ETV Bharat / sports

Shaheen Afridi Congratulates Bumrah: বুমরাকে বাবা হওয়ার অভিনন্দন জানিয়ে উপহার, অভিনব সৌজন্য পাক পেসারের - Asia Cup 2023

Shaheen Afridi Congratulates Jasprit Bumrah for Becoming Father: জসপ্রীত বুমরাকে বাবা হওয়ার অভিনন্দন জানালেন শাহিন শাহ আফ্রিদি ৷ সেই সঙ্গে একটি উপহারও দিলেন ভারতীয় তারকা পেসারকে ৷ সঙ্গে আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 1:40 PM IST

Updated : Sep 11, 2023, 1:55 PM IST

কলম্বো, 11 সেপ্টেম্বর: মাঠের বাইরে ভারত এবং পাকিস্তান ক্রিকেটারদের সৌজন্যের আরও এক সুন্দর মুহূর্ত ফুটে উঠল ৷ সদ্য পুত্র সন্তানের বাবা হওয়া জসপ্রীত বুমরাকে উপহার দিলেন পাক বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ৷ নিজের এক্স অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ার করেছেন পাকিস্তান পেসার ৷ বাবা হওয়ার জন্য বুমরাকে অভিনন্দন জানালেন আফ্রিদি ৷ বুমরার হাতে একটি উপহারের বাক্স তুলে দেন তিনি ৷ পালটা সৌজন্যে, ধন্যবাদ জানালেন ভারতীয় স্পিড-স্টার ৷

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যাই হোক না কেন ৷ ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব আগেও যেমন চর্চিত ছিল ৷ আজও তা সমানভাবে রয়েছে ৷ তারই উদাহরণ দেখা গেল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ৷ এশিয়া কাপ সুপার ফোরের বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথমদিনের শেষে, জসপ্রীত বুমরার হাতে উপহার তুলে দিলেন শাহিন শাহ আফ্রিদি ৷ কারণ, সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন ৷ পৃতিত্বের স্বাদ পাওয়া বুমরাকে তাই অভিনন্দন জানালেন পাক পেসার ৷

শাহিন আফ্রিদির সেই মুহূর্তের পোস্ট করা ভিডিয়ো এখন ভাইরাল ৷ অভিনন্দন বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভাই অনেক অনেক অভিনন্দন ৷ ঈশ্বর তাঁকে সর্বদা খুশি রাখুক এবং নতুন বুমরা তৈরি হোক ৷’’ জবাব, শাহিন শাহ আফ্রিদিকে ধন্যবাদ জানান বুমরা ৷ গত 4 সেপ্টেম্বর বুমরা তাঁর পুত্র সন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ করেন ৷ সেখানে বুমরা এবং তাঁর স্ত্রী সঞ্জনার হাতের সঙ্গে সদ্যজাতের হাতের সাদাকালো ছবি পোস্ট করেন ৷ তাঁরা ছেলের নাম রেখেছেন অঙ্গদ ৷

আরও পড়ুন: ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে'তে, বৃষ্টির কোপে ফের কি ভেস্তে যাবে ভারত-পাক ম্যাচ?

সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ প্রথমদিন বৃষ্টি জন্য ভেস্তে গিয়েছে ৷ তবে, আজ রিজার্ভ ডে-তে ফের শুরু হবে খেলা ৷ 24 ওভার 1 বলে ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে 147 রান ৷ সেখান থেকেই ম্যাচ পুনরায় শুরু হবে ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (16 বলে 8 রান) এবং কেএল রাহুল (28 বলে 17 রান) ৷ রোহিত শর্মা (56) এবং শুভমন গিল (58) ভারতের ওপেনিংয়ে 121 রানের পার্টনারশিপ করেছিলেন গতকাল ৷

কলম্বো, 11 সেপ্টেম্বর: মাঠের বাইরে ভারত এবং পাকিস্তান ক্রিকেটারদের সৌজন্যের আরও এক সুন্দর মুহূর্ত ফুটে উঠল ৷ সদ্য পুত্র সন্তানের বাবা হওয়া জসপ্রীত বুমরাকে উপহার দিলেন পাক বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ৷ নিজের এক্স অ্যাকাউন্টে সেই ভিডিয়ো শেয়ার করেছেন পাকিস্তান পেসার ৷ বাবা হওয়ার জন্য বুমরাকে অভিনন্দন জানালেন আফ্রিদি ৷ বুমরার হাতে একটি উপহারের বাক্স তুলে দেন তিনি ৷ পালটা সৌজন্যে, ধন্যবাদ জানালেন ভারতীয় স্পিড-স্টার ৷

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যাই হোক না কেন ৷ ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব আগেও যেমন চর্চিত ছিল ৷ আজও তা সমানভাবে রয়েছে ৷ তারই উদাহরণ দেখা গেল কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ৷ এশিয়া কাপ সুপার ফোরের বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথমদিনের শেষে, জসপ্রীত বুমরার হাতে উপহার তুলে দিলেন শাহিন শাহ আফ্রিদি ৷ কারণ, সদ্য পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন ৷ পৃতিত্বের স্বাদ পাওয়া বুমরাকে তাই অভিনন্দন জানালেন পাক পেসার ৷

শাহিন আফ্রিদির সেই মুহূর্তের পোস্ট করা ভিডিয়ো এখন ভাইরাল ৷ অভিনন্দন বার্তায় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভাই অনেক অনেক অভিনন্দন ৷ ঈশ্বর তাঁকে সর্বদা খুশি রাখুক এবং নতুন বুমরা তৈরি হোক ৷’’ জবাব, শাহিন শাহ আফ্রিদিকে ধন্যবাদ জানান বুমরা ৷ গত 4 সেপ্টেম্বর বুমরা তাঁর পুত্র সন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ করেন ৷ সেখানে বুমরা এবং তাঁর স্ত্রী সঞ্জনার হাতের সঙ্গে সদ্যজাতের হাতের সাদাকালো ছবি পোস্ট করেন ৷ তাঁরা ছেলের নাম রেখেছেন অঙ্গদ ৷

আরও পড়ুন: ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে'তে, বৃষ্টির কোপে ফের কি ভেস্তে যাবে ভারত-পাক ম্যাচ?

সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ প্রথমদিন বৃষ্টি জন্য ভেস্তে গিয়েছে ৷ তবে, আজ রিজার্ভ ডে-তে ফের শুরু হবে খেলা ৷ 24 ওভার 1 বলে ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে 147 রান ৷ সেখান থেকেই ম্যাচ পুনরায় শুরু হবে ৷ এই মুহূর্তে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (16 বলে 8 রান) এবং কেএল রাহুল (28 বলে 17 রান) ৷ রোহিত শর্মা (56) এবং শুভমন গিল (58) ভারতের ওপেনিংয়ে 121 রানের পার্টনারশিপ করেছিলেন গতকাল ৷

Last Updated : Sep 11, 2023, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.