ETV Bharat / sports

WTC Final : ডিউক বলে কী করণীয়, রোহিতকে বোঝালেন সচিন - মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর

প্রায় এক দেড় বছর টেস্টে ওপেনিং করছেন রোহিত শর্মা ৷ তবে ইংল্যান্ডের মাটিতে কখনও টেস্ট খেলেননি রোহিত ৷ তাই ডিউক বলের বিরুদ্ধে রোহিতের কোনও অভিজ্ঞতা নেই ৷ সচিন মানেন ইংল্যান্ডের মাটিতে ওপেনিং করা সব সময় কঠিন ৷ তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক মানসিকতা কাজে দেবে বলে মত তাঁর ৷

রোহিতকে উপদেশ সচিনের
রোহিতকে উপদেশ সচিনের
author img

By

Published : Jun 16, 2021, 11:01 AM IST

সাউদাম্পটন, 16 জুন : সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) মহারণ ৷ বিশ্ব সেরা হওয়ার মঞ্চে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের ভোকাল টনিক দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ ভারতের প্রাক্তন ক্রিকেটারের বরাবরই প্রিয় রোহিত শর্মা (Rohit Sharma) ৷ এবারও গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এক মুম্বইকরকে পরামর্শ দিলেই আর এক মুম্বইকর ৷ সচিন আশা করেন ইংল্যান্ডের মাটিতে শুরুতে দেখে খেলবেন রোহিত শর্মা ৷

প্রায় এক দেড় বছর টেস্টে ওপেনিং করছেন রোহিত শর্মা ৷ তবে ইংল্যান্ডের মাটিতে কখনও টেস্ট খেলেননি রোহিত ৷ তাই ডিউক বলের বিরুদ্ধে রোহিতের কোনও অভিজ্ঞতা নেই ৷ সচিন মানেন ইংল্যান্ডের মাটিতে ওপেনিং করা সব সময় কঠিন ৷ তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক মানসিকতা কাজে দেবে বলে মত তাঁর ৷

সংবাদ সংস্থা এএনআইকে সচিন বলেন, ‘‘রোহিত একজন স্মার্ট ক্রিকেটার ৷ জানেন কখন রানের গতি বাড়াতে হয় ৷ রোহিত এমন ক্রিকেটার নন, যিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলবেন ৷ ও প্রথমে পরিস্থিতি বুঝবে, পিচের পরিস্থিতি কেমন হবে সেটা দেখে ও কে বোলিং করছেন তার উপর নির্ভর করে রানের গতি বাড়ানোর চেষ্টা করবেন ৷ কিন্তু প্রথম থেকে রানের গতি বাড়ানো, আমার মনে হয় না এটা রোহিতের গেম প্ল্যান ৷ প্রথমে কিছুটা দেখে নিয়ে তারপর শট খেলা উচিত ৷’’

আরও পড়ুন : Euro 2020: দেঁশর দুরন্ত ট্যাকটিকে জার্মানিকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 200টি টেস্ট খেলেছেন সচিন ৷ এছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 100 টি শতরানের নজিরও আছে মাস্টার ব্লাস্টারের ৷

সাউদাম্পটন, 16 জুন : সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) মহারণ ৷ বিশ্ব সেরা হওয়ার মঞ্চে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের ভোকাল টনিক দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ৷ ভারতের প্রাক্তন ক্রিকেটারের বরাবরই প্রিয় রোহিত শর্মা (Rohit Sharma) ৷ এবারও গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে এক মুম্বইকরকে পরামর্শ দিলেই আর এক মুম্বইকর ৷ সচিন আশা করেন ইংল্যান্ডের মাটিতে শুরুতে দেখে খেলবেন রোহিত শর্মা ৷

প্রায় এক দেড় বছর টেস্টে ওপেনিং করছেন রোহিত শর্মা ৷ তবে ইংল্যান্ডের মাটিতে কখনও টেস্ট খেলেননি রোহিত ৷ তাই ডিউক বলের বিরুদ্ধে রোহিতের কোনও অভিজ্ঞতা নেই ৷ সচিন মানেন ইংল্যান্ডের মাটিতে ওপেনিং করা সব সময় কঠিন ৷ তবে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে রোহিতের আক্রমণাত্মক মানসিকতা কাজে দেবে বলে মত তাঁর ৷

সংবাদ সংস্থা এএনআইকে সচিন বলেন, ‘‘রোহিত একজন স্মার্ট ক্রিকেটার ৷ জানেন কখন রানের গতি বাড়াতে হয় ৷ রোহিত এমন ক্রিকেটার নন, যিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক খেলবেন ৷ ও প্রথমে পরিস্থিতি বুঝবে, পিচের পরিস্থিতি কেমন হবে সেটা দেখে ও কে বোলিং করছেন তার উপর নির্ভর করে রানের গতি বাড়ানোর চেষ্টা করবেন ৷ কিন্তু প্রথম থেকে রানের গতি বাড়ানো, আমার মনে হয় না এটা রোহিতের গেম প্ল্যান ৷ প্রথমে কিছুটা দেখে নিয়ে তারপর শট খেলা উচিত ৷’’

আরও পড়ুন : Euro 2020: দেঁশর দুরন্ত ট্যাকটিকে জার্মানিকে হারিয়ে ইউরো অভিযান শুরু ফ্রান্সের

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 200টি টেস্ট খেলেছেন সচিন ৷ এছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 100 টি শতরানের নজিরও আছে মাস্টার ব্লাস্টারের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.