ETV Bharat / sports

Sachin's Shades in Virat: আমেদাবাদে 'বিরাট' ইনিংসে সিডনির সচিনের একাগ্রতা

author img

By

Published : Mar 12, 2023, 9:36 PM IST

Updated : Mar 12, 2023, 10:42 PM IST

আমেদাবাদে ধৈর্যে ভরা এক সেঞ্চুরি ইনিংস দেখল ক্রিকেট বিশ্ব ৷ যেখানে ছিল বিরাট কোহলির সংযমী মনোভাব ৷ আর সেই ধৈর্য ও সংযমের তুলনায় চলে আসছে সিডনির সচিন (Sachin's Shades in Virat) ৷

Sachin's Shades in Virat ETV BHARAT
Sachin's Shades in Virat

আমেদাবাদ, 12 মার্চ: 40 সপ্তাহের প্রতীক্ষার অবসান ৷ প্রতীক্ষার অবসান শুধু বিরাট কোহলির জন্য নয় ৷ প্রতীক্ষার অবসান হয়তো ক্রিকেট দেবতারও ৷ যে খেলার সবচেয়ে সুকৌশলী ব্যক্তিটিকে আবারও তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য দীর্ঘ 40 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে ৷ ক্রিকেটের সবচেয়ে প্রাচীন এই ফরম্যাটে 28 তম সেঞ্চুরি করতে বিরাটকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ৷ এ দিন 241 বলে সেঞ্চুরি করেন বিরাট (Virat Kohli Century) ৷ নাথান লায়নের বল মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করেন তিনি (Shades of Sachin Tendulkar Epic 241) ৷

কিন্তু, এই সেঞ্চুরির পর কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি বিরাট ৷ ছিল না তাঁর চিরাচরিত ভঙ্গিতে শূন্যে লাফ, না-ছিল ছাতি চাপড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের দম্ভ ৷ যা ছিল, তা শুধু শান্তির হাসি ৷ ড্রেসিং রুম এবং মাঠে উপস্থিত দর্শকদের অভিবাদন জানিয়ে সঙ্গে থাকা স্ত্রীর স্মৃতিকে (বাগদানের আংটি) চুম্বন ৷ ট্রেডমার্ক সেলিব্রেশন বলতে শেষের টুকুই ৷ এটাই বিরাট কোহলি 2.0 ৷ যিনি আগের থেকে অনেক শান্ত-অনেক সংযমী ৷ এ দিন টড মর্ফির বলে যখন মিড উইকেট বাউন্ডারিতে ক্লান্ত শট খেলে আউট হন বিরাট, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে 186 রান ৷ আর স্কোর বোর্ড বলছে, অজিদের প্রথম ইনিংসের থেকে ভারত 91 রানে এগিয়ে ৷

সচিনের সিডনির একাগ্রতা:

এত গেল রবিবারের ‘বিরাট কাহিনী’ ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিয়ন বিরাটের ইনিংসে ছিল তাঁর আদর্শ সচিনের ছায়া ৷ আরও নির্দিষ্ট করে বললে, 2004 সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের বিরুদ্ধেই সচিনের করা 241 রানের প্রতিছবি ৷ এই ইনিংসে বিরাটের তাঁর নিজের মতো যতটা না লেগেছে ৷ তাঁর থেকে আরও বেশি করে সচিন তেন্ডুলকরের ছায়া তাঁর মধ্যে দেখা গিয়েছে ৷ যে ইনিংসে একাগ্রতার সঙ্গে ব্রেট লি-র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান বোলিংকে অন-সাইডে শাসন করে 241 রানের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার ৷

এ দিন কোথাও গিয়ে সচিনের সেই ইনিংসের একাগ্রতা বিরাটের মধ্যে পাওয়া গেল ৷ কোহলির সেরা 20টি টেস্ট সেঞ্চুরির মধ্যেও এই সেঞ্চুরি আসবে না ৷ অন্তত তাঁর আগ্রাসী ব্যাটসম্যানশিপের তুলনায় ৷ কিন্তু, তাঁর এই মাইলস্টোনকে আরও কাছ থেকে দেখতে পুরো আমেদাবাদ স্টেডিয়াম লোয়ার টিয়ারে নেমে এসেছিল ৷ কিন্তু, 100 রানে পৌঁছানো পর্যন্ত, বিরাটের ওয়াগন হুইল এবং 2004 সালে সচিনের সেঞ্চুরির ওয়াগন হুইলের চিত্র প্রায় এক ৷

