ETV Bharat / sports

Inter School Tournament: 28 ওভারে 1067, প্রতিপক্ষ অল-আউট 4 রানে ! স্কুল ক্রিকেটে নজির নব নালন্দার - স্কুল ক্রিকেটে নজির নব নালন্দার

অনূর্ধ্ব-15 সীমিত ওভারের প্রতিযোগিতায় রানের পাহাড় গড়ে নজির গড়ল নব নালন্দা স্কুল (Naba Nalanda creats history in school cricket) ৷ 52টি স্কুলকে নিয়ে শুরু হয়েছে সিএবি'র অনূর্ধ্ব-15 আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আর প্রথমদিনই নজির নবনালন্দা স্কুলের। নোপানির বিরুদ্ধে স্কোরবোর্ডে 1067 রান তুলে ডিক্লেয়ার করল তারা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 8, 2023, 9:42 PM IST

Updated : Feb 9, 2023, 9:32 AM IST

নব নালন্দার প্রিন্সিপাল এবং ক্রিকেট ম্যানেজারের প্রতিক্রিয়া

কলকাতা, 8 ফেব্রুয়ারি: নব নালন্দার 1067 রানের জবাবে নোপানি শেষ 4 রানে। স্কুল ক্রিকেট ম্যাচে অবিশ্বাস্য স্কোরের সাক্ষী রইল কলকাতা ময়দান। স্কুল ক্রিকেটে সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি জুটিতে 664 রান তুলেছিলেন। সৌজন্যে সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের বিরুদ্ধে 1988 সালে স্কোরবোর্ডে 974 রান তুলেছিল সারদা বিদ্যাশ্রম। 14 বছরের সচিন এবং বছর ষোলোর বিনোদ কাম্বলির সেদিনের ইনিংস আজও বিস্ময় জাগায় ।

সেই স্মৃতি জাগিয়ে স্কুল ক্রিকেটে ফের রানের উৎসব। যা একঝলকে দেখলে চোখ কচলাতে বাধ্য যে কেউ। কিন্তু বুধবার আন্তঃস্কুল টুর্নামেন্টে ঠিক তেমনটাই ঘটল। অনূর্ধ্ব-15 সীমিত ওভারের প্রতিযোগিতায় রানের পাহাড় গড়ে নজির গড়ল নব নালন্দা স্কুল (Naba Nalanda creates history in school cricket) ৷ 52টি স্কুলকে নিয়ে শুরু হয়েছে সিএবি'র অনূর্ধ্ব-15 আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আর প্রথমদিনই নজির গড়ল নবনালন্দা স্কুল। হাজারেরও বেশি রান করে 'টক অফ দ্য টাউন' তারা ৷

প্রথমে ব‍্যাট করতে নেমে নবনালন্দা 4 উইকেট হারিয়ে 28 ওভারে করে 1067 রান (Naba Nalanda scores 1067 runs)। আত্মজ মণ্ডল 210, দেবার্ঘ‍্য রক্ষিত 101 এবং লগন কাপুর 52 রান করে ৷ অতিরিক্ত 75। কিন্তু তাই বলে 1067 রান, তাও আবার 28 ওভারে ? জবাবে ব্যাট করতে নেমে আবার 4 রানে অল-আউট নোপানি হাইস্কুল ৷ রাজপুর সাধারণ সম্মিলনীর মাঠে এদিন ঠিক কী ঘটেছিল, জানতে নব নালন্দা স্কুলের ক্রিকেট ম্যানেজার গৌতম দাসকে ফোন করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তিনি বলেন, "19 ওভারে চার উইকেটে 482 রান তুলেছিলাম। কিন্তু নোপানি স্কুল আর খেলতে চায়নি। যা নিয়ম বিরুদ্ধ। ফলস্বরূপ রেফারি 585 রান পেনাল্টি হিসেবে দেন। এরপর আমরা ইনিংস ডিক্লেয়ার করে দিই।"

আরও পড়ুন: অনুষ্টুপ-সুদীপের জোড়া সেঞ্চুরি, রঞ্জি সেমিফাইনালের প্রথমদিনই চালকের আসনে বাংলা

জবাবে ম্যাচ খেলতে অনিচ্ছুক নোপানি 5.1 ওভারে 4 ওভারে অল-আউট হয়ে যায় ৷ একই টুর্নামেন্টে সুন্দরবন আদর্শ বিদ‍্যামন্দিরের দিব‍্যদক জানা 270 রানের ইনিংস খেলে। 136 বলে এই ইনিংস খেলে দিব‍্যদক। এদিন সোনারপুর ঘরখাড়া মিলন সংঘের মাঠে মুখোমুখি হয়েছিল সুন্দরবন আদর্শ বিদ‍্যামন্দির ও নাকতলা হাইস্কুল। সুন্দরবনের স্কুলটি 5 উইকেটে করে 546 রান করে। জবাবে নাকতলা 128 রানে অল আউট হয়ে যায়। এদিন ইডেনে মেয়রস কাপ নামাঙ্কিত অনূর্ধ্ব-15 আন্তঃস্কুল ক্রিকেটের উদ্বোধন করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার। এই স্কুল টুর্নামেন্টে এক হাজার ছাত্র অংশ নিচ্ছে বলে জানিয়েছন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

