কুড়ি-বিশের ক্রিকেটে এদিন হাজার বাউন্ডারির মালিক হলেন ধাওয়ান (Shikhar Dhawan becomes the first Indian batter to hit 1000 boundaries in T20 cricket) ৷ শুক্রবার ম্যাচের পঞ্চম ওভারে কিউয়ি পেসার লকি ফার্গুসনকে সীমানার বাইরে পাঠিয়ে অনন্য নজির গড়েন পঞ্জাব কিংসের ওপেনিং ব্যাটার ৷ নজির গড়ার পরের বলটিতেও বাউন্ডারি হাঁকান ধাওয়ান ৷ গেইল, ওয়ার্নার ছাড়া টি-20 ক্রিকেটে হাজার বাউন্ডারির নজির রয়েছে ইংরেজ মারকুটে ব্যাটার অ্যালেক্স হেলসের দখলে ৷
অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল এবং নবাগত জনি বেয়ারস্টো দ্রুত ফিরে যাওয়ার পর লিয়াম লিভিংস্টোনের সঙ্গে জুটি বেঁধে এদিন দলের হাল ধরেন ধাওয়ান ৷ তবে খুব বেশি লম্বা হয়নি বাঁ-হাতি ব্যাটারের ইনিংস ৷ 30 বলে 35 রান করে রশিদ খানের শিকার হন তিনি ৷ তবে চেন্নাই ম্যাচের মতই ঝলসে ওঠেন লিভিংস্টোন ৷
আরও পড়ুন : লক্ষ্য জয়ের হ্যাটট্রিক, পঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং গুজরাতের
7টি চার, 4টি ছয়ে ইংরেজ ব্যাটারের 27 বলে 64 রানে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 189 রান তোলে স্কোরবোর্ডে ৷ শেষদিকে রাহুল চাহারের 14 বলে 22 রান দলকে বড় রানে পৌঁছে দেয় ৷ টাইটান্সদের হয়ে বল হাতে সবচেয়ে সফল রশিদ খান 22 রানে নেন 3 উইকেট ৷