অফ স্টাম্পের বাইরের প্রতি ফুল লেন্থ বলকে এদিন ডিফেন্ড করেছেন বিরাট ৷ আর নয়তো লেগ সাইডে সিঙ্গল বা ডাবলের জন্য খেলেছেন ৷ একবারের জন্যও কোহলিচিত ভঙ্গিমায় এক্সট্রা কভারের উপর দিয়ে মাঠের বাইরে বল ফেলার চেষ্টাও করেননি ৷ চাইলেই হয় তো পারতেন ৷ তেমন বল অসংখ্যবার তাঁকে করা হয়েছে ৷ কিন্তু, লোভনীয় হাফভলি দেখে চোখ ঝলসে ওঠেনি তাঁর ৷ সংযমী থেকেছেন বিরাট 2.0 ৷ তবে, সেঞ্চুরি পার করার পর পুরনো সেই বিরাটকে দেখা গিয়েছে ৷ 241 বলে সেঞ্চুরি করা বিরাট চোখের পলকে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন: রাজবেশে 'বিরাট' প্রত্যাবর্তন মোতেরায়, 91 রানে এগিয়ে থেকে ডিক্লেয়ার ঘোষণা ভারতের

আজ হয়তো দু’শো রানও হয়ে যেত তাঁর ৷ তবে, উলটো দিক থেকে তেমন সঙ্গত পাননি ৷ অক্ষর প্যাটেল 79 রানে মিচেল স্টর্কের বলে প্লেড-অন হওয়ার পর, উলটো দিক থেকে সেভাবে সহযোগিতা পাননি ৷ তার উপর পিঠের ব্যাথার কারণে ব্যাট করতে নামেননি শ্রেয়স আইয়ার ৷ তাই 8 নম্বর উইকেট পড়তেই নিজের ক্লান্ত কাঁধে ম্যাচের পুরো দায়ভার নিয়েছিলেন ৷ মহম্মদ শামিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন ৷ শেষে অফ-স্টাম্পের বাইরের বল টেনে অন সাইডে খেলতে গিয়ে মিড-উইকেটে ক্যাচ আউট হন ৷ তবে, এদিন কোথাও যেন সচিনকে মনে করিয়ে দিয়ে গেলেন মর্ডান ডে গ্রেট- দ্য বিরাট কোহলি !

আমেদাবাদ, 12 মার্চ: 40 সপ্তাহের প্রতীক্ষার অবসান ৷ প্রতীক্ষার অবসান শুধু বিরাট কোহলির জন্য নয় ৷ প্রতীক্ষার অবসান হয়তো ক্রিকেট দেবতারও ৷ যে খেলার সবচেয়ে সুকৌশলী ব্যক্তিটিকে আবারও তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য দীর্ঘ 40 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে ৷ ক্রিকেটের সবচেয়ে প্রাচীন এই ফরম্যাটে 28 তম সেঞ্চুরি করতে বিরাটকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ৷ এ দিন 241 বলে সেঞ্চুরি করেন বিরাট (Virat Kohli Century) ৷ নাথান লায়নের বল মিড উইকেটে ঠেলে দিয়ে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি করেন তিনি (Shades of Sachin Tendulkar Epic 241) ৷

কিন্তু, এই সেঞ্চুরির পর কোনও উচ্ছ্বাস প্রকাশ করেননি বিরাট ৷ ছিল না তাঁর চিরাচরিত ভঙ্গিতে শূন্যে লাফ, না-ছিল ছাতি চাপড়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের দম্ভ ৷ যা ছিল, তা শুধু শান্তির হাসি ৷ ড্রেসিং রুম এবং মাঠে উপস্থিত দর্শকদের অভিবাদন জানিয়ে সঙ্গে থাকা স্ত্রীর স্মৃতিকে (বাগদানের আংটি) চুম্বন ৷ ট্রেডমার্ক সেলিব্রেশন বলতে শেষের টুকুই ৷ এটাই বিরাট কোহলি 2.0 ৷ যিনি আগের থেকে অনেক শান্ত-অনেক সংযমী ৷ এ দিন টড মর্ফির বলে যখন মিড উইকেট বাউন্ডারিতে ক্লান্ত শট খেলে আউট হন বিরাট, তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে 186 রান ৷ আর স্কোর বোর্ড বলছে, অজিদের প্রথম ইনিংসের থেকে ভারত 91 রানে এগিয়ে ৷