নব নালন্দার প্রিন্সিপাল এবং ক্রিকেট ম্যানেজারের প্রতিক্রিয়া

কলকাতা, 8 ফেব্রুয়ারি: নব নালন্দার 1067 রানের জবাবে নোপানি শেষ 4 রানে। স্কুল ক্রিকেট ম্যাচে অবিশ্বাস্য স্কোরের সাক্ষী রইল কলকাতা ময়দান। স্কুল ক্রিকেটে সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি জুটিতে 664 রান তুলেছিলেন। সৌজন্যে সেন্ট জেভিয়ার্স হাইস্কুলের বিরুদ্ধে 1988 সালে স্কোরবোর্ডে 974 রান তুলেছিল সারদা বিদ্যাশ্রম। 14 বছরের সচিন এবং বছর ষোলোর বিনোদ কাম্বলির সেদিনের ইনিংস আজও বিস্ময় জাগায় ।

সেই স্মৃতি জাগিয়ে স্কুল ক্রিকেটে ফের রানের উৎসব। যা একঝলকে দেখলে চোখ কচলাতে বাধ্য যে কেউ। কিন্তু বুধবার আন্তঃস্কুল টুর্নামেন্টে ঠিক তেমনটাই ঘটল। অনূর্ধ্ব-15 সীমিত ওভারের প্রতিযোগিতায় রানের পাহাড় গড়ে নজির গড়ল নব নালন্দা স্কুল (Naba Nalanda creates history in school cricket) ৷ 52টি স্কুলকে নিয়ে শুরু হয়েছে সিএবি'র অনূর্ধ্ব-15 আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্ট। আর প্রথমদিনই নজির গড়ল নবনালন্দা স্কুল। হাজারেরও বেশি রান করে 'টক অফ দ্য টাউন' তারা ৷

প্রথমে ব‍্যাট করতে নেমে নবনালন্দা 4 উইকেট হারিয়ে 28 ওভারে করে 1067 রান (Naba Nalanda scores 1067 runs)। আত্মজ মণ্ডল 210, দেবার্ঘ‍্য রক্ষিত 101 এবং লগন কাপুর 52 রান করে ৷ অতিরিক্ত 75। কিন্তু তাই বলে 1067 রান, তাও আবার 28 ওভারে ? জবাবে ব্যাট করতে নেমে আবার 4 রানে অল-আউট নোপানি হাইস্কুল ৷ রাজপুর সাধারণ সম্মিলনীর মাঠে এদিন ঠিক কী ঘটেছিল, জানতে নব নালন্দা স্কুলের ক্রিকেট ম্যানেজার গৌতম দাসকে ফোন করেছিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ তিনি বলেন, "19 ওভারে চার উইকেটে 482 রান তুলেছিলাম। কিন্তু নোপানি স্কুল আর খেলতে চায়নি। যা নিয়ম বিরুদ্ধ। ফলস্বরূপ রেফারি 585 রান পেনাল্টি হিসেবে দেন। এরপর আমরা ইনিংস ডিক্লেয়ার করে দিই।"

আরও পড়ুন: অনুষ্টুপ-সুদীপের জোড়া সেঞ্চুরি, রঞ্জি সেমিফাইনালের প্রথমদিনই চালকের আসনে বাংলা

জবাবে ম্যাচ খেলতে অনিচ্ছুক নোপানি 5.1 ওভারে 4 ওভারে অল-আউট হয়ে যায় ৷ একই টুর্নামেন্টে সুন্দরবন আদর্শ বিদ‍্যামন্দিরের দিব‍্যদক জানা 270 রানের ইনিংস খেলে। 136 বলে এই ইনিংস খেলে দিব‍্যদক। এদিন সোনারপুর ঘরখাড়া মিলন সংঘের মাঠে মুখোমুখি হয়েছিল সুন্দরবন আদর্শ বিদ‍্যামন্দির ও নাকতলা হাইস্কুল। সুন্দরবনের স্কুলটি 5 উইকেটে করে 546 রান করে। জবাবে নাকতলা 128 রানে অল আউট হয়ে যায়। এদিন ইডেনে মেয়রস কাপ নামাঙ্কিত অনূর্ধ্ব-15 আন্তঃস্কুল ক্রিকেটের উদ্বোধন করেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার। এই স্কুল টুর্নামেন্টে এক হাজার ছাত্র অংশ নিচ্ছে বলে জানিয়েছন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

Last Updated : Feb 9, 2023, 9:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.