ETV Bharat / sports

খেলাটাকে উপভোগ করছি, অবসরের ভাবনা নেই : রস টেলর

অবসরের কোনও ভাবনা নেই তাঁর ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিউয়ি এই ব্যাটসম্যান ৷

ross-taylor
ross-taylor
author img

By

Published : May 24, 2021, 9:03 AM IST

সাউদাম্পটন, 24 মে : 35-এর গণ্ডি পার করা মানেই 22 গজের দুনিয়ায় তাঁরা 'বুড়ো' ৷ অবসর, দ্বিতীয় ইনিংসের মতো শব্দগুলি তাঁদের আশপাশে ভেসে বেড়াতে থাকে ৷ সাংবাদিক বৈঠক থেকে সোশাল মিডিয়া সর্বত্র অবসরের পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷ নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেলরও এর থেকে ছাড় পাননি ৷ যদিও 37-এর টেলর এসবকে পাত্তা দিতে চান না ৷ অবসরের কোনও ভাবনা নেই তাঁর ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিউয়ি এই ব্যাটসম্যান ৷

জুনে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ তার আগে অবসরের গুজবকে বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে টেলর বলেছেন, "আমি ক্রিকেট খেলতে খুব ভালবাসি ৷ দেশের জন্য ক্রিকেট খেলাটা আমার বিশেষ পছন্দের ৷ যতদিন না তুমি খেলাটাকে উপভোগ করছ, মাঠ এবং মাঠের বাইরে দলের জন্য অবদান রাখতে পারছ ততদিন পর্যন্ত আমার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা ৷"

আরও পড়ুন : অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভূক্তি, ভারতীয় উপমহাদেশের দর্শকদের উপর বাজি ধরল আইসিসি

তিনি বলেছেন, "আমার মনে হয় তিরিশের কোঠায় পৌঁছাতেই অবসরের ভাবনাচিন্তা শুরু হয়ে যায় ৷ তবে বিশ্বকাপের জন্য হয়তো আমার মাথায় 35 বছর বয়স সংখ্যাটা ঘুরছিল ৷ যদিও আমি এটা মনে করি না যে বিশ্বকাপ শেষ মানেই অবসর নিতে হবে ৷ আমার মাথায় এখন বয়স নিয়ে ভাবনা নেই ৷"

সাউদাম্পটন, 24 মে : 35-এর গণ্ডি পার করা মানেই 22 গজের দুনিয়ায় তাঁরা 'বুড়ো' ৷ অবসর, দ্বিতীয় ইনিংসের মতো শব্দগুলি তাঁদের আশপাশে ভেসে বেড়াতে থাকে ৷ সাংবাদিক বৈঠক থেকে সোশাল মিডিয়া সর্বত্র অবসরের পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় ৷ নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেলরও এর থেকে ছাড় পাননি ৷ যদিও 37-এর টেলর এসবকে পাত্তা দিতে চান না ৷ অবসরের কোনও ভাবনা নেই তাঁর ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিউয়ি এই ব্যাটসম্যান ৷

জুনে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৷ তার আগে অবসরের গুজবকে বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে টেলর বলেছেন, "আমি ক্রিকেট খেলতে খুব ভালবাসি ৷ দেশের জন্য ক্রিকেট খেলাটা আমার বিশেষ পছন্দের ৷ যতদিন না তুমি খেলাটাকে উপভোগ করছ, মাঠ এবং মাঠের বাইরে দলের জন্য অবদান রাখতে পারছ ততদিন পর্যন্ত আমার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা ৷"

আরও পড়ুন : অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভূক্তি, ভারতীয় উপমহাদেশের দর্শকদের উপর বাজি ধরল আইসিসি

তিনি বলেছেন, "আমার মনে হয় তিরিশের কোঠায় পৌঁছাতেই অবসরের ভাবনাচিন্তা শুরু হয়ে যায় ৷ তবে বিশ্বকাপের জন্য হয়তো আমার মাথায় 35 বছর বয়স সংখ্যাটা ঘুরছিল ৷ যদিও আমি এটা মনে করি না যে বিশ্বকাপ শেষ মানেই অবসর নিতে হবে ৷ আমার মাথায় এখন বয়স নিয়ে ভাবনা নেই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.