সচিনের সিডনির একাগ্রতা:

এত গেল রবিবারের ‘বিরাট কাহিনী’ ৷ কিন্তু, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিয়ন বিরাটের ইনিংসে ছিল তাঁর আদর্শ সচিনের ছায়া ৷ আরও নির্দিষ্ট করে বললে, 2004 সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের বিরুদ্ধেই সচিনের করা 241 রানের প্রতিছবি ৷ এই ইনিংসে বিরাটের তাঁর নিজের মতো যতটা না লেগেছে ৷ তাঁর থেকে আরও বেশি করে সচিন তেন্ডুলকরের ছায়া তাঁর মধ্যে দেখা গিয়েছে ৷ যে ইনিংসে একাগ্রতার সঙ্গে ব্রেট লি-র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান বোলিংকে অন-সাইডে শাসন করে 241 রানের কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার ৷

এ দিন কোথাও গিয়ে সচিনের সেই ইনিংসের একাগ্রতা বিরাটের মধ্যে পাওয়া গেল ৷ কোহলির সেরা 20টি টেস্ট সেঞ্চুরির মধ্যেও এই সেঞ্চুরি আসবে না ৷ অন্তত তাঁর আগ্রাসী ব্যাটসম্যানশিপের তুলনায় ৷ কিন্তু, তাঁর এই মাইলস্টোনকে আরও কাছ থেকে দেখতে পুরো আমেদাবাদ স্টেডিয়াম লোয়ার টিয়ারে নেমে এসেছিল ৷ কিন্তু, 100 রানে পৌঁছানো পর্যন্ত, বিরাটের ওয়াগন হুইল এবং 2004 সালে সচিনের সেঞ্চুরির ওয়াগন হুইলের চিত্র প্রায় এক ৷

অফ স্টাম্পের বাইরের প্রতি ফুল লেন্থ বলকে এদিন ডিফেন্ড করেছেন বিরাট ৷ আর নয়তো লেগ সাইডে সিঙ্গল বা ডাবলের জন্য খেলেছেন ৷ একবারের জন্যও কোহলিচিত ভঙ্গিমায় এক্সট্রা কভারের উপর দিয়ে মাঠের বাইরে বল ফেলার চেষ্টাও করেননি ৷ চাইলেই হয় তো পারতেন ৷ তেমন বল অসংখ্যবার তাঁকে করা হয়েছে ৷ কিন্তু, লোভনীয় হাফভলি দেখে চোখ ঝলসে ওঠেনি তাঁর ৷ সংযমী থেকেছেন বিরাট 2.0 ৷ তবে, সেঞ্চুরি পার করার পর পুরনো সেই বিরাটকে দেখা গিয়েছে ৷ 241 বলে সেঞ্চুরি করা বিরাট চোখের পলকে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন: রাজবেশে 'বিরাট' প্রত্যাবর্তন মোতেরায়, 91 রানে এগিয়ে থেকে ডিক্লেয়ার ঘোষণা ভারতের

আজ হয়তো দু’শো রানও হয়ে যেত তাঁর ৷ তবে, উলটো দিক থেকে তেমন সঙ্গত পাননি ৷ অক্ষর প্যাটেল 79 রানে মিচেল স্টর্কের বলে প্লেড-অন হওয়ার পর, উলটো দিক থেকে সেভাবে সহযোগিতা পাননি ৷ তার উপর পিঠের ব্যাথার কারণে ব্যাট করতে নামেননি শ্রেয়স আইয়ার ৷ তাই 8 নম্বর উইকেট পড়তেই নিজের ক্লান্ত কাঁধে ম্যাচের পুরো দায়ভার নিয়েছিলেন ৷ মহম্মদ শামিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন ৷ শেষে অফ-স্টাম্পের বাইরের বল টেনে অন সাইডে খেলতে গিয়ে মিড-উইকেটে ক্যাচ আউট হন ৷ তবে, এদিন কোথাও যেন সচিনকে মনে করিয়ে দিয়ে গেলেন মর্ডান ডে গ্রেট- দ্য বিরাট কোহলি !

Last Updated : Mar 12, 2023, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.