ETV Bharat / sports

T20 World Cup : পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূলপর্বের আরও কাছে স্কটিশরা - Papua New Guinea

বাংলাদেশের মূলপর্বে ওঠার লড়াইকে কঠিন করে মঙ্গলবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন গ্রিভেসরা ৷

T20 World Cup
পাপুয়া নিউ গিনিকে হারিয়ে মূলপর্বের আরও কাছে স্কটিশরা
author img

By

Published : Oct 19, 2021, 10:58 PM IST

মাসকাট, 19 অক্টোবর : শক্তিশালী বাংলাদেশকে গত ম্য়াচে হারিয়ে সাড়া ফেলে দেওয়ার পর দ্বিতীয় ম্য়াচেও দাপট বজায় রাখল স্কটল্যান্ড ৷ পাপুয়া নিউ গিনিকে সহজে হারিয়ে সুপার 12 বা মূলপর্বের আরও কাছে পৌঁছে গেল স্কটিশরা ৷ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কাইল কোয়েটজার অ্যান্ড কোম্পানি জিতল 17 রানে ৷

আরও পড়ুন : MCC : এমসিসির আজীবন সদস্য হলেন শ্রীনাথ, হরভজন

রবিবার মাহমুদুল্লাহদের হারিয়ে কার্যত চমকে দিয়েছিল স্কটল্যান্ড ৷ বাংলাদেশের মূলপর্বে ওঠার লড়াইকে কঠিন করে দিয়ে মঙ্গলবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন গ্রিভেসরা ৷ টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার ৷

আরও পড়ুন : Igor Stimac : সাফ জয়কে বাড়তি গুরুত্ব নয়, এশিয়ান কাপেই চোখ স্টিম্যাচের

তৃতীয় উইকেটে উইকেটরক্ষক ব্যাটার ম্য়াথু ক্রস এবং রিচি বেরিংটন যোগ করেন 92 রান ৷ 36 বলে 45 রানে আউট হন ক্রস ৷ অর্ধশতরান পূর্ণ করে 49 বলে 76 রানের দুরন্ত ইনিংস খেলে দলের রান দেড়শ পার করে দেন বেরিংটন ৷ 20 ওভারে 9 উইকেটে 165 রান তোলে স্কটল্যান্ড ৷

জবাবে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কাজ কঠিন করে ফেলে পাপুয়া নিউ গিনি ৷ যদিও সেসে বাউ ( 23 বলে 24) এবং নরম্যান বানুয়া ( 37 বলে 47 ) লড়াইয়ে রাখার চেষ্টা করেছিলেন দেশকে ৷ তাদের উইকেট হারানোর পরেই ম্যাচ থেকে হারিয়ে যায় দল ৷ 148 রানে শেষ হয় পাপুয়া নিউ গিনির ইনিংস ৷ বৃহস্পতিবার বাংলাদেশের কাছে হারলে সুপার হেরোর তকমা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের ৷

মাসকাট, 19 অক্টোবর : শক্তিশালী বাংলাদেশকে গত ম্য়াচে হারিয়ে সাড়া ফেলে দেওয়ার পর দ্বিতীয় ম্য়াচেও দাপট বজায় রাখল স্কটল্যান্ড ৷ পাপুয়া নিউ গিনিকে সহজে হারিয়ে সুপার 12 বা মূলপর্বের আরও কাছে পৌঁছে গেল স্কটিশরা ৷ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কাইল কোয়েটজার অ্যান্ড কোম্পানি জিতল 17 রানে ৷

আরও পড়ুন : MCC : এমসিসির আজীবন সদস্য হলেন শ্রীনাথ, হরভজন

রবিবার মাহমুদুল্লাহদের হারিয়ে কার্যত চমকে দিয়েছিল স্কটল্যান্ড ৷ বাংলাদেশের মূলপর্বে ওঠার লড়াইকে কঠিন করে দিয়ে মঙ্গলবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন গ্রিভেসরা ৷ টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার ৷

আরও পড়ুন : Igor Stimac : সাফ জয়কে বাড়তি গুরুত্ব নয়, এশিয়ান কাপেই চোখ স্টিম্যাচের

তৃতীয় উইকেটে উইকেটরক্ষক ব্যাটার ম্য়াথু ক্রস এবং রিচি বেরিংটন যোগ করেন 92 রান ৷ 36 বলে 45 রানে আউট হন ক্রস ৷ অর্ধশতরান পূর্ণ করে 49 বলে 76 রানের দুরন্ত ইনিংস খেলে দলের রান দেড়শ পার করে দেন বেরিংটন ৷ 20 ওভারে 9 উইকেটে 165 রান তোলে স্কটল্যান্ড ৷

জবাবে শুরু থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে কাজ কঠিন করে ফেলে পাপুয়া নিউ গিনি ৷ যদিও সেসে বাউ ( 23 বলে 24) এবং নরম্যান বানুয়া ( 37 বলে 47 ) লড়াইয়ে রাখার চেষ্টা করেছিলেন দেশকে ৷ তাদের উইকেট হারানোর পরেই ম্যাচ থেকে হারিয়ে যায় দল ৷ 148 রানে শেষ হয় পাপুয়া নিউ গিনির ইনিংস ৷ বৃহস্পতিবার বাংলাদেশের কাছে হারলে সুপার হেরোর তকমা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে তাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.